Ajker Patrika

আকরাম

সুভাষ মুখোপাধ্যায়
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০: ৪৪
আকরাম

কবি সুভাষ মুখোপাধ্যায় যুদ্ধের মধ্যেই বাংলাদেশের মুক্ত এলাকায় গিয়েছেন, প্রতিবেদন তৈরি করেছেন। কবির তৈরি প্রতিবেদন তো আসলে প্রতিবেদন নয়, হৃদয়-উৎসারিত শব্দাবলি। যশোরের মনিরামপুরের মেহের আলী জল্লাদকে সামনে পেলে কেন এক কোপে দুখানা করতে চেয়েছিলেন কবি, সে কথাই জানব এখন।

মুক্তিযুদ্ধের সময় রাজাকার দলের মেহের আলী মনিরামপুরে এক শ একজনকে খুন করেছিল। লাভ করেছিল জল্লাদ পদবি। বয়স পঁচিশ-ছাব্বিশ। আগে পেশা ছিল ডাকাতি। মুক্তিযুদ্ধ বাধলে পাকিস্তানিদের সঙ্গী হয়ে উঠল সে। রাজাকার হয়ে মুক্তিকামী মানুষকে হত্যা করতে শুরু করল।

খানপুরের শেখপাড়ার ছেলে আকরাম। পঁচিশে মার্চের পর সে যোগ দিয়েছিল মুক্তিবাহিনীতে। আকরাম ধরা পড়েছিল ছোট্ট ভুলের জন্য। এলাকায় এসে মাকে দেখার শখ হয়েছিল ওর। দুজন সঙ্গীসহ চুপিচুপি এসেছিল মায়ের কাছে। মা রান্না চড়িয়েছিলেন। ভেবেছিলেন দুমুঠো কিছু মুখে দিয়েই ওরা ফিরে যাবে। কিন্তু রাজাকাররা টের পেয়ে যায়। মুক্তিযোদ্ধাদের একজন পালিয়ে যায় দৌড়ে। আকরাম আর ইসমাইলকে পিছমোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হয় মনিরামপুরের দিকে। পথে ইসমাইলকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।

আকরামকে কী করে মারা হবে, তা ঠিক করে রাজাকাররা। তিনটি বাঁশ এনে দুটো বাঁশের খুঁটি পোঁতা হলো। আরেকটি রাখা হলো দুটি বাঁশের মাঝখানে আড়াআড়ি। পুরো কাজটি করানো হলো আকরামকে দিয়ে। হত্যাকাণ্ড দেখার জন্য বাজার থেকে লোকজন ধরে আনা হলো।

মেহের আলী জল্লাদ এগিয়ে এল। আকরাম ওর সঙ্গে কোলাকুলি করে বলল, ‘একটু দাঁড়াও, মোনাজাত করে নিই।’

মোনাজাতের পর বলল, ‘আমি তৈরি।’

গুলি করে মারা হয়নি আকরামকে। পা ওপরের দিকে বেঁধে ঝুলিয়ে হাত-পায়ের মাংসপেশি কেটে নিল মিহির আলী। তারপর মাংসের টুকরা কুকুরের দিকে ছুড়ে দিল। পেটের বাঁ দিকে বসিয়ে ডান দিকে টেনে নিয়ে যাওয়া হলো ছুরি। গলার নলি কেটে ফেলা হলো।

সুভাষ মুখোপাধ্যায় কেন এ রকম একজন জল্লাদকে হত্যা করতে চাইবেন না?

সূত্র: আনন্দবাজার পত্রিকা, ২ ডিসেম্বর, ১৯৭১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত