যশোর প্রতিনিধি
রাত পোহালেই যশোরের মনিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় ৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার তৃতীয় ধাপে সারা দেশের সঙ্গে জেলার তিনটি উপজেলার এসব ইউপিতে নির্বাচন হবে। তবে সীমান্ত জটিলতার কারণে শার্শার বেনাপোল ইউপিতে এবার ভোট হচ্ছে না।
গতকাল শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ হয়েছে।
এ দিকে ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। স্ব-স্ব কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাকস পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরের হরিহরনগর বাদে বাকি ১৬ ইউপিতে ভোট হবে। এগুলো হলো রোহিতা, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মনিরামপুর, খেদাপাড়া, ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খাঁনপুর, দূর্বাডাঙা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর।
শার্শার বেনাপোল ছাড়া বাকি ১০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে রয়েছে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর। তবে বেনাপোল ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এখানে নির্বাচন হচ্ছে না।
বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই কাল ভোট হবে। এসব ইউপির মধ্যে রয়েছে জহরপুর, বনদবিলা, রায়পুর, নারিকেলবাড়িয়া, ধলগ্রাম, দোহাকুলা, দরাজহাট, বাসুয়াড়ী ও জামদিয়া। এর মধ্যে রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
নির্বাচনে প্রতিটি ইউপিতেই এবার আওয়ামী লীগের নৌকার বিদ্রোহী প্রার্থীরা সরব রয়েছেন। ফলে তৃণমূলের নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন দলীয় প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে তিনটি উপজেলাতেই বিদ্রোহী প্রার্থী ও প্রকাশ্যে তাঁদের সমর্থনকারীদের বহিষ্কার করা হয়েছে। তারপরও অনেকটাই নিয়ন্ত্রণহীন অবস্থা রয়েছেন নৌকার বিদ্রোহী প্রার্থীরা।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দল কঠোর অবস্থানে রয়েছে। তাঁদের বিষয়ে আমরা ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
রাত পোহালেই যশোরের মনিরামপুর, বাঘারপাড়া ও শার্শা উপজেলায় ৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার তৃতীয় ধাপে সারা দেশের সঙ্গে জেলার তিনটি উপজেলার এসব ইউপিতে নির্বাচন হবে। তবে সীমান্ত জটিলতার কারণে শার্শার বেনাপোল ইউপিতে এবার ভোট হচ্ছে না।
গতকাল শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ হয়েছে।
এ দিকে ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। স্ব-স্ব কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাকস পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরের হরিহরনগর বাদে বাকি ১৬ ইউপিতে ভোট হবে। এগুলো হলো রোহিতা, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মনিরামপুর, খেদাপাড়া, ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খাঁনপুর, দূর্বাডাঙা, কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর।
শার্শার বেনাপোল ছাড়া বাকি ১০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে রয়েছে ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর। তবে বেনাপোল ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এখানে নির্বাচন হচ্ছে না।
বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদের সবগুলোতেই কাল ভোট হবে। এসব ইউপির মধ্যে রয়েছে জহরপুর, বনদবিলা, রায়পুর, নারিকেলবাড়িয়া, ধলগ্রাম, দোহাকুলা, দরাজহাট, বাসুয়াড়ী ও জামদিয়া। এর মধ্যে রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
নির্বাচনে প্রতিটি ইউপিতেই এবার আওয়ামী লীগের নৌকার বিদ্রোহী প্রার্থীরা সরব রয়েছেন। ফলে তৃণমূলের নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় অনেকটাই বিপাকে পড়েছেন দলীয় প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে তিনটি উপজেলাতেই বিদ্রোহী প্রার্থী ও প্রকাশ্যে তাঁদের সমর্থনকারীদের বহিষ্কার করা হয়েছে। তারপরও অনেকটাই নিয়ন্ত্রণহীন অবস্থা রয়েছেন নৌকার বিদ্রোহী প্রার্থীরা।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দল কঠোর অবস্থানে রয়েছে। তাঁদের বিষয়ে আমরা ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে