তাপস কুমার দত্ত
তখন বয়স সতেরো কি আঠারো। কয়েক বছরের মধ্যে বড় ক্যানভাসের দুই ডজনের বেশি উপন্যাস পড়ে ফেলে নিজেকে বেশ তালেবর পাঠক বলে মনে করছি। একদিন বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় সমরেশকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। একজন আঁতেল বন্ধু বলল, ‘কোন সমরেশ?’ আরেকজন বলল, ‘সমরেশ আবার কজন? সমরেশ মজুমদার!’ আঁতেল বন্ধুটি বলল, ‘সমরেশ মজুমদার কোনো লেখক হলো? লেখক ছিল সমরেশ বসু।’ সমরেশ বসু তখন আমাদের কম পড়া ছিল, ফলে ওই আঁতেল বন্ধুটির ওপর সবাই ঝাঁপিয়ে পড়ল। আমার শুধু মনে হলো, কে বড়, কে ছোট—এই কাটাছেঁড়ার মধ্যে চায়ের কাপে ঝড় তোলা যায় মাত্র, কিন্তু বিচারটা আসলে মহাকাল করে। গত সোমবার, সমরেশ মজুমদার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সমরেশের সাহিত্যমান নিয়ে প্রশ্ন তুলে তাঁর জনপ্রিয়তার নৌকার পালে নিজেকে বেঁধে নিয়ে এগিয়ে নিতে চাইছে।
আমি যখন কলকাতায় চলচ্চিত্রের ওপর পড়তে যাই, তখন আমার স্বপ্নের তিন লেখকের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়। তাঁদের মধ্যে সমরেশ মজুমদার ছিলেন সবচেয়ে ঠোঁটকাটা। ওনার মনে যা আসত, মুখে তা বলে দিতেন। ২০০৪ সালে সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক বিভুদা (বিভুরঞ্জন সরকার) দায়িত্ব দিয়েছিলেন কলকাতায় জনপ্রিয় সাহিত্যিকদের সাক্ষাৎকার নেওয়ার। সেই সূত্রে একদিন দুপুরবেলা সমরেশ মজুমদারের সাক্ষাৎকার নিতে তাঁর টেলিসিরিয়াল নির্মাণের টালিগঞ্জের অফিসে চলে যাই আমি ও শর্মিষ্ঠা। আমার প্রেমিকা শর্মিষ্ঠা তখন স্কটিশ চার্চ কলেজে পড়ত, আর সমরেশও ওই কলেজে পড়েছেন, আমি সমরেশকে খুশি করার জন্য বানিয়ে বললাম, ‘শর্মিষ্ঠা আপনার লেখা এতই পছন্দ করে যে আপনি স্কটিশে পড়েছেন বলেই সেখানে সে ভর্তি হয়েছে।’ উনি বললেন, ‘কেন বাড়িয়ে বলছ?’ আমি থতমত খেয়ে যাই।
গত ১৮ বছরে সমরেশদার শ্যামপুকুর স্ট্রিটের তিনতলা বাড়িতে কম করে ২০-২৫ বার গিয়েছি। তবে আজও তাঁর নেওয়া প্রথম সাক্ষাৎকার আমার কাছে অমূল্য মনে হয়। আমি সেই প্রথম সাক্ষাতে একের পর এক স্পর্শকাতর প্রশ্নের ডালা মেলে ধরি তাঁর দিকে। প্রায় ৩০ বছর আগে বাংলাদেশের একটা সাপ্তাহিক কাগজে সমরেশের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, এক কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দেবেন। এই প্রশ্ন করতেই তিনি বললেন, ‘ওসব কথা বাড়িয়ে লিখতে ভালোবাসে কিছু সাংবাদিক। যদি কোথাও কখনো লেখা হয়ে থাকে, আমি বলেছি এক কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দেব, এগুলো বাজে কথা। হয়তো এভাবে বলেছি, লিখে টাকা পাওয়া যায়, জানতাম না। যখন লিখে টাকা পেতে শুরু করলাম, তখন আমাকে যদি বলা হয়, কেন লেখেন? আমি বলি, টাকার জন্য লিখি।’
আমি বললাম, ‘কথাটা এভাবে বলেছিলেন, একজন কৃষক যে কারণে চাষাবাদ করেন...’ কথাটা শেষ করতে না দিয়েই সমরেশ মজুমদার বললেন, ‘হ্যাঁ, আমি বলেছিলাম, একজন কৃষক যখন চাষাবাদ করেন, তিনি তো দেশ গড়ার জন্য চাষ করেন না; তিনি তাঁর পরিবারের ভরণপোষণের জন্য চাষাবাদ করেন। একজন মাস্টার যখন পড়ান, তখন মানুষ গড়ার কারিগর হওয়ার চেয়ে তাঁর সন্তানসন্ততিকে বড় করার জন্য পড়ান। তো, একজন লেখকের কী দায় আছে, তিনি দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবেন? আমাদের দেশে কোনো লেখক যদি জনপ্রিয় হন, তখন ধরেই নেওয়া হয়, ওগুলো ভুসিমাল। যদি সে ধরনের লেখক জনপ্রিয়তা না পান বা বিক্রি না হয়, তখন তিনি একজন বিরাট লেখক। প্রশ্ন হলো, জনপ্রিয়তা যদি কেউ বেশি পান, কেন পান? কারণ, পাঠকদের ভালো লাগছে বলেই। কোনো একটা বই হয়তো বেশি পাঠকের ভালো লেগেছে। এমন নয় যে বছরের পর বছর তিনি জনপ্রিয় হয়ে থাকেন। তা হলে যিনি পাঠককে সহজে স্পর্শ করতে পারছেন না, তার কোথাও খুঁত আছে নিশ্চয়ই। ভালো একটা ছবি তিন দিন সিনেমা হলে থেকে চলে গেল। আর একটা ছবি “বাবা কেন চাকর” মাসের পর মাস চলল, জনপ্রিয় হলো। আবার “গুপী গাইন বাঘা বাইন”-এর যখন হাজারটা শো চলে, তখন বলতেই হয়, গুপী গাইন বাঘা বাইন খারাপ ছবি? চার্লি চ্যাপলিন তা হলে খারাপ ছবির নাম? “পথের পাঁচালী”ও ভীষণ জনপ্রিয় হয়েছিল, ওটাও তা হলে খারাপ ছবি?’
আমি আরও প্যাঁচ দিয়ে বললাম, ধরুন, হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম, কোনো ধনকুবের আপনার যাবতীয় চাহিদার স্পনসরশিপের দায়িত্ব নিল। একজন কৃষক যে কারণে কৃষিকাজ করেন বা আর দশজন পেশাজীবী মানুষ যে কারণে পেশার সঙ্গে জড়িয়ে থাকে, সেই প্রয়োজনটা আপনার আর রইল না। তখন কি লেখালেখি আপনি ছেড়ে দেবেন?
সমরেশ মজুমদার বললেন, ‘চাহিদার কিন্তু শেষ নেই। আগে বাস-ট্রামে চড়তাম, আমার এখন বাড়ি আছে, গাড়ি আছে। এখনো অবশ্য ইচ্ছা করে মাঝেমধ্যে বাস-ট্রামে উঠি। তো, আগে আমি জলপাইগুড়ি আমার বাড়ি যেতাম সেকেন্ড ক্লাসে চড়ে, রিজারভেশন ছাড়া। এরপর রিজারভেশনে। এরপর এসি থ্রি-টিয়ার, এরপর এসি টু-টিয়ার। এর মানে এই নয়, আমি এখন এসি টু-টিয়ার ছাড়া যেতে পারব না। কিন্তু যদি কমফোর্ট পাই, তা আমি নেব না কেন?’
আমি আরেকটু এগিয়ে বললাম, ‘দাদা, আমি বলতে চাচ্ছি, শুধু ভরণপোষণ আর কমফোর্ট—এসব কারণেই লেখালেখি? ভোগবাদী ব্যাপার ছাড়া তা কি নিজের ভেতর থেকে উঠে আসে না?’
সমরেশ মজুমদার বললেন, ‘শুনুন, আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় একটা উপন্যাস লেখার জন্য, সাত দিন চেষ্টা করেও লিখে উঠতে পারব না। আবার, আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আমি লিখতে বসলাম, হয়তো দুদিনেই লেখাটা শেষ করে ফেলতে পারব।’
মৃত্যু নিয়ে প্রায় সবাইকে আমি একটি কমন প্রশ্ন করতাম। সমরেশকেও বললাম, ‘বয়স তো যথেষ্ট হলো (তখন, ২০০৪ সাল, তাঁর বয়স ৬২ বছর) একদিন চলে যেতে হবে, তার দিনক্ষণ যতই এগিয়ে আসছে...কোনো আতঙ্ক বা আক্ষেপ?’
সমরেশদা অকপটে বললেন, ‘না, না। আজ রাতেও চলে যেতে পারি; আবার হয়তো দশ বা কুড়ি বছর পরও যেতে পারি। আমি খুব বাস্তববাদী মানুষ। আমি আজকে লেখালেখি করে যেটুকু জনপ্রিয়তা পেয়েছি, সেটুকু আমার পাওয়ার কথা ছিল না। আমার লেখক হওয়ারই কথা ছিল না।’
তাপস কুমার দত্ত, কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার
তখন বয়স সতেরো কি আঠারো। কয়েক বছরের মধ্যে বড় ক্যানভাসের দুই ডজনের বেশি উপন্যাস পড়ে ফেলে নিজেকে বেশ তালেবর পাঠক বলে মনে করছি। একদিন বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় সমরেশকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। একজন আঁতেল বন্ধু বলল, ‘কোন সমরেশ?’ আরেকজন বলল, ‘সমরেশ আবার কজন? সমরেশ মজুমদার!’ আঁতেল বন্ধুটি বলল, ‘সমরেশ মজুমদার কোনো লেখক হলো? লেখক ছিল সমরেশ বসু।’ সমরেশ বসু তখন আমাদের কম পড়া ছিল, ফলে ওই আঁতেল বন্ধুটির ওপর সবাই ঝাঁপিয়ে পড়ল। আমার শুধু মনে হলো, কে বড়, কে ছোট—এই কাটাছেঁড়ার মধ্যে চায়ের কাপে ঝড় তোলা যায় মাত্র, কিন্তু বিচারটা আসলে মহাকাল করে। গত সোমবার, সমরেশ মজুমদার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সমরেশের সাহিত্যমান নিয়ে প্রশ্ন তুলে তাঁর জনপ্রিয়তার নৌকার পালে নিজেকে বেঁধে নিয়ে এগিয়ে নিতে চাইছে।
আমি যখন কলকাতায় চলচ্চিত্রের ওপর পড়তে যাই, তখন আমার স্বপ্নের তিন লেখকের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়। তাঁদের মধ্যে সমরেশ মজুমদার ছিলেন সবচেয়ে ঠোঁটকাটা। ওনার মনে যা আসত, মুখে তা বলে দিতেন। ২০০৪ সালে সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক বিভুদা (বিভুরঞ্জন সরকার) দায়িত্ব দিয়েছিলেন কলকাতায় জনপ্রিয় সাহিত্যিকদের সাক্ষাৎকার নেওয়ার। সেই সূত্রে একদিন দুপুরবেলা সমরেশ মজুমদারের সাক্ষাৎকার নিতে তাঁর টেলিসিরিয়াল নির্মাণের টালিগঞ্জের অফিসে চলে যাই আমি ও শর্মিষ্ঠা। আমার প্রেমিকা শর্মিষ্ঠা তখন স্কটিশ চার্চ কলেজে পড়ত, আর সমরেশও ওই কলেজে পড়েছেন, আমি সমরেশকে খুশি করার জন্য বানিয়ে বললাম, ‘শর্মিষ্ঠা আপনার লেখা এতই পছন্দ করে যে আপনি স্কটিশে পড়েছেন বলেই সেখানে সে ভর্তি হয়েছে।’ উনি বললেন, ‘কেন বাড়িয়ে বলছ?’ আমি থতমত খেয়ে যাই।
গত ১৮ বছরে সমরেশদার শ্যামপুকুর স্ট্রিটের তিনতলা বাড়িতে কম করে ২০-২৫ বার গিয়েছি। তবে আজও তাঁর নেওয়া প্রথম সাক্ষাৎকার আমার কাছে অমূল্য মনে হয়। আমি সেই প্রথম সাক্ষাতে একের পর এক স্পর্শকাতর প্রশ্নের ডালা মেলে ধরি তাঁর দিকে। প্রায় ৩০ বছর আগে বাংলাদেশের একটা সাপ্তাহিক কাগজে সমরেশের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, এক কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দেবেন। এই প্রশ্ন করতেই তিনি বললেন, ‘ওসব কথা বাড়িয়ে লিখতে ভালোবাসে কিছু সাংবাদিক। যদি কোথাও কখনো লেখা হয়ে থাকে, আমি বলেছি এক কোটি টাকা পেলে লেখালেখি ছেড়ে দেব, এগুলো বাজে কথা। হয়তো এভাবে বলেছি, লিখে টাকা পাওয়া যায়, জানতাম না। যখন লিখে টাকা পেতে শুরু করলাম, তখন আমাকে যদি বলা হয়, কেন লেখেন? আমি বলি, টাকার জন্য লিখি।’
আমি বললাম, ‘কথাটা এভাবে বলেছিলেন, একজন কৃষক যে কারণে চাষাবাদ করেন...’ কথাটা শেষ করতে না দিয়েই সমরেশ মজুমদার বললেন, ‘হ্যাঁ, আমি বলেছিলাম, একজন কৃষক যখন চাষাবাদ করেন, তিনি তো দেশ গড়ার জন্য চাষ করেন না; তিনি তাঁর পরিবারের ভরণপোষণের জন্য চাষাবাদ করেন। একজন মাস্টার যখন পড়ান, তখন মানুষ গড়ার কারিগর হওয়ার চেয়ে তাঁর সন্তানসন্ততিকে বড় করার জন্য পড়ান। তো, একজন লেখকের কী দায় আছে, তিনি দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবেন? আমাদের দেশে কোনো লেখক যদি জনপ্রিয় হন, তখন ধরেই নেওয়া হয়, ওগুলো ভুসিমাল। যদি সে ধরনের লেখক জনপ্রিয়তা না পান বা বিক্রি না হয়, তখন তিনি একজন বিরাট লেখক। প্রশ্ন হলো, জনপ্রিয়তা যদি কেউ বেশি পান, কেন পান? কারণ, পাঠকদের ভালো লাগছে বলেই। কোনো একটা বই হয়তো বেশি পাঠকের ভালো লেগেছে। এমন নয় যে বছরের পর বছর তিনি জনপ্রিয় হয়ে থাকেন। তা হলে যিনি পাঠককে সহজে স্পর্শ করতে পারছেন না, তার কোথাও খুঁত আছে নিশ্চয়ই। ভালো একটা ছবি তিন দিন সিনেমা হলে থেকে চলে গেল। আর একটা ছবি “বাবা কেন চাকর” মাসের পর মাস চলল, জনপ্রিয় হলো। আবার “গুপী গাইন বাঘা বাইন”-এর যখন হাজারটা শো চলে, তখন বলতেই হয়, গুপী গাইন বাঘা বাইন খারাপ ছবি? চার্লি চ্যাপলিন তা হলে খারাপ ছবির নাম? “পথের পাঁচালী”ও ভীষণ জনপ্রিয় হয়েছিল, ওটাও তা হলে খারাপ ছবি?’
আমি আরও প্যাঁচ দিয়ে বললাম, ধরুন, হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম, কোনো ধনকুবের আপনার যাবতীয় চাহিদার স্পনসরশিপের দায়িত্ব নিল। একজন কৃষক যে কারণে কৃষিকাজ করেন বা আর দশজন পেশাজীবী মানুষ যে কারণে পেশার সঙ্গে জড়িয়ে থাকে, সেই প্রয়োজনটা আপনার আর রইল না। তখন কি লেখালেখি আপনি ছেড়ে দেবেন?
সমরেশ মজুমদার বললেন, ‘চাহিদার কিন্তু শেষ নেই। আগে বাস-ট্রামে চড়তাম, আমার এখন বাড়ি আছে, গাড়ি আছে। এখনো অবশ্য ইচ্ছা করে মাঝেমধ্যে বাস-ট্রামে উঠি। তো, আগে আমি জলপাইগুড়ি আমার বাড়ি যেতাম সেকেন্ড ক্লাসে চড়ে, রিজারভেশন ছাড়া। এরপর রিজারভেশনে। এরপর এসি থ্রি-টিয়ার, এরপর এসি টু-টিয়ার। এর মানে এই নয়, আমি এখন এসি টু-টিয়ার ছাড়া যেতে পারব না। কিন্তু যদি কমফোর্ট পাই, তা আমি নেব না কেন?’
আমি আরেকটু এগিয়ে বললাম, ‘দাদা, আমি বলতে চাচ্ছি, শুধু ভরণপোষণ আর কমফোর্ট—এসব কারণেই লেখালেখি? ভোগবাদী ব্যাপার ছাড়া তা কি নিজের ভেতর থেকে উঠে আসে না?’
সমরেশ মজুমদার বললেন, ‘শুনুন, আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় একটা উপন্যাস লেখার জন্য, সাত দিন চেষ্টা করেও লিখে উঠতে পারব না। আবার, আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, আমি লিখতে বসলাম, হয়তো দুদিনেই লেখাটা শেষ করে ফেলতে পারব।’
মৃত্যু নিয়ে প্রায় সবাইকে আমি একটি কমন প্রশ্ন করতাম। সমরেশকেও বললাম, ‘বয়স তো যথেষ্ট হলো (তখন, ২০০৪ সাল, তাঁর বয়স ৬২ বছর) একদিন চলে যেতে হবে, তার দিনক্ষণ যতই এগিয়ে আসছে...কোনো আতঙ্ক বা আক্ষেপ?’
সমরেশদা অকপটে বললেন, ‘না, না। আজ রাতেও চলে যেতে পারি; আবার হয়তো দশ বা কুড়ি বছর পরও যেতে পারি। আমি খুব বাস্তববাদী মানুষ। আমি আজকে লেখালেখি করে যেটুকু জনপ্রিয়তা পেয়েছি, সেটুকু আমার পাওয়ার কথা ছিল না। আমার লেখক হওয়ারই কথা ছিল না।’
তাপস কুমার দত্ত, কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪