নৃত্যশিল্পী ফাউন্ডেশনের যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

২৩ মার্চ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ’। ফাউন্ডেশনের সভাপতি হয়েছেন লায়লা হাসান। সাধারণ সম্পাদক হয়েছেন দীপা খন্দকার। এ ছাড়া সহসভাপতি হয়েছেন লুবনা মরিয়ম, মিনা মো. নজরুল ইসলাম, সুলতানা হায়দার, কবিরুল ইসলাম রতন, বেলায়েত হোসেন খান। সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন ও সাদিয়া ইসলাম মৌ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিজরী বরকত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ পাপড়ি, সহ-সাংস্কৃতিক সম্পাদক আফরোজা হাসান শিল্পী।

কোষাধ্যক্ষ ফারহানা খান তান্না, দপ্তর সম্পাদক নাঈম হাসান সুজা, প্রচার সম্পাদক ইয়াসমিন তাজরীন জাহান তারিন, সমাজকল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, ক্রীড়া সম্পাদক সোহেল রহমান, আন্তর্জাতিক সম্পাদক নেহরিন মোস্তফা দিশি, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমেদ খান বিজু ও গবেষণা সম্পাদক হয়েছেন সৈয়দা শায়লা আহমেদ।

ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন লায়লা হক, কাজল ইব্রাহিম, ডলি ইকবাল, মো. কামার উদ্দিন খান, অপি করিম, নাদিয়া আহমেদ, রিচি সোলায়মান, মেহবুবা মাহনূর চাঁদনী, আনিকা কবির শখ, তাহমিনা সুলতানা মৌ, সিনথিয়া ইয়াসমিন নূপুর, রুহানি সালসাবিল প্রমুখ। 

সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দীপা খন্দকার। কর্মপরিকল্পনায় রয়েছে ‘নৃত্যপ্রবাহ’ নামের অনলাইন দ্বিবার্ষিক পত্রিকা প্রকাশ, বিষয়ভিত্তিক নৃত্য কর্মশালা, আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্‌যাপন, রবীন্দ্র কর্মশালা, অভিষেক অনুষ্ঠান ইত্যাদি।

যুক্তরাষ্ট্রে থাকায় সভাপতি লায়লা হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তবে তিনি অনলাইনে সংযুক্ত হয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহসভাপতি লুবনা মরিয়ম। এ বিষয়ে লায়লা হাসান বলেন, ‘দেরিতে হলেও সবার আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের যাত্রা শুরু হলো। আমাদের ফাউন্ডেশনকে একটি কার্যকরী ফাউন্ডেশনে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করছি।’

সহসভাপতি কবিরুল ইসলাম রতন বলেন, ‘বাংলাদেশের নৃত্যাঙ্গনে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে সব নৃত্যশিল্পীর মধ্যে একটি পারিবারিক বন্ধনের যাত্রা শুরু হলো। আমরা সবাই একটি পরিবার। একই ছায়াতলে থেকে সবাই সবার জন্য নিবেদিত হয়ে কাজ করে যাব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্যচর্চাকে আরও আলোকিত করার চেষ্টা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত