জমির উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়ালেও হাসপাতালে কম ভর্তি হচ্ছেন রোগীরা। এখন পর্যন্ত রোগীদের মধ্যে জটিল কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে পরিস্থিতি অনেকটা ভালো আছে। তবুও সবাইকে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসেন কাইযুম চৌধুরী। আসকারদিঘী পশ্চিম পাড় এলাকার এই বাসিন্দা সোনালি ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা। শরীর ব্যথা ও হালকা কাশি থাকায় ৭ দিন আগে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছিল। তবে তিন দিন পরই সুস্থ হয়ে যান তিনি।
গতকাল ৪৫ বছর বয়সী কাইয়ুম চৌধুরী এসেছিলেন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা দিতে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হই। এর আগে প্রথম কয়েক দিন শরীর ব্যথা ও হালকা কাশি ছিল। কিন্তু তিন দিন পর থেকে পুরোপুরি ভালো অনুভব করি। বাসায় আলাদা থেকেছি। মনে হচ্ছে করোনা চলে গেছে, তাই আবার নমুনা দিতে আসলাম।’
দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার আগে করোনা নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন চকবাজার ধনিরপুল এলাকার বাসিন্দা নুর কবিরের। এই ব্যবসায়ীর শরীরের কোনো লক্ষণ না থাকলেও ১০ দিন আগের পরীক্ষায় পজিটিভ আসায় বিস্মিত হন তিনি। নিশ্চিত হতে আবারও নমুনা দিতে আসেন তিনি।
নুর কবির বলেন, ‘লক্ষণ না থাকলেও পজিটিভ আসার বিষয়টি প্রথমে বিশ্বাস করিনি। পরের দিন শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায়ও পজিটিভ আসে। যেহেতু বাসায় বয়স্ক বাবা-মা আছেন, তাই ১০ দিন আলাদা থেকে আবারও নমুনা দিতে এসেছি।’
তাঁদের মতো জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা দিতে আসা অন্তত ১৫ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের মধ্যে বেশির ভাগের শরীরে তেমন কোনো লক্ষণ নেই। কেউ কেউ শরীরে ব্যথা অনুভব করছেন, সঙ্গে আছে সর্দি-কাশি। এ ছাড়া তেমন কোনো লক্ষণ নেই।
এদিন দুপুর ১২টা পর্যন্ত জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ রোগী ভর্তি ছিলেন। তাঁদের ১২ জন বিদেশযাত্রী। শাহ আমানত বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাঁদের ফল পজিটিভ আসে। তাঁদের কারও কোনো রকম লক্ষণ ছিল না। তবে বাকি ৪ জন সাধারণ রোগীর মধ্যে কিছু কিছু লক্ষণ আছে। যাঁদের বয়স ৫০ বছরের বেশি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন। তিনি নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারেও রোগী দেখেন। ডা. মাসুম বলেন, ‘বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের শরীরে ব্যথা, ক্লান্তি-অবসাদ দেখা যাচ্ছে। কারও কারও সর্দি-কাশিও হচ্ছে। আক্রান্তরা কয়েক দিন পরই সুস্থ হয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত চেম্বারে যাঁদের দেখেছি, তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। গুরুতর তেমন কিছুও হচ্ছে না।’ তাই করোনায় আক্রান্ত হলেও আতঙ্কিত না হয়ে বাসায় আইসোলেশন থাকার পরামর্শ দেন এই মেডিসিন বিশেষজ্ঞ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সাবেক সিভিল সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণ দ্রুত ছড়ালেও হাসপাতালে ভর্তি কম। এখন পর্যন্ত রোগীদের গুরুতর কিছু হচ্ছে না।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত ২০ দিনে দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ ডিসেম্বর আগের ২০ দিনে এ সংখ্যা দুই শ ছাড়ায়নি।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, যে হিসেবে আক্রান্ত হচ্ছে, সে তুলনায় ভর্তির হার অনেক কম। তবুও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
জেনারেল হাসপাতাল ছাড়াও নগরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগী ভর্তির হার কম। গতকাল সকাল ৮টা পর্যন্ত এখানে ৬৪ রোগী ভর্তি ছিলেন। তাঁদের বেশির ভাগের বাড়িতে আইসোলেশনে থাকায় সমস্যা হওয়ায় এখানে আলাদাভাবে থাকছেন।
হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আফতাব উল ইসলাম চৌধুরী বলেন, আগে থেকে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও তেমন নেই। গত ৫ দিনে চট্টগ্রাম নগরে একজনও করোনায় মারা যাননি। সে হিসেবে পরিস্থিতি অনেকটাই ভালো আছে।
মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ জানান, গতকাল পর্যন্ত তাঁদের এখানে ৩৫ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাঁদের কারওই করোনা সংক্রান্ত তেমন জটিলতা নেই।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়ালেও হাসপাতালে কম ভর্তি হচ্ছেন রোগীরা। এখন পর্যন্ত রোগীদের মধ্যে জটিল কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে পরিস্থিতি অনেকটা ভালো আছে। তবুও সবাইকে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেছেন তাঁরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসেন কাইযুম চৌধুরী। আসকারদিঘী পশ্চিম পাড় এলাকার এই বাসিন্দা সোনালি ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা। শরীর ব্যথা ও হালকা কাশি থাকায় ৭ দিন আগে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছিল। তবে তিন দিন পরই সুস্থ হয়ে যান তিনি।
গতকাল ৪৫ বছর বয়সী কাইয়ুম চৌধুরী এসেছিলেন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা দিতে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হই। এর আগে প্রথম কয়েক দিন শরীর ব্যথা ও হালকা কাশি ছিল। কিন্তু তিন দিন পর থেকে পুরোপুরি ভালো অনুভব করি। বাসায় আলাদা থেকেছি। মনে হচ্ছে করোনা চলে গেছে, তাই আবার নমুনা দিতে আসলাম।’
দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার আগে করোনা নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন চকবাজার ধনিরপুল এলাকার বাসিন্দা নুর কবিরের। এই ব্যবসায়ীর শরীরের কোনো লক্ষণ না থাকলেও ১০ দিন আগের পরীক্ষায় পজিটিভ আসায় বিস্মিত হন তিনি। নিশ্চিত হতে আবারও নমুনা দিতে আসেন তিনি।
নুর কবির বলেন, ‘লক্ষণ না থাকলেও পজিটিভ আসার বিষয়টি প্রথমে বিশ্বাস করিনি। পরের দিন শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায়ও পজিটিভ আসে। যেহেতু বাসায় বয়স্ক বাবা-মা আছেন, তাই ১০ দিন আলাদা থেকে আবারও নমুনা দিতে এসেছি।’
তাঁদের মতো জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা দিতে আসা অন্তত ১৫ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের মধ্যে বেশির ভাগের শরীরে তেমন কোনো লক্ষণ নেই। কেউ কেউ শরীরে ব্যথা অনুভব করছেন, সঙ্গে আছে সর্দি-কাশি। এ ছাড়া তেমন কোনো লক্ষণ নেই।
এদিন দুপুর ১২টা পর্যন্ত জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ রোগী ভর্তি ছিলেন। তাঁদের ১২ জন বিদেশযাত্রী। শাহ আমানত বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাঁদের ফল পজিটিভ আসে। তাঁদের কারও কোনো রকম লক্ষণ ছিল না। তবে বাকি ৪ জন সাধারণ রোগীর মধ্যে কিছু কিছু লক্ষণ আছে। যাঁদের বয়স ৫০ বছরের বেশি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবদুর রব মাসুম হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন। তিনি নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারেও রোগী দেখেন। ডা. মাসুম বলেন, ‘বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের শরীরে ব্যথা, ক্লান্তি-অবসাদ দেখা যাচ্ছে। কারও কারও সর্দি-কাশিও হচ্ছে। আক্রান্তরা কয়েক দিন পরই সুস্থ হয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত চেম্বারে যাঁদের দেখেছি, তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। গুরুতর তেমন কিছুও হচ্ছে না।’ তাই করোনায় আক্রান্ত হলেও আতঙ্কিত না হয়ে বাসায় আইসোলেশন থাকার পরামর্শ দেন এই মেডিসিন বিশেষজ্ঞ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও সাবেক সিভিল সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণ দ্রুত ছড়ালেও হাসপাতালে ভর্তি কম। এখন পর্যন্ত রোগীদের গুরুতর কিছু হচ্ছে না।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত ২০ দিনে দুই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ ডিসেম্বর আগের ২০ দিনে এ সংখ্যা দুই শ ছাড়ায়নি।
সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী বলেন, যে হিসেবে আক্রান্ত হচ্ছে, সে তুলনায় ভর্তির হার অনেক কম। তবুও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
জেনারেল হাসপাতাল ছাড়াও নগরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগী ভর্তির হার কম। গতকাল সকাল ৮টা পর্যন্ত এখানে ৬৪ রোগী ভর্তি ছিলেন। তাঁদের বেশির ভাগের বাড়িতে আইসোলেশনে থাকায় সমস্যা হওয়ায় এখানে আলাদাভাবে থাকছেন।
হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আফতাব উল ইসলাম চৌধুরী বলেন, আগে থেকে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও তেমন নেই। গত ৫ দিনে চট্টগ্রাম নগরে একজনও করোনায় মারা যাননি। সে হিসেবে পরিস্থিতি অনেকটাই ভালো আছে।
মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ জানান, গতকাল পর্যন্ত তাঁদের এখানে ৩৫ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাঁদের কারওই করোনা সংক্রান্ত তেমন জটিলতা নেই।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪