ক্রীড়া ডেস্ক
লা মাসিয়া, বার্সেলোনা
লিওনেল মেসিকে দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে লা মাসিয়ার নাম। ফুটবল একাডেমি সম্পর্কে ধারণা নেই, এমন মানুষও জানে লা মাসিয়া সম্পর্কে। বার্সার মূল দলের অনেক খেলোয়াড়ই উঠে আসে লা মাসিয়া থেকে। এই একাডেমি থেকে উঠে এসে সর্বকালের সেরার কাতারে নাম লিখিয়েছেন অনেক তারকা। যাঁদের মাঝে মেসি ছাড়াও আছে জাভি, পেপ গার্দিওলা, ইনিয়েস্তা, পিকে, পুয়োলের মতো নাম।
পিএসজি একাডেমি, পিএসজি
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মূলত খেলোয়াড় কেনার জন্য বিখ্যাত। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকা খেলোয়াড় কিনতে অঢেল টাকা খরচ করে তারা। কিন্তু শুধু খেলোয়াড় কেনাতেই নয়, পিএসজি খেলোয়াড় তৈরিও করে থাকে। কিংসলে কোমান, আদ্রিয়ান রাবিও, ক্রিস্টোফার এনকঙ্কু, প্যাট্রিক এভরা এবং নিকোলাস আনেলকাসহ অনেক সাবেক ও বর্তমান তারকা তৈরি হয়েছেন পিএসজির একাডেমিতে।
লেস গোনেস, অলিম্পিক লিঁও
করিম বেনজেমা, স্যামুয়েল উমতিতি, নাবিল ফেকির, অ্যান্থনি মার্সিয়াল, আলেক্সান্দার লাকাজেত্তে-এই ফুটবলারদের মাঝে একটা মিল রয়েছে। তাঁরা সবাই ওঠে এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও থেকে। ইউরোপিয়ান ফুটবলে উত্থান-পতনের বৃত্তে ঘুরপাক খেতে থাকলেও, খেলোয়াড় তৈরিতে সব সময় অবদান রেখে আসছে তারা। লিওঁকে ঘিরে শোনা যাচ্ছে আরও কিছু উদীয়মান তারকার নাম।
ডি টেকোমস্ট, আয়াক্স
ফুটবল মঞ্চে এক সময় রাজত্ব করেছিল ডাচ ক্লাব আয়াক্স। আগের সেই দাপট এখন আর নেই। তবে এখনো একাডেমির মাধ্যমে দারুণ সব খেলোয়াড় তৈরির কাজ অব্যাহত রেখেছে তারা। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা ইয়োহান ক্রুইফ, এডগার ডাভিডস, প্যাট্রিক ক্লুইভার্ট এবং ওয়েসলি স্নাইডারের মতো তারকারা এই ক্লাব থেকে বেরিয়ে এসেছেন। আগের মতো না হলেও এখনো নিয়মিত তারকা খেলোয়াড় উপহার দিচ্ছে তারা।
কোবহাম, চেলসি
খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি চেলসি। বর্তমান দলে থাকা ম্যাসন মাউন্ট, কলাম-হাডসন ওদোই কিংবা রিস জেমসের মতো তারকারা চেলসির একাডেমি কোবহাম থেকে উঠে এসেছেন। এ ছাড়া উদীয়মান তরুণ টামি আব্রাহাম ও জামাল মুসিয়ালাও তৈরি হয়েছে ব্লুজদের একাডেমিতে। সামনের দিনগুলোয় এই ক্লাব থেকে ওঠে আসতে পারে আরও অনেক তারকা ফুটবলার।
জিনগোনিয়া, আতালান্তা
গত কয়েক মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে আলোচিত নাম আতালান্তা। চ্যাম্পিয়নস লিগেও দারুণ চমক দেখিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। তবে ক্লাব ফুটবলে আতালান্তার আসল পরিচয় খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে। বর্তমানে ইউরোপিয়ান মঞ্চে খ্যাতি পাওয়া অনেক ফুটবলার তৈরি হয়েছে আতালান্তার একাডেমিতে। ডোনাডোনি, কেসি, বাস্তোনির মতো ফুটবলাররা বেরিয়ে এসেছেন এই একাডেমি থেকে।
লা মাসিয়া, বার্সেলোনা
লিওনেল মেসিকে দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে লা মাসিয়ার নাম। ফুটবল একাডেমি সম্পর্কে ধারণা নেই, এমন মানুষও জানে লা মাসিয়া সম্পর্কে। বার্সার মূল দলের অনেক খেলোয়াড়ই উঠে আসে লা মাসিয়া থেকে। এই একাডেমি থেকে উঠে এসে সর্বকালের সেরার কাতারে নাম লিখিয়েছেন অনেক তারকা। যাঁদের মাঝে মেসি ছাড়াও আছে জাভি, পেপ গার্দিওলা, ইনিয়েস্তা, পিকে, পুয়োলের মতো নাম।
পিএসজি একাডেমি, পিএসজি
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মূলত খেলোয়াড় কেনার জন্য বিখ্যাত। বিশ্বের নানা প্রান্ত থেকে তারকা খেলোয়াড় কিনতে অঢেল টাকা খরচ করে তারা। কিন্তু শুধু খেলোয়াড় কেনাতেই নয়, পিএসজি খেলোয়াড় তৈরিও করে থাকে। কিংসলে কোমান, আদ্রিয়ান রাবিও, ক্রিস্টোফার এনকঙ্কু, প্যাট্রিক এভরা এবং নিকোলাস আনেলকাসহ অনেক সাবেক ও বর্তমান তারকা তৈরি হয়েছেন পিএসজির একাডেমিতে।
লেস গোনেস, অলিম্পিক লিঁও
করিম বেনজেমা, স্যামুয়েল উমতিতি, নাবিল ফেকির, অ্যান্থনি মার্সিয়াল, আলেক্সান্দার লাকাজেত্তে-এই ফুটবলারদের মাঝে একটা মিল রয়েছে। তাঁরা সবাই ওঠে এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও থেকে। ইউরোপিয়ান ফুটবলে উত্থান-পতনের বৃত্তে ঘুরপাক খেতে থাকলেও, খেলোয়াড় তৈরিতে সব সময় অবদান রেখে আসছে তারা। লিওঁকে ঘিরে শোনা যাচ্ছে আরও কিছু উদীয়মান তারকার নাম।
ডি টেকোমস্ট, আয়াক্স
ফুটবল মঞ্চে এক সময় রাজত্ব করেছিল ডাচ ক্লাব আয়াক্স। আগের সেই দাপট এখন আর নেই। তবে এখনো একাডেমির মাধ্যমে দারুণ সব খেলোয়াড় তৈরির কাজ অব্যাহত রেখেছে তারা। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা ইয়োহান ক্রুইফ, এডগার ডাভিডস, প্যাট্রিক ক্লুইভার্ট এবং ওয়েসলি স্নাইডারের মতো তারকারা এই ক্লাব থেকে বেরিয়ে এসেছেন। আগের মতো না হলেও এখনো নিয়মিত তারকা খেলোয়াড় উপহার দিচ্ছে তারা।
কোবহাম, চেলসি
খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি চেলসি। বর্তমান দলে থাকা ম্যাসন মাউন্ট, কলাম-হাডসন ওদোই কিংবা রিস জেমসের মতো তারকারা চেলসির একাডেমি কোবহাম থেকে উঠে এসেছেন। এ ছাড়া উদীয়মান তরুণ টামি আব্রাহাম ও জামাল মুসিয়ালাও তৈরি হয়েছে ব্লুজদের একাডেমিতে। সামনের দিনগুলোয় এই ক্লাব থেকে ওঠে আসতে পারে আরও অনেক তারকা ফুটবলার।
জিনগোনিয়া, আতালান্তা
গত কয়েক মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে আলোচিত নাম আতালান্তা। চ্যাম্পিয়নস লিগেও দারুণ চমক দেখিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। তবে ক্লাব ফুটবলে আতালান্তার আসল পরিচয় খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে। বর্তমানে ইউরোপিয়ান মঞ্চে খ্যাতি পাওয়া অনেক ফুটবলার তৈরি হয়েছে আতালান্তার একাডেমিতে। ডোনাডোনি, কেসি, বাস্তোনির মতো ফুটবলাররা বেরিয়ে এসেছেন এই একাডেমি থেকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে