মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি চার প্রতিষ্ঠানের জরিমানা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০৯: ০৯
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭: ১৪

মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বিভিন্ন পণ্য বিক্রি ও বিক্রয় তালিকা না থাকায় নেত্রকোনার মোহনগঞ্জে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার খুরশিমূল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সার্বিক নির্দেশনায় উপজেলার খুরশিমুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুরশিমূল শামীম স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা, হাসেম মেডিকেলকে মেয়াদহীন ওষুধ বিক্রির দায়ে আট হাজার, জাকির স্টোরকে দুই হাজার ও এমদাদুল স্টোরকে এক হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।

পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ জানান মো. শাহ আলম।

এ সময় অভিযানে সহযোগিতা করেন মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি পুলিশ দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত