মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সেই কাদার সড়ক দুটি পাকা করার কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাস্তায় বালি ফেলছেন ঠিকাদার। কাদায় দীর্ঘ ভোগান্তির পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। সড়ক দুটি পাকা করার জন্য সাত মাস খুঁড়ে রেখেই মেয়াদ শেষ করে ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় রাস্তা দুটি দিয়ে চলাচলকারীদের।
এ নিয়ে গত ১৪ ডিসেম্বর ‘সড়ক খুঁড়ে রেখে মেয়াদ পার’ ও ১৯ জুলাই ‘খোঁড়া সড়কে ভোগান্তি’ শিরোনামে আজকের পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়ক দুটিতে যে বালি ফেলা হচ্ছে তা পাশের একটি পুকুর থেকে তুলে আনা হচ্ছে, যা বেআইনি। তবে সড়ক পাকা হচ্ছে তাতেই খুশি এলাকাবাসী।
হানুয়ার গ্রামের পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন বলেন, ‘বহু বছর কাদার কারণে বর্ষার সময় হানুয়ার গ্রামের রাস্তাগুলোতে চলাচলে আমাদের কষ্ট পেতে হতো। এখন গ্রামের অনেক রাস্তা পাকা ও ইটের সলিং হয়েছে। ৭-৮ মাস আগে গ্রামের আরও দুটো রাস্তা পাকা করার জন্য খোঁড়া হয়। কিন্তু রাস্তা খোঁড়ার পর ঠিকাদার আর কাজ করেননি। ২-৩ ফুট গভীর করে খুঁড়ে রাখা রাস্তায় বৃষ্টিতে কাদা হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছিল না। এখন দেখছি রাস্তায় বালি দিচ্ছে। এবার বৃষ্টি হলে আর চলাচলে কষ্ট হবে না।’
গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন। গত জুন মাসে রাস্তা খুঁড়ে রাখে ঠিকাদারের লোকজন। এর পর আর কাজ হয়নি রাস্তায়। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাস্তার কাজের মেয়াদ শেষ হয়েছে।
মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ‘ঠিকাদারকে চাপ দিয়েছি। এর পর বালি ফেলার কাজ শুরু হয়েছে। ৮-১০ দিন ধরে রাস্তায় কাজ চলছে।’
যশোরের মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের সেই কাদার সড়ক দুটি পাকা করার কাজ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে রাস্তায় বালি ফেলছেন ঠিকাদার। কাদায় দীর্ঘ ভোগান্তির পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। সড়ক দুটি পাকা করার জন্য সাত মাস খুঁড়ে রেখেই মেয়াদ শেষ করে ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় রাস্তা দুটি দিয়ে চলাচলকারীদের।
এ নিয়ে গত ১৪ ডিসেম্বর ‘সড়ক খুঁড়ে রেখে মেয়াদ পার’ ও ১৯ জুলাই ‘খোঁড়া সড়কে ভোগান্তি’ শিরোনামে আজকের পত্রিকায় দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়ক দুটিতে যে বালি ফেলা হচ্ছে তা পাশের একটি পুকুর থেকে তুলে আনা হচ্ছে, যা বেআইনি। তবে সড়ক পাকা হচ্ছে তাতেই খুশি এলাকাবাসী।
হানুয়ার গ্রামের পল্লিচিকিৎসক বিল্লাল হোসেন বলেন, ‘বহু বছর কাদার কারণে বর্ষার সময় হানুয়ার গ্রামের রাস্তাগুলোতে চলাচলে আমাদের কষ্ট পেতে হতো। এখন গ্রামের অনেক রাস্তা পাকা ও ইটের সলিং হয়েছে। ৭-৮ মাস আগে গ্রামের আরও দুটো রাস্তা পাকা করার জন্য খোঁড়া হয়। কিন্তু রাস্তা খোঁড়ার পর ঠিকাদার আর কাজ করেননি। ২-৩ ফুট গভীর করে খুঁড়ে রাখা রাস্তায় বৃষ্টিতে কাদা হওয়ায় গ্রামবাসী চলাচল করতে পারছিল না। এখন দেখছি রাস্তায় বালি দিচ্ছে। এবার বৃষ্টি হলে আর চলাচলে কষ্ট হবে না।’
গত এপ্রিল মাসে ঝাঁপা ইউনিয়নের হানুয়ার আমতলা রোডের ৩৬৪ মিটার ও একই গ্রামের আফতাব গাজীর মোড় হতে হানুয়ার মণ্ডলপাড়া হয়ে পুলেরহাট রাজগঞ্জ সড়ক পর্যন্ত ২ হাজার ৪৮০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দরপত্র হয়। মাগুরার স্বাধীন এন্টারপ্রাইজের অনুকূলে ৩৮ লাখ ৬০ হাজার ৭৪৬ টাকা ও ২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকায় কাজ দুটোর অনুমোদন দেওয়া হয়। স্বাধীন এন্টারপ্রাইজের পক্ষে কাজের দায়িত্ব নেন মনিরামপুরের আবু সাইদ নামের এক ঠিকাদার। তাঁর হয়ে কাজটি করছেন মিজানুর রহমান রেন্টুসহ কয়েকজন। গত জুন মাসে রাস্তা খুঁড়ে রাখে ঠিকাদারের লোকজন। এর পর আর কাজ হয়নি রাস্তায়। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাস্তার কাজের মেয়াদ শেষ হয়েছে।
মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, ‘ঠিকাদারকে চাপ দিয়েছি। এর পর বালি ফেলার কাজ শুরু হয়েছে। ৮-১০ দিন ধরে রাস্তায় কাজ চলছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে