এস এস শোহান, বাগেরহাট
ভরা মৌসুমে গলদা চিংড়ির দরপতনে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত কয়েক দিনে আকার এবং ওজন ভেদে বাগেরহাটে প্রতিকেজি গলদা চিংড়ির দাম কমেছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, ভাইরাস, নানা রোগ, বৈশ্বিক সংকটের পরে রপ্তানি কমে যাওয়ায় চিংড়ি নিয়ে চরম বিপাকে রয়েছেন চাষিরা।
এই অবস্থায় চিংড়ির উৎপাদন বাড়লেও লাভের মুখ দেখছেন না চাষিরা। চিংড়িশিল্পকে বাঁচিয়ে রাখতে চাষিদের প্রণোদনা প্রদান ও খাবারের দাম কমানোর দাবি জানিয়েছেন চাষি ও জনপ্রতিনিধিরা।
বাগেরহাট জেলা মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, জেলায় ৬৬ হাজার ৭১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬৮৫টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। পাঁচ বছর ধরে এই জেলায় চিংড়ির উৎপাদন বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩৩ হাজার টন চিংড়ি উৎপাদন হয়, ওই বছর রপ্তানি হয়েছে ২৫ হাজার ৫৩০ টন।
২০১৮-১৯ অর্থবছরে উৎপাদন হয় ৩৪ হাজার ৩৮ টন, রপ্তানি হয় ২৪ হাজার ৪১৩ টন। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৯৪২ টন, যা থেকে রপ্তানি হয়েছিল ২৩ হাজার ৬৮ টন। ২০২০-২১ অর্থবছরে ৩৭ হাজার ৮৫৮ টন চিংড়ি উৎপাদন হয়, করোনা মহামারির কারণে রপ্তানি হয়েছিল মাত্র ২৩ হাজার ৩৬৭ টন। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয় ৩৯ হাজার ৮৭১ টন, রপ্তানি হয়েছিল ২৪ হাজার ১০৪ টন চিংড়ি।
অন্যদিকে এই সময়ে চিংড়ি মাছের খাবারের দাম বেড়েছে কয়েক গুণ। এক বছর আগে প্রক্রিয়াজাতকরণ চিংড়ির খাবার অর্থাৎ ফিশ ফিডের দাম ছিল কোম্পানি ভেদে ২৫ কেজির বস্তার দাম ছিল ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। বর্তমানে ২৫ কেজির ফিশ ফিড কিনতে হচ্ছে ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া এক বছর আগে ৩৫ কেজি ভুসি ১ হাজার ২০০ টাকা বিক্রি হলেও, বর্তমানে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকার চিংড়িচাষি রুহুল আমিন বলেন, ‘১০ বছর ধরে চিংড়ি মাছ চাষ করি। কখনো লোকসানের মুখে পড়তে হয়নি। এবার খাবারের দাম এত বেশি বাড়ছে যে প্রথম দিকেই মনে করেছিলাম সমস্যা হবে। আবার বিক্রির সময় হঠাৎ করে দাম কমে গেল। লোকসান ছাড়া এবার আর উপায় নেই।’ একই গ্রামের আব্দুর রশীদ শেখ বলেন, গত বছর ১৬ কাঠা জমিতে চিংড়ি চাষ করে ৪০ হাজার টাকা লাভ হয়েছিল। এবার দুই লাখ ২০ হাজার টাকা পুঁজি খাটিয়ে বর্তমান বাজারদরে ৭০ হাজার টাকা লোকসান হওয়ার শঙ্কা রয়েছে।
তিন লাখ টাকা ব্যয় করে দুই বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন মোস্তফা কামাল নামের এক চাষি। চিংড়ির খাবারের দাম দ্বিগুণ হওয়ায় পুঁজি ওঠা নিয়ে আশঙ্কা করছেন তিনি। বলেন, ‘যদি বাজারদর পরিবর্তন হয়, তাহলেও কম লোকসানে পড়তে হবে। বছরের শুরুতেই বাজারদর পড়ে যাওয়ায় বর্তমানে আমরা যাঁরা প্রান্তিক চাষি রয়েছি, আমাদের চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
ফকিরহাটের ফলতিতা বাজারের মেসার্স পদ্মা মৎস্য আড়তের মালিক ওমর আলী বলেন, প্রকৃতপক্ষে চিংড়ি ব্যবসায় একটি অসাধু সিন্ডিকেট রয়েছে। যাদের কারসাজির কারণে ভরা মৌসুমে চিংড়িচাষিরা বিক্রির সময় ন্যায্যমূল্য পাচ্ছেন না। এই সিন্ডিকেট ছাড়া যদি সরাসরি কোম্পানিতে মাছ বিক্রি করা যায়, তাহলে চিংড়ি ব্যবসায়ীরা লাভবান হবেন।
মেহেদি হাসান নামের আরেক ব্যবসায়ী বলেন, অসাধু ফরিয়াদের কারণে চিংড়ির দাম কমে যায়। তাঁরা নিয়ে মজুত করেন। আবার নানা কারসাজি করেন। এ জন্য চাষিরা লোকসানে পড়েন। এভাবে চলতে থাকলে চিংড়ি চাষ শেষ হয়ে যাবে। মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, বাগেরহাট চিংড়ি চাষের জন্য বিখ্যাত।
কিন্তু খাবারের দাম ও মাছের দামের পার্থক্যের কারণে চাষিরা চিংড়ি চাষে আগ্রহ হারিয়েছে ফেলছেন। চিংড়িশিল্প টিকিয়ে রাখতে হলে চাষিদের প্রণোদনাসহ খাবারের দাম কমাতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, নানা সমস্যার মধ্যে বাগেরহাটে চিংড়ি উৎপাদন কমেনি। বরং দিন দিন উৎপাদন বাড়ছে। তবে দাম কম হওয়ায় কিছুটা বিপাকে রয়েছেন চাষিরা। এ জন্য কোম্পানি ও চাষিদের মধ্যে থাকা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরাসরি চাষিদের কাছ থেকে মাছ কিনতে কোম্পানিদের উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া দেশের বাইরে নতুন নতুন বাজার সৃষ্টির জন্য মৎস্য বিভাগ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
ভরা মৌসুমে গলদা চিংড়ির দরপতনে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত কয়েক দিনে আকার এবং ওজন ভেদে বাগেরহাটে প্রতিকেজি গলদা চিংড়ির দাম কমেছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, ভাইরাস, নানা রোগ, বৈশ্বিক সংকটের পরে রপ্তানি কমে যাওয়ায় চিংড়ি নিয়ে চরম বিপাকে রয়েছেন চাষিরা।
এই অবস্থায় চিংড়ির উৎপাদন বাড়লেও লাভের মুখ দেখছেন না চাষিরা। চিংড়িশিল্পকে বাঁচিয়ে রাখতে চাষিদের প্রণোদনা প্রদান ও খাবারের দাম কমানোর দাবি জানিয়েছেন চাষি ও জনপ্রতিনিধিরা।
বাগেরহাট জেলা মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, জেলায় ৬৬ হাজার ৭১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬৮৫টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। পাঁচ বছর ধরে এই জেলায় চিংড়ির উৎপাদন বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩৩ হাজার টন চিংড়ি উৎপাদন হয়, ওই বছর রপ্তানি হয়েছে ২৫ হাজার ৫৩০ টন।
২০১৮-১৯ অর্থবছরে উৎপাদন হয় ৩৪ হাজার ৩৮ টন, রপ্তানি হয় ২৪ হাজার ৪১৩ টন। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন বেড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৯৪২ টন, যা থেকে রপ্তানি হয়েছিল ২৩ হাজার ৬৮ টন। ২০২০-২১ অর্থবছরে ৩৭ হাজার ৮৫৮ টন চিংড়ি উৎপাদন হয়, করোনা মহামারির কারণে রপ্তানি হয়েছিল মাত্র ২৩ হাজার ৩৬৭ টন। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয় ৩৯ হাজার ৮৭১ টন, রপ্তানি হয়েছিল ২৪ হাজার ১০৪ টন চিংড়ি।
অন্যদিকে এই সময়ে চিংড়ি মাছের খাবারের দাম বেড়েছে কয়েক গুণ। এক বছর আগে প্রক্রিয়াজাতকরণ চিংড়ির খাবার অর্থাৎ ফিশ ফিডের দাম ছিল কোম্পানি ভেদে ২৫ কেজির বস্তার দাম ছিল ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত। বর্তমানে ২৫ কেজির ফিশ ফিড কিনতে হচ্ছে ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া এক বছর আগে ৩৫ কেজি ভুসি ১ হাজার ২০০ টাকা বিক্রি হলেও, বর্তমানে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকার চিংড়িচাষি রুহুল আমিন বলেন, ‘১০ বছর ধরে চিংড়ি মাছ চাষ করি। কখনো লোকসানের মুখে পড়তে হয়নি। এবার খাবারের দাম এত বেশি বাড়ছে যে প্রথম দিকেই মনে করেছিলাম সমস্যা হবে। আবার বিক্রির সময় হঠাৎ করে দাম কমে গেল। লোকসান ছাড়া এবার আর উপায় নেই।’ একই গ্রামের আব্দুর রশীদ শেখ বলেন, গত বছর ১৬ কাঠা জমিতে চিংড়ি চাষ করে ৪০ হাজার টাকা লাভ হয়েছিল। এবার দুই লাখ ২০ হাজার টাকা পুঁজি খাটিয়ে বর্তমান বাজারদরে ৭০ হাজার টাকা লোকসান হওয়ার শঙ্কা রয়েছে।
তিন লাখ টাকা ব্যয় করে দুই বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন মোস্তফা কামাল নামের এক চাষি। চিংড়ির খাবারের দাম দ্বিগুণ হওয়ায় পুঁজি ওঠা নিয়ে আশঙ্কা করছেন তিনি। বলেন, ‘যদি বাজারদর পরিবর্তন হয়, তাহলেও কম লোকসানে পড়তে হবে। বছরের শুরুতেই বাজারদর পড়ে যাওয়ায় বর্তমানে আমরা যাঁরা প্রান্তিক চাষি রয়েছি, আমাদের চাষ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’
ফকিরহাটের ফলতিতা বাজারের মেসার্স পদ্মা মৎস্য আড়তের মালিক ওমর আলী বলেন, প্রকৃতপক্ষে চিংড়ি ব্যবসায় একটি অসাধু সিন্ডিকেট রয়েছে। যাদের কারসাজির কারণে ভরা মৌসুমে চিংড়িচাষিরা বিক্রির সময় ন্যায্যমূল্য পাচ্ছেন না। এই সিন্ডিকেট ছাড়া যদি সরাসরি কোম্পানিতে মাছ বিক্রি করা যায়, তাহলে চিংড়ি ব্যবসায়ীরা লাভবান হবেন।
মেহেদি হাসান নামের আরেক ব্যবসায়ী বলেন, অসাধু ফরিয়াদের কারণে চিংড়ির দাম কমে যায়। তাঁরা নিয়ে মজুত করেন। আবার নানা কারসাজি করেন। এ জন্য চাষিরা লোকসানে পড়েন। এভাবে চলতে থাকলে চিংড়ি চাষ শেষ হয়ে যাবে। মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার বলেন, বাগেরহাট চিংড়ি চাষের জন্য বিখ্যাত।
কিন্তু খাবারের দাম ও মাছের দামের পার্থক্যের কারণে চাষিরা চিংড়ি চাষে আগ্রহ হারিয়েছে ফেলছেন। চিংড়িশিল্প টিকিয়ে রাখতে হলে চাষিদের প্রণোদনাসহ খাবারের দাম কমাতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, নানা সমস্যার মধ্যে বাগেরহাটে চিংড়ি উৎপাদন কমেনি। বরং দিন দিন উৎপাদন বাড়ছে। তবে দাম কম হওয়ায় কিছুটা বিপাকে রয়েছেন চাষিরা। এ জন্য কোম্পানি ও চাষিদের মধ্যে থাকা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরাসরি চাষিদের কাছ থেকে মাছ কিনতে কোম্পানিদের উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া দেশের বাইরে নতুন নতুন বাজার সৃষ্টির জন্য মৎস্য বিভাগ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে