রোজগার বন্ধের ভয়ে কর্মবিরতি ভঙ্গ

মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৪
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২

দাবি আদায় ছাড়াই চাকরি হারানোর ভয়ে কাজে ফিরেছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ পরিচ্ছন্নতাকর্মী।

গতকাল মঙ্গলবার থেকে তাঁরা কাজে নিয়মিত হয়েছেন। এর আগে ৪ হাজার টাকা পারিশ্রমিকের দাবিতে গত শনিবার কাজ না করার ঘোষণা দেন এই ১১ জন।

পরে নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে দাবির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নিলেও কাজ হারানোর ভয়ে সবাই আবার কর্মস্থলে এসেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। টাকা হাতে পেলেই তাঁদের দাবি পূরণ করা হবে।’

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আশীষ কুমার বলেন, ‘জরুরি বিভাগে লোকজন কম। যদি বড় কোনো ক্ষতি হয়ে যায়। এ জন্য সোমবার থেকে হাসপাতালে আইছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, ‘আমরা আড়াই হাজার টাকা করে পাই। তাও ঠিকমতো দেয় না। এতে সংসার চলে না। সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের কাছে দাবি করেছিলাম। উনি রাজি হওয়ায় মাঝে ৩-৪ মাস চার হাজার টাকা করে পাইছি। পরে আবার বন্ধ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘চার হাজার টাকা পারিশ্রমিকের দাবি নিয়ে গত শনিবার সবাই একসঙ্গে টিএইচওর কাছে গিয়েছিলাম। তিনি সাড়া না দেওয়ায় ওই দিন আমরা কাজ বন্ধ করে চলে যাই। পরে সরকারি পরিচ্ছন্নতা কর্মী নয়ন ৩-৪ জনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের চার হাজার টাকা করে দেওয়ার লোভ দেখান। লোভে পড়ে কয়েকজন ডিউটি করেছেন। আমরা শুনিছি, চারজন রেখে বাকিদের বাদ দেবে। দাবি আদায় না হলেও কাজ হারানোর ভয়ে আবার আইছি। টিএইচও ম্যাডামের কাছে মাপ চেয়ে কাজে যোগ দিয়েছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত