আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
মাদারীপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম ‘ঝাউদিগিরি’। সদর উপজেলার ঝাউদি এলাকায় এর অবস্থান। ঝাউদিগিরি প্রায় ৬০ ফুট উঁচু একটি স্তম্ভ। এটি কে বা কারা নির্মাণ করেছিলেন, তার সঠিক ইতিহাস জানা নেই। তবে স্তম্ভটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই মনে করেন, এটি ৩০০ বছরের পুরোনো। তবে চুন ও সুরকি খসে অস্তিত্ব সংকটে পড়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। স্থানীয় সচেতন বাসিন্দারা বলছেন, এটি সংরক্ষণে এখনই ব্যবস্থা নিতে হবে, নাহলে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
জেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে ঝাউদিগিরির অবস্থান। অনেকের ধারণা, ১৭২০ থেকে ১৭২৪ সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। কারও কারও মতে নবাব আলিবর্দী খাঁর নির্দেশে এটি নির্মাণ করা হয়। আবার জনশ্রুতি রয়েছে, সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে এই অঞ্চলে মগদের আগমন ঘটে। এই অঞ্চলে বসতি গড়ে তোলার পর বহিঃশত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা ও নজরদারি করার জন্য ‘ওয়াচ টাওয়ার’ হিসেবে স্তম্ভটি নির্মাণ করেছিল তারা।
তবে স্থানীয় একাধিক প্রবীণ ব্যক্তির কাছ থেকে জানা গেছে, এলাকার জমি-জমার সীমানা নির্ধারণের জন্য তৎকালীন সময়ে এ গিরিটি নির্মাণ করা হয়।
গিরিটির উচ্চতা প্রায় ৬০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ৪ ফুট। এটি চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি। ভেতরের অংশ সম্পূর্ণ ফাঁকা। পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার রয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঝাউদিগিরি সংরক্ষণে ব্যবস্থা নেবেন।
মাদারীপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম ‘ঝাউদিগিরি’। সদর উপজেলার ঝাউদি এলাকায় এর অবস্থান। ঝাউদিগিরি প্রায় ৬০ ফুট উঁচু একটি স্তম্ভ। এটি কে বা কারা নির্মাণ করেছিলেন, তার সঠিক ইতিহাস জানা নেই। তবে স্তম্ভটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই মনে করেন, এটি ৩০০ বছরের পুরোনো। তবে চুন ও সুরকি খসে অস্তিত্ব সংকটে পড়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। স্থানীয় সচেতন বাসিন্দারা বলছেন, এটি সংরক্ষণে এখনই ব্যবস্থা নিতে হবে, নাহলে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
জেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে ঝাউদিগিরির অবস্থান। অনেকের ধারণা, ১৭২০ থেকে ১৭২৪ সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। কারও কারও মতে নবাব আলিবর্দী খাঁর নির্দেশে এটি নির্মাণ করা হয়। আবার জনশ্রুতি রয়েছে, সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে এই অঞ্চলে মগদের আগমন ঘটে। এই অঞ্চলে বসতি গড়ে তোলার পর বহিঃশত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা ও নজরদারি করার জন্য ‘ওয়াচ টাওয়ার’ হিসেবে স্তম্ভটি নির্মাণ করেছিল তারা।
তবে স্থানীয় একাধিক প্রবীণ ব্যক্তির কাছ থেকে জানা গেছে, এলাকার জমি-জমার সীমানা নির্ধারণের জন্য তৎকালীন সময়ে এ গিরিটি নির্মাণ করা হয়।
গিরিটির উচ্চতা প্রায় ৬০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ৪ ফুট। এটি চুন, সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি। ভেতরের অংশ সম্পূর্ণ ফাঁকা। পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার রয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঝাউদিগিরি সংরক্ষণে ব্যবস্থা নেবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে