তারকাবহুল কোক স্টুডিও কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২২, ১১: ৫৮
Thumbnail image

জুনের শুরুতেই বাংলা গানের শ্রোতাদের জন্য বড় খবর। আসছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। আর এ কনসার্টে গাইবেন জেমসসহ বাংলা গানের জনপ্রিয় শিল্পীরা। জানা গেছে, ৯ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসবে কনসার্টটি।

এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরই মধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। বাংলা গানে নিয়ে এসেছে নতুন স্বাদ। এ পর্যন্ত প্রকাশ হয়েছে কোক স্টুডিও বাংলার পাঁচটি গান—‘নাসেক নাসেক’, ‘প্রার্থনা’, ‘বুলবুলি’, ‘ভবের পাগল’ ও ‘চিলতে রোদ’। এরই মধ্যে অনিমেষ রায় আর রিপনের মতো অনেক প্রতিভাবান শিল্পী উঠে এসেছেন এ প্ল্যাটফর্মের হাত ধরে। কোক স্টুডিও বাংলার গান দিয়েই নতুন করে পরিচিতি পেয়েছেন অনেকে।

এত দিন স্টুডিওর ভেতরে ধারণ করা হয়েছে প্রতিটি গান। এবার গান নিয়ে শিল্পীরা আসছেন স্টুডিওর বাইরে, খোলা মাঠে। দর্শকের সামনে সরাসরি কোক স্টুডিও বাংলার গানগুলো গেয়ে শোনাবেন শিল্পীরা। জানা গেছে, এ প্ল্যাটফর্মে এত দিন যাঁদের গান শোনা গেছে, কনসার্টে তাঁরা তো থাকবেনই, তাঁদের সঙ্গে যুক্ত হবে কয়েকটি ব্যান্ডও।

থাকবে নগর বাউল, ওয়ারফেজ, নেমেসিস, ইন্ট্রোইটের মতো জনপ্রিয় ব্যান্ড। ‘কনসার্ট হবে ম্যাজিক্যাল’—স্লোগানে আয়োজিত কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ নগর বাউল জেমস, বলছেন আয়োজকেরা। আর্মি স্টেডিয়ামে গাইতে বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা।

কনসার্ট উপভোগ করতে
কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনো ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। পেয়ে যাবেন স্পেশাল পাস।

কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের সঙ্গে আরও একটি বাড়তি আকর্ষণ রেখেছে কোকা-কোলা। ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে কনসার্টে।

যাঁরা গাইবেন কনসার্টে
নগর বাউল জেমস
লালন
ওয়ারফেজ
নেমেসিস
ইন্ট্রোইট
জালালি সেট
অর্ণব ও রিপন
অনিমেষ রায় ও পান্থ কানাই
মিজান ও মমতাজ
ঋতুরাজ ও
নন্দিতা

বাংলা গান সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত