Ajker Patrika

আধুনিক সংরক্ষণাগার নেই নষ্ট হচ্ছে পেঁয়াজ

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩: ২২
আধুনিক সংরক্ষণাগার নেই নষ্ট হচ্ছে পেঁয়াজ

উত্তরাঞ্চলে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগর। এ বছর এ অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রথম দফায় ভালো দাম না পাওয়ায় অনেকে সনাতন পদ্ধতিতে সংরক্ষণের চেষ্টা করছেন। কিন্তু আধুনিক সংরক্ষণাগার না থাকায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের পেঁয়াজচাষিরা।

সুজানগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘরে বাঁশের মাচা বানিয়ে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে কৃষকেরা এই সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন। এতে যে পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়, তাতে মূল খরচ তোলা নিয়ে শঙ্কা রয়েছেন তাঁরা। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে একটি আধুনিক সংরক্ষণাগারের দাবি জানিয়ে এলেও তার বাস্তবায়ন নেই।

কৃষকেরা জানান, পেঁয়াজের ভরা মৌসুমে বাজারদর কম থাকে। ওই সময় বিক্রি করলে উৎপাদন খরচ ওঠে না। তবে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে তা পর্যায়ক্রমে বিক্রি করতে পারলে তাঁদের লাভ হতো। বর্তমানে বাঁশের মাচা তৈরি করে দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করা যায় না।

উপজেলার দুর্গাপুর গ্রামের চাষি কামরুজ্জামান বলেন, এক মণ পেঁয়াজ উৎপাদন করতে প্রায় ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা খরচ করতে হয়েছে। সংরক্ষণ, বাছাই, বস্তাবন্দী এবং পরিবহনে মণপ্রতি আরও খরচ হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। কিন্তু বাজারে এখন ১ হাজার ৩০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দামের এই অবস্থার পাশাপাশি পেঁয়াজ পচে যাওয়ায় বড় লোকসানের আশঙ্কায় রয়েছেন তিনি।

ওই গ্রামের কৃষক চাঁদ আলীর একই অবস্থা। তিনি প্রায় ১ হাজার মণ পেঁয়াজ ঘরে তুলেছেন। মৌসুমের শুরুতে দাম ভালো না পাওয়ায় পুরো পেঁয়াজ সংরক্ষণ করে এখন আরও বিপাকে পড়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর প্রায় ৩০০ মণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, ‘সুজানগরে রয়েছে প্রায় সাত হাজারের বেশি প্রাচীন পদ্ধতির পেঁয়াজ সংরক্ষণাগার। প্রতিটি খাঁচার দুই ফুট পর্যন্ত পুরু করে মাচায় পেঁয়াজ সংরক্ষণ করেন তাঁরা। এই পদ্ধতিতে সংরক্ষণ করা গেলেও কমপক্ষে ২৫ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়।’

বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, মসলা গবেষণা কেন্দ্র একটি বিশেষায়িত কোল্ডস্টোরেজ নির্মাণের কাজ হাতে নিয়েছে। এটি নির্মাণ করা হলে পেঁয়াজ সংরক্ষণব্যবস্থা নিয়ে গবেষণা ত্বরান্বিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত