নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নাসির হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা অসাধারণ খেললেও জাতীয় দলে নিয়মিত খেলোয়াড়েরা এখনো জ্বলে ওঠার অপেক্ষায়। সাকিব ছাড়া তাঁদের কেউ-ই নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারির সেরা পাঁচের তালিকায়।
তবে এবারের বিপিএলে অভিজ্ঞদেরই দাপট দেখা যাচ্ছে। রান সংগ্রাহক, উইকেটশিকার কিংবা ডিসমিসালে শীর্ষস্থান সব ৩০ বছরের ওপরের খেলোয়াড়দের দখলে। বিপিএলে আগের আট সংস্করণে চারবারই টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এবারও দুর্দান্ত তিনি। ফরচুন বরিশালের অধিনায়ক ৫ ইনিংসে করেছেন ২৭৫ রান, যেটি এই বিপিএলে এখনো সর্বোচ্চ। অসাধারণ ব্যাটিং গড়ের (৯১.৬৬) সঙ্গে ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট। ৬.০৪ ইকোনমিতে উইকেট ৩টি।
চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নাসির হোসেন। এই বিপিএলে দেখা মিলেছে ভিন্ন এক নাসিরকে। ঢাকা ডমিনেটরস ভালো না করলেও ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত এই অলরাউন্ডার। ৬ ইনিংসে ৮৯.৬৬ গড়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান নাসিরের। ৭.৩৫ ইকোনমিতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চারে ৩১ বছর বয়সী নাসির।
৩৭ পার করা ওয়াহাব রিয়াজ খুলনা টাইগার্সের হয়ে নিয়েছেন ১১ উইকেট। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট এই পাকিস্তানির। ৩৯ বছর বয়সী সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৬.৭৫ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে উইকেটশিকারে দুইয়ে।
জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি তানভীর ইসলামের। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাঁহাতি স্পিনার। জাতীয় দলে ক্রিকেটাররা নিয়মিত আলো না ছড়াতে পারলেও তরুণ ক্রিকেটাররা বিপিএলে বেশ নজর কাড়ছেন। এর মধ্যে আছেন সিলেটের তৌহিদ হৃদয়। ৩ ইনিংসে ৬৫ গড়ে তাঁর রান ১৯৫। চোটে পড়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব খেলতে পারেননি তিনি। রংপুরের হয়ে তরুণ পেসার রবিউল হক নিয়েছেন ৭ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ ছন্দে থাকা লিটন দাস চট্টগ্রাম পর্বের মাঝামাঝি সময়ে জ্বলে উঠেছেন। ঢাকায় প্রথম পর্বে ভালো করলেও নাজমুল হোসেন শান্ত ভালো করতে পারেননি চট্টগ্রামে। শুরুতে রান না পেলেও ছন্দে ফেরার আভাস দিয়েছেন আফিফ হোসেন।
জাতীয় দলে নিয়মিত থাকা মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী রাব্বি ও সাব্বির রহমান এখনো নিজেদের ছায়া হয়ে আছেন। এখনো ইবাদত, মোস্তাফিজদের সেরাটা দেখার অপেক্ষায় বিপিএল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নাসির হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা অসাধারণ খেললেও জাতীয় দলে নিয়মিত খেলোয়াড়েরা এখনো জ্বলে ওঠার অপেক্ষায়। সাকিব ছাড়া তাঁদের কেউ-ই নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারির সেরা পাঁচের তালিকায়।
তবে এবারের বিপিএলে অভিজ্ঞদেরই দাপট দেখা যাচ্ছে। রান সংগ্রাহক, উইকেটশিকার কিংবা ডিসমিসালে শীর্ষস্থান সব ৩০ বছরের ওপরের খেলোয়াড়দের দখলে। বিপিএলে আগের আট সংস্করণে চারবারই টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এবারও দুর্দান্ত তিনি। ফরচুন বরিশালের অধিনায়ক ৫ ইনিংসে করেছেন ২৭৫ রান, যেটি এই বিপিএলে এখনো সর্বোচ্চ। অসাধারণ ব্যাটিং গড়ের (৯১.৬৬) সঙ্গে ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট। ৬.০৪ ইকোনমিতে উইকেট ৩টি।
চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নাসির হোসেন। এই বিপিএলে দেখা মিলেছে ভিন্ন এক নাসিরকে। ঢাকা ডমিনেটরস ভালো না করলেও ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত এই অলরাউন্ডার। ৬ ইনিংসে ৮৯.৬৬ গড়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান নাসিরের। ৭.৩৫ ইকোনমিতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চারে ৩১ বছর বয়সী নাসির।
৩৭ পার করা ওয়াহাব রিয়াজ খুলনা টাইগার্সের হয়ে নিয়েছেন ১১ উইকেট। এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট এই পাকিস্তানির। ৩৯ বছর বয়সী সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৬.৭৫ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে উইকেটশিকারে দুইয়ে।
জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি তানভীর ইসলামের। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাঁহাতি স্পিনার। জাতীয় দলে ক্রিকেটাররা নিয়মিত আলো না ছড়াতে পারলেও তরুণ ক্রিকেটাররা বিপিএলে বেশ নজর কাড়ছেন। এর মধ্যে আছেন সিলেটের তৌহিদ হৃদয়। ৩ ইনিংসে ৬৫ গড়ে তাঁর রান ১৯৫। চোটে পড়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব খেলতে পারেননি তিনি। রংপুরের হয়ে তরুণ পেসার রবিউল হক নিয়েছেন ৭ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ ছন্দে থাকা লিটন দাস চট্টগ্রাম পর্বের মাঝামাঝি সময়ে জ্বলে উঠেছেন। ঢাকায় প্রথম পর্বে ভালো করলেও নাজমুল হোসেন শান্ত ভালো করতে পারেননি চট্টগ্রামে। শুরুতে রান না পেলেও ছন্দে ফেরার আভাস দিয়েছেন আফিফ হোসেন।
জাতীয় দলে নিয়মিত থাকা মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী রাব্বি ও সাব্বির রহমান এখনো নিজেদের ছায়া হয়ে আছেন। এখনো ইবাদত, মোস্তাফিজদের সেরাটা দেখার অপেক্ষায় বিপিএল।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে