রাজশাহী প্রতিনিধি
রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাইপের পানি পানের অযোগ্য। এ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ আগে থেকেই। এর ভেতরেই চলতি মাস থেকে পানির দাম তিনগুণ করা হয়েছে। এর প্রতিবাদে কর্মসূচি পালিত হচ্ছে রাজশাহীতে।
বিশেষ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর পানির দাম বাড়ানোর বিরুদ্ধে জনসমর্থন গড়ে তুলতে প্রচারপত্র বিতরণের কর্মসূচি পালন করে যাচ্ছে।
এদিকে পানির দাম বাড়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। চিকিৎসার জন্য বেশ কিছুদিন তিনি ছিলেন ভারতে। দেশে ফিরেই সংবাদ সম্মেলন করে তিনি পানির বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানালেন।
গতকাল রোববার বেলা ১১টায় নগরীর হড়গ্রামে ব্যক্তিগত কার্যালয়ে ফজলে হোসেন বাদশা সংবাদ সম্মেলন করেন।
এ সময় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা সঙ্গে ছিলেন।
সংবাদ সম্মেলনে পানির দাম বাড়ানোয় চলমান বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দেন দেশের বর্ষীয়ান এই রাজনীতিক।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘বিভিন্ন কৌশলে পানির দাম তিনগুণ করে বাস্তবায়ন শুরু করেছে। কিন্তু ওয়াসা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তারা দাবি করছে যে ওয়াসার লাভ হচ্ছে না। ক্ষতি হচ্ছে। আমি বলি, এসব কথাবার্তা অযৌক্তিক। ওয়াসা একটা সেবামূলক প্রতিষ্ঠান। জনগণকে সুপেয় পানি দেওয়া তাদের দায়িত্ব। এতে তারা ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব তাদের। সে কারণেই সেবামূলক প্রতিষ্ঠানটিকে পানির বাড়তি দাম প্রত্যাহার করতে হবে।’
ফজলে হোসেন বাদশা বলেন, ‘সারা দেশেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে দানবে পরিণত হয়েছে। আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে চাই না। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চাই।’
পানির দাম না কমালে আন্দোলনে মাঠে নামবেন জানিয়ে ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘আমরা সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না। কিন্তু যদি কোনো সরকারি প্রতিষ্ঠান অযৌক্তিক কাজ করে আর জনগণ আন্দোলন গড়ে তোলে এবং কর্তৃপক্ষ যদি তা বিবেচনা না করে, তাহলে আমরা সেই আন্দোলনকে সমর্থন করব—এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘এ আন্দোলনের মিছিলের সামনের কাতারে এখনো আমি যাইনি। পানির বাড়তি দাম না কমালে ১ তারিখের পর যে মিছিল হবে, সে মিছিলের সামনের কাতারে হয়তো আমাকে পাবেন।’
বাদশা বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কারভাবে বলতে চাই, পানির দাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তাতে আমি সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছি। রাজশাহীর সংসদ সদস্য হিসেবে সমকণ্ঠে আমি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হোক।’
‘অযৌক্তিকভাবে’ পানির মূল্যবৃদ্ধির বিষয়টি সংসদে তুলবেন জানিয়ে তিনি বলেন, ‘ওয়াসার এমডির দায়িত্ব ছিল রাজশাহী শহরের যে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, তাঁর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তিনি আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ-আলোচনা করেননি। আমি শুনি, অনেকের কাছে আড়ালে-আবডালে উনি (এমডি) বলেন যে “এমপি সাহেবের সঙ্গে আমি আলোচনা করেছি।” আমি ওয়াসার কর্মকর্তাদের সতর্ক করে দিতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, অত্যন্ত সতর্কভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের মিথ্যাচার, জনস্বার্থবিরোধী তৎপরতা চালালে কেউ রক্ষা পাবে না। সুযোগ নাই।’
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকীর হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেছেন, তিনি সেটা করতেই পারেন। কিন্তু আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না।’ পানির মূল্য পুনর্বিবেচনার সুযোগ আছে কি না জানতে চাইলেও তিনি মন্তব্য করেননি।
রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাইপের পানি পানের অযোগ্য। এ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ আগে থেকেই। এর ভেতরেই চলতি মাস থেকে পানির দাম তিনগুণ করা হয়েছে। এর প্রতিবাদে কর্মসূচি পালিত হচ্ছে রাজশাহীতে।
বিশেষ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর পানির দাম বাড়ানোর বিরুদ্ধে জনসমর্থন গড়ে তুলতে প্রচারপত্র বিতরণের কর্মসূচি পালন করে যাচ্ছে।
এদিকে পানির দাম বাড়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। চিকিৎসার জন্য বেশ কিছুদিন তিনি ছিলেন ভারতে। দেশে ফিরেই সংবাদ সম্মেলন করে তিনি পানির বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানালেন।
গতকাল রোববার বেলা ১১টায় নগরীর হড়গ্রামে ব্যক্তিগত কার্যালয়ে ফজলে হোসেন বাদশা সংবাদ সম্মেলন করেন।
এ সময় রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা সঙ্গে ছিলেন।
সংবাদ সম্মেলনে পানির দাম বাড়ানোয় চলমান বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দেন দেশের বর্ষীয়ান এই রাজনীতিক।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘বিভিন্ন কৌশলে পানির দাম তিনগুণ করে বাস্তবায়ন শুরু করেছে। কিন্তু ওয়াসা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তারা দাবি করছে যে ওয়াসার লাভ হচ্ছে না। ক্ষতি হচ্ছে। আমি বলি, এসব কথাবার্তা অযৌক্তিক। ওয়াসা একটা সেবামূলক প্রতিষ্ঠান। জনগণকে সুপেয় পানি দেওয়া তাদের দায়িত্ব। এতে তারা ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব তাদের। সে কারণেই সেবামূলক প্রতিষ্ঠানটিকে পানির বাড়তি দাম প্রত্যাহার করতে হবে।’
ফজলে হোসেন বাদশা বলেন, ‘সারা দেশেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে দানবে পরিণত হয়েছে। আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে চাই না। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চাই।’
পানির দাম না কমালে আন্দোলনে মাঠে নামবেন জানিয়ে ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘আমরা সরকারের কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না। কিন্তু যদি কোনো সরকারি প্রতিষ্ঠান অযৌক্তিক কাজ করে আর জনগণ আন্দোলন গড়ে তোলে এবং কর্তৃপক্ষ যদি তা বিবেচনা না করে, তাহলে আমরা সেই আন্দোলনকে সমর্থন করব—এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘এ আন্দোলনের মিছিলের সামনের কাতারে এখনো আমি যাইনি। পানির বাড়তি দাম না কমালে ১ তারিখের পর যে মিছিল হবে, সে মিছিলের সামনের কাতারে হয়তো আমাকে পাবেন।’
বাদশা বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কারভাবে বলতে চাই, পানির দাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তাতে আমি সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছি। রাজশাহীর সংসদ সদস্য হিসেবে সমকণ্ঠে আমি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হোক।’
‘অযৌক্তিকভাবে’ পানির মূল্যবৃদ্ধির বিষয়টি সংসদে তুলবেন জানিয়ে তিনি বলেন, ‘ওয়াসার এমডির দায়িত্ব ছিল রাজশাহী শহরের যে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, তাঁর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তিনি আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলাপ-আলোচনা করেননি। আমি শুনি, অনেকের কাছে আড়ালে-আবডালে উনি (এমডি) বলেন যে “এমপি সাহেবের সঙ্গে আমি আলোচনা করেছি।” আমি ওয়াসার কর্মকর্তাদের সতর্ক করে দিতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, অত্যন্ত সতর্কভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের মিথ্যাচার, জনস্বার্থবিরোধী তৎপরতা চালালে কেউ রক্ষা পাবে না। সুযোগ নাই।’
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকীর হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেছেন, তিনি সেটা করতেই পারেন। কিন্তু আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না।’ পানির মূল্য পুনর্বিবেচনার সুযোগ আছে কি না জানতে চাইলেও তিনি মন্তব্য করেননি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে