শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১১ টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এর মধ্যে নয়টি ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বাকি দুইটিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতারা। এ ছাড়া তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জানা যায়, চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে বাকি ১১ ইউপিতে। এর মধ্যে ইউপিতে নয়টিতে আওয়ামী লীগের প্রার্থীর গলার কাটা হয়েছে দাঁড়িয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থীরা। ফলে নির্বাচনে নৌকার প্রার্থীদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
চরশেরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মিল্টনের বিপরীতে আনারস প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তিনি সম্প্রতি নৌকা প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। এখন এই ইউপি মূল লড়াই হবে মোটরসাইকেল প্রতীক নির্বাচন করা আওয়ামী লীগ সমর্থক মো. সেলিম রেজার সঙ্গে। এই ইউপিতে জাতীয় পার্টিসহ আরও তিন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
লছমনপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই। তাঁর বিরুদ্ধে নির্বাচন করছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী। আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মো. সেলিম মিয়া। আর চশমা প্রতীক নিয়ে লড়ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম। এখানে বিদ্রোহীদের সঙ্গে নৌকার প্রার্থীকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চরমোচারিয়া ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মো. মিজানুর রহমান বাবুল তালুকদারের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কামারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিদ্রোহী প্রার্থী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী। রৌহা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেলের নৌকা প্রতীকের বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী ও একমাত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু।
বলাইয়েরচর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল আলম মনির। এই ইউপিতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী। টেলিফোন প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ও চশমা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সেলিম। তাঁরা দুজনও আওয়ামী লীগের সমর্থক। ভাতশালা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম হোসেন। এ দিকে বাজিতখিলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী। তাঁর বিরুদ্ধে লড়ছেন একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল্লাহ আল হাসান খুররম। একইভাবে ধলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন। তাঁর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি নেতা জাকির হোসেন। এ ছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী পরিবারের আর এক প্রার্থী জেসমিন আক্তার।
চরপক্ষীমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলীর নৌকা প্রতীকের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জাতীয় পার্টির নেতা সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ। এখানে জমজমাট লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মজিদ। এখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম জানান, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’
শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১১ টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এর মধ্যে নয়টি ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বাকি দুইটিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতারা। এ ছাড়া তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জানা যায়, চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে বাকি ১১ ইউপিতে। এর মধ্যে ইউপিতে নয়টিতে আওয়ামী লীগের প্রার্থীর গলার কাটা হয়েছে দাঁড়িয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থীরা। ফলে নির্বাচনে নৌকার প্রার্থীদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।
চরশেরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম মিল্টনের বিপরীতে আনারস প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তিনি সম্প্রতি নৌকা প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। এখন এই ইউপি মূল লড়াই হবে মোটরসাইকেল প্রতীক নির্বাচন করা আওয়ামী লীগ সমর্থক মো. সেলিম রেজার সঙ্গে। এই ইউপিতে জাতীয় পার্টিসহ আরও তিন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
লছমনপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই। তাঁর বিরুদ্ধে নির্বাচন করছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী। আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মো. সেলিম মিয়া। আর চশমা প্রতীক নিয়ে লড়ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম। এখানে বিদ্রোহীদের সঙ্গে নৌকার প্রার্থীকে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চরমোচারিয়া ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মো. মিজানুর রহমান বাবুল তালুকদারের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কামারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিদ্রোহী প্রার্থী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী। রৌহা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেলের নৌকা প্রতীকের বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী ও একমাত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু।
বলাইয়েরচর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল আলম মনির। এই ইউপিতে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী। টেলিফোন প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ও চশমা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সেলিম। তাঁরা দুজনও আওয়ামী লীগের সমর্থক। ভাতশালা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম হোসেন। এ দিকে বাজিতখিলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী। তাঁর বিরুদ্ধে লড়ছেন একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল্লাহ আল হাসান খুররম। একইভাবে ধলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন। তাঁর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি নেতা জাকির হোসেন। এ ছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী পরিবারের আর এক প্রার্থী জেসমিন আক্তার।
চরপক্ষীমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলীর নৌকা প্রতীকের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জাতীয় পার্টির নেতা সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ। এখানে জমজমাট লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে। বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মজিদ। এখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম জানান, ‘সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে