কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার নাবিরবহর গ্রামের লন্ডন বাজারে মালাই চা বিক্রি করেন নব্বই বছর বয়সী রহিম উদ্দিন। যিনি পচা মামা হিসেবে পরিচিত। তাঁর চায়ের সুনাম এতটাই ছড়িয়ে গেছে যে অন্য জেলা থেকেও চা পান করতে আসেন চা-প্রেমিকেরা। তবে একজনকে এক কাপের বেশি চা দেন না পচা মামা।
৭০ বছর ধরে চা বিক্রি করছেন পচা মামা। ২২ বছর ঢাকার মহাখালীতে তাঁর ওস্তাদ মহসিন মুন্সির সঙ্গে চা বিক্রি করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় চা বিক্রি শেষে ৮ বছর ধরে চলে এসেছেন নিজ গ্রামে। তিনি জানান, আগের ধারণা থেকেই নিজের গ্রামে একই কায়দায় চা বিক্রি শুরু করেছেন।
রহিম উদ্দিন ওরফে পচা মামা বলেন, মাত্র ৫০ টাকা আর কয়েকটি চায়ের কাপ পুঁজি নিয়ে তিনি শুরু করেছিলেন চায়ের ব্যবসা। প্রথমে এক কাপ চা বিক্রি করতেন ১০ পয়সা। এরপর ২৫ পয়সা, ৫০ পয়সা, এক টাকা, এভাবে বাড়তে বাড়তে এখন বিক্রি করেন ২০ টাকায়। তিনি এখন প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা করে চা বিক্রি করেন। খরচ বাদে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয়।
পচা মামা বলেন, সকালে দোকান করেন না তিনি। প্রতিদিন দোকান চলে বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে, প্রতি সোমবার সপ্তাহে এক দিন বন্ধ রাখা হয়। বড় সসপ্যানে করে মাটির চুলায় একাধারে ৩ ঘণ্টা প্রতিদিন গরম করা হয় আধা মণ গরুর দুধ। চায়ের পুরো কাপে থাকে গরুর দুধ, অল্প পরিমাণে দেওয়া হয় চায়ের লিকার ও চিনি।
পচা মামা তাঁর এক ছেলে ও মেয়েকে চা বিক্রি করেই বড় করেছেন। এখন ছেলের ঘরের দুই নাতি চাকরি করেন। তবে জীবনের শেষ পর্যন্ত তিনি চা বিক্রি করে যাবেন বলে জানান।
টাঙ্গাইলের মির্জাপুর থেকে আসা আশিক খান বলেন, ‘ফেসবুকে দেখে চা খেতে আমরা ১২ জন বাইক নিয়ে এসেছি। চায়ের স্বাদ অসাধারণ। কিন্তু দুঃখের বিষয় এক কাপের বেশি খেতে পারলাম না।’
এক কাপের বেশি চা বিক্রি করতে না পারার বিষয়ে পচা মামা বলেন, ‘এক কাপের বেশি চা দেওয়া আমার ওস্তাদের নিষেধ। এক কোটি টাকা দিলেও আমি একজনকে এক কাপের বেশি চা দেব না।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার নাবিরবহর গ্রামের লন্ডন বাজারে মালাই চা বিক্রি করেন নব্বই বছর বয়সী রহিম উদ্দিন। যিনি পচা মামা হিসেবে পরিচিত। তাঁর চায়ের সুনাম এতটাই ছড়িয়ে গেছে যে অন্য জেলা থেকেও চা পান করতে আসেন চা-প্রেমিকেরা। তবে একজনকে এক কাপের বেশি চা দেন না পচা মামা।
৭০ বছর ধরে চা বিক্রি করছেন পচা মামা। ২২ বছর ঢাকার মহাখালীতে তাঁর ওস্তাদ মহসিন মুন্সির সঙ্গে চা বিক্রি করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় চা বিক্রি শেষে ৮ বছর ধরে চলে এসেছেন নিজ গ্রামে। তিনি জানান, আগের ধারণা থেকেই নিজের গ্রামে একই কায়দায় চা বিক্রি শুরু করেছেন।
রহিম উদ্দিন ওরফে পচা মামা বলেন, মাত্র ৫০ টাকা আর কয়েকটি চায়ের কাপ পুঁজি নিয়ে তিনি শুরু করেছিলেন চায়ের ব্যবসা। প্রথমে এক কাপ চা বিক্রি করতেন ১০ পয়সা। এরপর ২৫ পয়সা, ৫০ পয়সা, এক টাকা, এভাবে বাড়তে বাড়তে এখন বিক্রি করেন ২০ টাকায়। তিনি এখন প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টাকা করে চা বিক্রি করেন। খরচ বাদে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয়।
পচা মামা বলেন, সকালে দোকান করেন না তিনি। প্রতিদিন দোকান চলে বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে, প্রতি সোমবার সপ্তাহে এক দিন বন্ধ রাখা হয়। বড় সসপ্যানে করে মাটির চুলায় একাধারে ৩ ঘণ্টা প্রতিদিন গরম করা হয় আধা মণ গরুর দুধ। চায়ের পুরো কাপে থাকে গরুর দুধ, অল্প পরিমাণে দেওয়া হয় চায়ের লিকার ও চিনি।
পচা মামা তাঁর এক ছেলে ও মেয়েকে চা বিক্রি করেই বড় করেছেন। এখন ছেলের ঘরের দুই নাতি চাকরি করেন। তবে জীবনের শেষ পর্যন্ত তিনি চা বিক্রি করে যাবেন বলে জানান।
টাঙ্গাইলের মির্জাপুর থেকে আসা আশিক খান বলেন, ‘ফেসবুকে দেখে চা খেতে আমরা ১২ জন বাইক নিয়ে এসেছি। চায়ের স্বাদ অসাধারণ। কিন্তু দুঃখের বিষয় এক কাপের বেশি খেতে পারলাম না।’
এক কাপের বেশি চা বিক্রি করতে না পারার বিষয়ে পচা মামা বলেন, ‘এক কাপের বেশি চা দেওয়া আমার ওস্তাদের নিষেধ। এক কোটি টাকা দিলেও আমি একজনকে এক কাপের বেশি চা দেব না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে