তারাগঞ্জ প্রতিনিধি
তারাগঞ্জে নতুন শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকেরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বই সংগ্রহ করে নিজ নিজ বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এতে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৯৫৬ জন। এ ছাড়া ৩২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১২ হাজার ৮৫০ জন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বেশি দিন আর বাকি নেই। তাই গত মঙ্গলবার থেকে তারাগঞ্জের সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের জন্য নতুন বই বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন।
গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সয়ার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ পাওয়া বই বুঝে নিচ্ছিলেন প্রধান শিক্ষক আবু হেলাল হোসেন। তিনি বলেন, ‘নতুন শিক্ষাবর্ষ চালু হবে। দিন ঘনিয়ে আসছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের শুরুতে বই দিতে হবে। তাই বরাদ্দ করা বই বুঝে নিয়ে বস্তায় ভরছি। খুব ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে বই নিয়ে যাচ্ছি। অনেক দিন পর অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে দেখাও হচ্ছে।’
পরিষদ চত্বরে ভ্যানে বই তুলতে ব্যস্ত ছিলেন চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বই হাতে পেয়েছি। শুধু বিতরণের অপেক্ষা। নতুন বইয়ের নতুন ঘ্রাণে শিক্ষার্থীরা মুখরিত হবে, আবার বিদ্যালয় মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে, প্রাণ ফিরবে শিক্ষার আলোয়।’
বরাদ্দের বই যাতে কম না পড়ে সে জন্য গুনে গুনে বুঝে নিচ্ছিলেন চকতাহীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভিন। তিনি বলেন, ‘রোস্টার অনুযায়ী বই বিতরণ হচ্ছে। বরাদ্দের চেয়ে বই কম গেলে কোথা থেকে শিক্ষার্থীদের দেব? তাই গুনে নিচ্ছি। নতুন বই দেখে ভালো লাগছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি, সব যেন স্বাভাবিক থাকে, শিক্ষাবর্ষের শুরু থেকে যেন পাঠদান করানো যায়। তাহলে মনে অনেকটা স্বস্তি মিলবে।’
তালিকা দেখে শিক্ষকদের বই বুঝিয়ে দিচ্ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, তালিকা দেখে নতুন শিক্ষাবর্ষের জন্য বরাদ্দকৃত বই প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হচ্ছে। তাঁরা নিজ দায়িত্ব শিক্ষার্থীদের জন্য বই বুঝে নিচ্ছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, সারা দেশের মতো তারাগঞ্জের সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বই পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানেরা বরাদ্দকৃত বই তালিকা অনুযায়ী সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
তারাগঞ্জে নতুন শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকেরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বই সংগ্রহ করে নিজ নিজ বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এতে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৯৫৬ জন। এ ছাড়া ৩২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১২ হাজার ৮৫০ জন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বেশি দিন আর বাকি নেই। তাই গত মঙ্গলবার থেকে তারাগঞ্জের সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের জন্য নতুন বই বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন।
গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সয়ার কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ পাওয়া বই বুঝে নিচ্ছিলেন প্রধান শিক্ষক আবু হেলাল হোসেন। তিনি বলেন, ‘নতুন শিক্ষাবর্ষ চালু হবে। দিন ঘনিয়ে আসছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের শুরুতে বই দিতে হবে। তাই বরাদ্দ করা বই বুঝে নিয়ে বস্তায় ভরছি। খুব ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে বই নিয়ে যাচ্ছি। অনেক দিন পর অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে দেখাও হচ্ছে।’
পরিষদ চত্বরে ভ্যানে বই তুলতে ব্যস্ত ছিলেন চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বই হাতে পেয়েছি। শুধু বিতরণের অপেক্ষা। নতুন বইয়ের নতুন ঘ্রাণে শিক্ষার্থীরা মুখরিত হবে, আবার বিদ্যালয় মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে, প্রাণ ফিরবে শিক্ষার আলোয়।’
বরাদ্দের বই যাতে কম না পড়ে সে জন্য গুনে গুনে বুঝে নিচ্ছিলেন চকতাহীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভিন। তিনি বলেন, ‘রোস্টার অনুযায়ী বই বিতরণ হচ্ছে। বরাদ্দের চেয়ে বই কম গেলে কোথা থেকে শিক্ষার্থীদের দেব? তাই গুনে নিচ্ছি। নতুন বই দেখে ভালো লাগছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি, সব যেন স্বাভাবিক থাকে, শিক্ষাবর্ষের শুরু থেকে যেন পাঠদান করানো যায়। তাহলে মনে অনেকটা স্বস্তি মিলবে।’
তালিকা দেখে শিক্ষকদের বই বুঝিয়ে দিচ্ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, তালিকা দেখে নতুন শিক্ষাবর্ষের জন্য বরাদ্দকৃত বই প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হচ্ছে। তাঁরা নিজ দায়িত্ব শিক্ষার্থীদের জন্য বই বুঝে নিচ্ছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, সারা দেশের মতো তারাগঞ্জের সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বই পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানেরা বরাদ্দকৃত বই তালিকা অনুযায়ী সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে