নান্দাইল প্রতিনিধি
নান্দাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সদস্যের কর্মী-সমর্থকদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পরাজিত সাধারণ সদস্য প্রার্থী আব্দুল জব্বারের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার মোয়াজ্জেমপুরের ৭ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, মো. রুহুল আমীন, আব্দুল জব্বার ও জাহাঙ্গীর আলম। এর মধ্যে জাহাঙ্গীর আলম বিজয়ী হন।
পরাজিত প্রার্থী আব্দুল জব্বারের ৪০ থেকে ৪৫ জন কর্মী সমর্থক বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের ৯টি বাড়ি, একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় গবাদিপশু, নগদ টাকা লুটের ঘটনা ঘটে। এ ছাড়া বাদল মিয়ার স্ত্রী নাছিমা খাতুনের (৪০) মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। এতে গুরুতরভাবে আহত হন নাছিমা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়ে। যাদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে তাঁরা বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী সমর্থক বলে জানা গেছে।
ভুক্তভোগী ফাতেমা খাতুন বলেন, ‘আমি ঘরে পিঠা বানাচ্ছিলাম। এমন সময় ২০ থেকে ২৫ জন লোক এসে চুলার হাঁড়িতে থাকা পিঠা ফেলে দেয়। এ সময় তারা প্লেট, থালাবাটি ভাঙচুর করে।’
রফিকুল ইসলাম বলেন, আমি খেতে মাটি কাটছিলাম। পরে হামলার খবর পেয়ে বাড়িতে এসে দেখি দেশীয় অস্ত্র নিয়ে যুবকেরা মহড়া দিচ্ছে।’
শামছুন্নাহার বলেন, আমাকে রামদা দিয়ে আঘাত করতে চাইলে আমি সরে যাই। কয়েকজন মিলে পাশের ঘরের গোয়ালে থাকা বড় দুটি ষাঁড় আমার সামনে দিয়ে নিয়ে গেছে।’
হারিছ মিয়া বলেন, ‘ হামলাকারীরা আমার ঘরের বাক্স খুলে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তা ছাড়া আবার আসবে বলে হুমকিও দিয়ে গেছে।’
হামলায় ক্ষতিগ্রস্ত কাজল মিয়া জানান, ‘আমরা সবাই টিউবওয়েলের কাজ করি। সকালে সবাই কাজে চলে গেয়েছিলাম। এ সুযোগে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল জব্বারের লোকজন এসে হামলা চালিয়েছে। খবর পেয়ে বাড়িতে এসে সব লন্ডভন্ড অবস্থায় দেখি। পরে ৯৯৯ নম্বরে কল দেওয়ার পর পুলিশ এলে হামলাকারী চলে যায়।’
হামলার অভিযোগের বিষয়ে জানতে আব্দুল জব্বারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাবেক ইউপি চেয়ারম্যান, আবুল খায়ের বাবুল বলেন, ‘হামলার ঘটনার খবর শুনে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। এমন ঘটনা কাম্য নয়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘ঘটনার পরপরই খবর পেয়ে এএসআই হারুন ও কনস্টেবল মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সদস্যের কর্মী-সমর্থকদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পরাজিত সাধারণ সদস্য প্রার্থী আব্দুল জব্বারের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
জানা গেছে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার মোয়াজ্জেমপুরের ৭ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, মো. রুহুল আমীন, আব্দুল জব্বার ও জাহাঙ্গীর আলম। এর মধ্যে জাহাঙ্গীর আলম বিজয়ী হন।
পরাজিত প্রার্থী আব্দুল জব্বারের ৪০ থেকে ৪৫ জন কর্মী সমর্থক বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের ৯টি বাড়ি, একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় গবাদিপশু, নগদ টাকা লুটের ঘটনা ঘটে। এ ছাড়া বাদল মিয়ার স্ত্রী নাছিমা খাতুনের (৪০) মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। এতে গুরুতরভাবে আহত হন নাছিমা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়ে। যাদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে তাঁরা বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী সমর্থক বলে জানা গেছে।
ভুক্তভোগী ফাতেমা খাতুন বলেন, ‘আমি ঘরে পিঠা বানাচ্ছিলাম। এমন সময় ২০ থেকে ২৫ জন লোক এসে চুলার হাঁড়িতে থাকা পিঠা ফেলে দেয়। এ সময় তারা প্লেট, থালাবাটি ভাঙচুর করে।’
রফিকুল ইসলাম বলেন, আমি খেতে মাটি কাটছিলাম। পরে হামলার খবর পেয়ে বাড়িতে এসে দেখি দেশীয় অস্ত্র নিয়ে যুবকেরা মহড়া দিচ্ছে।’
শামছুন্নাহার বলেন, আমাকে রামদা দিয়ে আঘাত করতে চাইলে আমি সরে যাই। কয়েকজন মিলে পাশের ঘরের গোয়ালে থাকা বড় দুটি ষাঁড় আমার সামনে দিয়ে নিয়ে গেছে।’
হারিছ মিয়া বলেন, ‘ হামলাকারীরা আমার ঘরের বাক্স খুলে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তা ছাড়া আবার আসবে বলে হুমকিও দিয়ে গেছে।’
হামলায় ক্ষতিগ্রস্ত কাজল মিয়া জানান, ‘আমরা সবাই টিউবওয়েলের কাজ করি। সকালে সবাই কাজে চলে গেয়েছিলাম। এ সুযোগে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল জব্বারের লোকজন এসে হামলা চালিয়েছে। খবর পেয়ে বাড়িতে এসে সব লন্ডভন্ড অবস্থায় দেখি। পরে ৯৯৯ নম্বরে কল দেওয়ার পর পুলিশ এলে হামলাকারী চলে যায়।’
হামলার অভিযোগের বিষয়ে জানতে আব্দুল জব্বারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাবেক ইউপি চেয়ারম্যান, আবুল খায়ের বাবুল বলেন, ‘হামলার ঘটনার খবর শুনে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। এমন ঘটনা কাম্য নয়।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘ঘটনার পরপরই খবর পেয়ে এএসআই হারুন ও কনস্টেবল মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে