সম্পাদকীয়
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১১ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ৯৬৪ জন রাজনৈতিক দল মনোনীত। বাকি ৭৪৭ জন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি। এই ২৯৮ আসনের মধ্যে ৬৯টিতে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হননি আওয়ামী লীগের কোনো নেতা। বাকি ২২৯ আসনেই দলীয় প্রার্থীর বাইরে ৪৫৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। শনিবার আজকের পত্রিকায় ‘২২৯ আসনে নিজেদেরই মুখোমুখি আওয়ামী লীগ’ শিরোনামে প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী নির্বাচনে কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে না পারেন, সে জন্য আওয়ামী লীগ থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছে। কিন্তু এত অধিকসংখ্যক প্রার্থী যে স্বতন্ত্র দাঁড়িয়ে যাবেন, সেটা সম্ভবত দলের হাইকমান্ডের বিবেচনায় ছিল না।
এখন স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তিতে আছে দলটি। যদি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করানো না যায় তাহলে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপসহ ভিআইপি প্রার্থীর জিতে আসা কঠিন হতে পারে।
অন্যদিকে, জোটের শরিক ও মিত্র দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়টি নিয়েও কঠিন হিসাব-নিকাশের মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ। পুরোনো মিত্র ১৪ দলীয় জোটের শরিক দল এবং জাতীয় পার্টির পাশাপাশি তৃণমূল বিএনপি, বিএনএম, কল্যাণ পার্টি, সুপ্রিম পার্টিসহ কয়েকটি নতুন দলকে আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে আনতে হয়েছে। কিন্তু দলীয় মনোনয়ন ঘোষণার পর এই ছাড়ের বিষয়টি সমাধান করা সহজ হবে বলে মনে হচ্ছে না।
নির্বাচনকেন্দ্রিক দেশি-বিদেশি নানা পক্ষের তৎপরতায় এবার আওয়ামী লীগকে ভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দল, জোটসহ অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। তখনই বোঝা যাবে আওয়ামী লীগ কাকে কতটুকু ছাড় দিল এবার।
জোটের শরিক ও মিত্রদের আসনে দলীয় প্রার্থী দেওয়ায় তাদের মধ্যে আওয়ামী লীগের ওপর চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে বেশি কিছু না বললেও দলীয় ফোরাম ও ১৪ দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের কাছে অনেকেই এসব নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্ষোভও প্রকাশ করেছেন; বিশেষ করে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা না করে নতুন কয়েকটি দলকে ছাড়ের আশ্বাস দেওয়াকে ভালোভাবে নিতে পারছেন না তাঁরা। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ন্ত্রণ, শরিকদের তুষ্ট করে জোট রক্ষা ও আসন ভাগাভাগি নিয়ে জটিল অবস্থায় পড়তে পারে আওয়ামী লীগ।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১১ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ৯৬৪ জন রাজনৈতিক দল মনোনীত। বাকি ৭৪৭ জন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি। এই ২৯৮ আসনের মধ্যে ৬৯টিতে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হননি আওয়ামী লীগের কোনো নেতা। বাকি ২২৯ আসনেই দলীয় প্রার্থীর বাইরে ৪৫৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। শনিবার আজকের পত্রিকায় ‘২২৯ আসনে নিজেদেরই মুখোমুখি আওয়ামী লীগ’ শিরোনামে প্রকাশিত খবর থেকে এসব তথ্য জানা গেছে।
আগামী নির্বাচনে কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে না পারেন, সে জন্য আওয়ামী লীগ থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছে। কিন্তু এত অধিকসংখ্যক প্রার্থী যে স্বতন্ত্র দাঁড়িয়ে যাবেন, সেটা সম্ভবত দলের হাইকমান্ডের বিবেচনায় ছিল না।
এখন স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তিতে আছে দলটি। যদি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করানো না যায় তাহলে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপসহ ভিআইপি প্রার্থীর জিতে আসা কঠিন হতে পারে।
অন্যদিকে, জোটের শরিক ও মিত্র দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়টি নিয়েও কঠিন হিসাব-নিকাশের মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ। পুরোনো মিত্র ১৪ দলীয় জোটের শরিক দল এবং জাতীয় পার্টির পাশাপাশি তৃণমূল বিএনপি, বিএনএম, কল্যাণ পার্টি, সুপ্রিম পার্টিসহ কয়েকটি নতুন দলকে আসন ছাড়ার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে আনতে হয়েছে। কিন্তু দলীয় মনোনয়ন ঘোষণার পর এই ছাড়ের বিষয়টি সমাধান করা সহজ হবে বলে মনে হচ্ছে না।
নির্বাচনকেন্দ্রিক দেশি-বিদেশি নানা পক্ষের তৎপরতায় এবার আওয়ামী লীগকে ভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দল, জোটসহ অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। তখনই বোঝা যাবে আওয়ামী লীগ কাকে কতটুকু ছাড় দিল এবার।
জোটের শরিক ও মিত্রদের আসনে দলীয় প্রার্থী দেওয়ায় তাদের মধ্যে আওয়ামী লীগের ওপর চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে বেশি কিছু না বললেও দলীয় ফোরাম ও ১৪ দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের কাছে অনেকেই এসব নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্ষোভও প্রকাশ করেছেন; বিশেষ করে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা না করে নতুন কয়েকটি দলকে ছাড়ের আশ্বাস দেওয়াকে ভালোভাবে নিতে পারছেন না তাঁরা। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ন্ত্রণ, শরিকদের তুষ্ট করে জোট রক্ষা ও আসন ভাগাভাগি নিয়ে জটিল অবস্থায় পড়তে পারে আওয়ামী লীগ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে