মাহফিলে গিয়ে বিতণ্ডা ৪ ছাত্রলীগ কর্মী আহত

মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭

যশোরের মনিরামপুরে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে স্বেচ্ছাসেবকদের হামলায় ৪ ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

মোটরসাইকেল রাখা নিয়ে বিতণ্ডায় গত শনিবার সন্ধ্যায় উপজেলার ঝাঁপা দক্ষিণ পাড়ায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন তপু রায়হান (২২), মাসুদ রানা (২২), মিকাইল হোসেন (২২) ও হাবিবুর রহমান (১৮)। তাঁদের মধ্যে তপু রায়হান ও হাবিবুর রহমানকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মাসুদ রানা ও মিকাইল হোসেনের ডান হাতের একটি করে আঙুল ভেঙে গেছে। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহতরা সবাই ঝাঁপা ইউনিয়ন ছাত্র লীগের সক্রিয় কর্মী।

এদিকে এই ঘটনায় শনিবার রাতে তপু রায়হান বাদী হয়ে মনিরামপুর থানায় ৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

তপু রায়হান বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। আমি সেখানে স্বেচ্ছাসেবক ছিলাম। আমার বন্ধু মাসুদ রানা মাহফিলস্থলের পাশে মোটরসাইকেলে বসে বাদাম কিনছিল। তখন কয়েকজন স্বেচ্ছাসেবক তাঁকে মোটরসাইকেল সরাতে বলেন। সে একটু সময় চাইলে ওই স্বেচ্ছাসেবকেরা তাঁকে মারধর করেন। তখন আমরা ৭-৮ জন এগিয়ে গেলে ওঁরা ৬০-৭০ জন মিলে আমাদের ধরে খুব মারধর করে। এতে আমি ও হাবিবুর রক্তাক্ত জখম হই। আর মাসুদ রানা ও মিকাইল হোসেনের ডান হাতের একটি করে আঙুল ভেঙে যায়। পরে আমরা দুজন হাসপাতালে চিকিৎসা নিই।’

তপু রায়হান বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে আমি থানায় লিখিত অভিযোগ করে ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে কথা বলে এসেছি। কিন্তু পুলিশ এ বিষয়ে খোঁজ নেয়নি।

মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘অভিযোগ পেয়েছি। পরে স্থানীয় ঝাঁপা ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।’

ঝাঁপা ইউপি চেয়ারম্যানের শামছুল হক মন্টু বলেন, ‘দুই পক্ষই আমাদের দলের। আজ সকালে (রোববার) আমি থেকে দুই পক্ষকে ডেকে মিটমাট করে দিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত