আলী আকবর সাজু, ভালুকা
ভালুকা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত শহীদ মিনারে জমেছে ময়লা-আবর্জনা। অনেকের অভিযোগ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর কেউ আর খোঁজ রাখে না শহীদ মিনারের। সারা বছরই থাকে অরক্ষিত। কয়েকটি শহীদ মিনার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার কয়েকটি শহীদ মিনার ঘুরে জানা গেছে, ভাষা শহীদের স্মরণে এবং শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য ভালুকায় কেন্দ্রীয় ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। এসব শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্ব স্ব প্রতিষ্ঠানের। কিন্তু সারা বছরই শহীদ মিনারগুলো থাকছে অপরিচ্ছন্ন ও ময়লায় বিবর্ণ।
নারী নেত্রী শারমিন খানম লামিয়া বলেন, ‘ফেসবুকে শহীদ মিনারে গোবর শুকানোর দৃশ্য দেখে ছুটে যাই কংশেরকুল উচ্চ বিদ্যালয়ে। সেখানে গিয়ে শহীদ মিনারে গোবর শুকানো দেখে তাঁদের বুঝিয়ে সেটি পরিষ্কার করাই। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য অনুরোধ করি।’
সরেজমিনে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শুরু হয় শহীদ মিনারগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঘষা-মাজার কাজ। তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয় শহীদ মিনার। বর্ণমালা আকিঁয়ে সৌন্দর্য বাড়ানো হয়। রঙিন বাতির চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়।
উপজেলার গোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক ফজলু বলেন, ‘ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিষ্ঠানের। মিনারগুলো অপরিচ্ছন্ন রাখা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে ইউএনও সালমা খাতুন বলেন, ‘আমি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলেছি স্ব স্ব প্রতিষ্ঠানের স্থাপনা, স্মৃতিসৌধ ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। যদি এর কোনো অবহেলা হয়, তাহলে তাঁদের জবাবদিহি করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভালুকা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত শহীদ মিনারে জমেছে ময়লা-আবর্জনা। অনেকের অভিযোগ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর কেউ আর খোঁজ রাখে না শহীদ মিনারের। সারা বছরই থাকে অরক্ষিত। কয়েকটি শহীদ মিনার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার কয়েকটি শহীদ মিনার ঘুরে জানা গেছে, ভাষা শহীদের স্মরণে এবং শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য ভালুকায় কেন্দ্রীয় ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। এসব শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্ব স্ব প্রতিষ্ঠানের। কিন্তু সারা বছরই শহীদ মিনারগুলো থাকছে অপরিচ্ছন্ন ও ময়লায় বিবর্ণ।
নারী নেত্রী শারমিন খানম লামিয়া বলেন, ‘ফেসবুকে শহীদ মিনারে গোবর শুকানোর দৃশ্য দেখে ছুটে যাই কংশেরকুল উচ্চ বিদ্যালয়ে। সেখানে গিয়ে শহীদ মিনারে গোবর শুকানো দেখে তাঁদের বুঝিয়ে সেটি পরিষ্কার করাই। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য অনুরোধ করি।’
সরেজমিনে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শুরু হয় শহীদ মিনারগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঘষা-মাজার কাজ। তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয় শহীদ মিনার। বর্ণমালা আকিঁয়ে সৌন্দর্য বাড়ানো হয়। রঙিন বাতির চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হয়।
উপজেলার গোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক ফজলু বলেন, ‘ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিষ্ঠানের। মিনারগুলো অপরিচ্ছন্ন রাখা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে ইউএনও সালমা খাতুন বলেন, ‘আমি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলেছি স্ব স্ব প্রতিষ্ঠানের স্থাপনা, স্মৃতিসৌধ ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। যদি এর কোনো অবহেলা হয়, তাহলে তাঁদের জবাবদিহি করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে