সেই কর্মচারীকে বদলির সিদ্ধান্ত

যশোর প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৩: ০৭
Thumbnail image

ইন্টার্ন চিকিৎসক ডা. শাহজাদ জাহার দিহানকে ১৪ দিনের অতিরিক্ত ইন্টার্নশিপ দেওয়া হয়েছে। একই সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারী দীপক ও মেহেদিকে যশোর মেডিকেল কলেজ থেকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার্নি চিকিৎসক ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনার ২৫ দিন পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিচারের দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকেরা।

গত ১৫ নভেম্বর এক্স-রে কক্ষে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে এক কর্মচারীর হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার দুপুরে যশোর সদর হাসপাতালে সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন বিপ্লব হোসেন জয় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত