বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালে আধিপত্য বিস্তার এবং ক্ষমতা দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এর একাংশ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিমের অনুসারী এবং অপর পক্ষ সিটি করপোরেশনের মেয়রের অনুসারী।
১৫ দিন ধরে বাস টার্মিনালে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সবশেষ গতকাল শনিবার টার্মিনালে শ্রমিক মারধরের জের ধরে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, টার্মিনালকেন্দ্রিক কোটি টাকার চাঁদাবাজির মাঠ দখলে আওয়ামী লীগের দুপক্ষই মারমুখী হয়ে উঠেছে।
জানা গেছে, সম্প্রতি মেয়র সাদিক আবদুল্লাহ তাঁর অনুসারীদের নিয়ে রুপাতলী বাস টার্মিনালের কমিটি ঘোষণা দেন। ওই কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১৫ মার্চ থেকে রুপাতলী টার্মিনালে দুপক্ষই শ্রমিক নিয়ে অবস্থান করছেন। দুপক্ষই টার্মিনালে শত শত সমর্থক নিয়ে অবস্থান করায় পরিস্থিতি প্রতিদিনই ঘোলাটে হচ্ছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার দুপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১টার দিকে বাসস্ট্যান্ডে মিছিল বের করেন মেয়র অনুসারীরা। প্রতিমন্ত্রীর অনুসারী শ্রমিক নেতা সুলতান মাহমুদের সমর্থক লাইনম্যান সেলিম ওই মিছিলের সামনে পড়েন। ওই সময় তাঁকে ধরে বেদম মারধর করে মেয়র পক্ষের লোকজন। খবর পেয়ে সুলতান তাঁর লোকজন নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী অনুসারী শ্রমিক নেতা সুলতান মাহমুদ বলেন, ‘জিএস বাবুরা বাস টার্মিনালে মিছিল করছিলেন। ওই মিছিলের সামনে দুপুরে আমার ইউনিয়নের লাইন সেক্রেটারি সেলিম সিকদার পড়েন। এ সময় বাবু, পরিমল, মনির, জাকির, রনি তাঁকে মারধর করেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি।’ তিনি দাবি করেন, বাবু-পরিমলের সঙ্গে পরিবহন শ্রমিকেরা নেই। লঞ্চঘাটের কুলি দিয়ে রাজনীতি করেন তাঁরা। এ সময় তিনি বলেন, ‘শ্রমিকদের মারছে। শ্রমিকেরা কি বসে থাকবে? তাঁরা এ বিষয়ে সাংগঠনিক শক্তি দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগ দেবেন।’
তবে মেয়র অনুসারী ইউপি চেয়ারম্যান বাবু জানান, তাঁরা সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী মিছিল বের করেন বাস টার্মিনালে। একপর্যায়ে ওই মিছিলে সুলতানের লোকজন হামলা করে। সুলতানের ভাইয়ের ছেলে সুমন মোল্লা ও সেলিম হামলার সঙ্গে জড়িত। এর প্রতিবাদে শ্রমিকেরা বাসস্ট্যান্ডে সমাবেশ করেছেন। তিনি বলেন, ‘সুলতান দীর্ঘদিন ধরে বাস টার্মিনালে চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে আসছে। সাধারণ শ্রমিকেরা শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্বকে নিয়ে এসব প্রতিহত করবে।’
টার্মিনালের একাধিক শ্রমিকের তথ্য মতে, টার্মিনালের বাস এবং কাউন্টারসহ ভ্রাম্যমাণ দোকান থেকে নিয়মিত চাঁদা তোলেন শ্রমিক নেতারা। চাঁদার ওই লাখ লাখ টাকা হাতিয়ে নিতেই দুই পক্ষের মধ্যে বিরোধ। এ নিয়ে বাস যাত্রীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বরিশালের কোতোয়ালি থানার ওসি (অপারেশন) বিপ্লব বলেন, ‘শ্রমিকদের উভয় পক্ষ টার্মিনালে অবস্থান নেওয়ায় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছিল। শুনেছি একজন শ্রমিক আহত হয়েছেন। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তা জানার চেষ্টা করা হচ্ছে।’
বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালে আধিপত্য বিস্তার এবং ক্ষমতা দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই পক্ষে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এর একাংশ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিমের অনুসারী এবং অপর পক্ষ সিটি করপোরেশনের মেয়রের অনুসারী।
১৫ দিন ধরে বাস টার্মিনালে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সবশেষ গতকাল শনিবার টার্মিনালে শ্রমিক মারধরের জের ধরে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, টার্মিনালকেন্দ্রিক কোটি টাকার চাঁদাবাজির মাঠ দখলে আওয়ামী লীগের দুপক্ষই মারমুখী হয়ে উঠেছে।
জানা গেছে, সম্প্রতি মেয়র সাদিক আবদুল্লাহ তাঁর অনুসারীদের নিয়ে রুপাতলী বাস টার্মিনালের কমিটি ঘোষণা দেন। ওই কমিটি গঠনকে কেন্দ্র করে গত ১৫ মার্চ থেকে রুপাতলী টার্মিনালে দুপক্ষই শ্রমিক নিয়ে অবস্থান করছেন। দুপক্ষই টার্মিনালে শত শত সমর্থক নিয়ে অবস্থান করায় পরিস্থিতি প্রতিদিনই ঘোলাটে হচ্ছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার দুপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১টার দিকে বাসস্ট্যান্ডে মিছিল বের করেন মেয়র অনুসারীরা। প্রতিমন্ত্রীর অনুসারী শ্রমিক নেতা সুলতান মাহমুদের সমর্থক লাইনম্যান সেলিম ওই মিছিলের সামনে পড়েন। ওই সময় তাঁকে ধরে বেদম মারধর করে মেয়র পক্ষের লোকজন। খবর পেয়ে সুলতান তাঁর লোকজন নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী অনুসারী শ্রমিক নেতা সুলতান মাহমুদ বলেন, ‘জিএস বাবুরা বাস টার্মিনালে মিছিল করছিলেন। ওই মিছিলের সামনে দুপুরে আমার ইউনিয়নের লাইন সেক্রেটারি সেলিম সিকদার পড়েন। এ সময় বাবু, পরিমল, মনির, জাকির, রনি তাঁকে মারধর করেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি।’ তিনি দাবি করেন, বাবু-পরিমলের সঙ্গে পরিবহন শ্রমিকেরা নেই। লঞ্চঘাটের কুলি দিয়ে রাজনীতি করেন তাঁরা। এ সময় তিনি বলেন, ‘শ্রমিকদের মারছে। শ্রমিকেরা কি বসে থাকবে? তাঁরা এ বিষয়ে সাংগঠনিক শক্তি দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগ দেবেন।’
তবে মেয়র অনুসারী ইউপি চেয়ারম্যান বাবু জানান, তাঁরা সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী মিছিল বের করেন বাস টার্মিনালে। একপর্যায়ে ওই মিছিলে সুলতানের লোকজন হামলা করে। সুলতানের ভাইয়ের ছেলে সুমন মোল্লা ও সেলিম হামলার সঙ্গে জড়িত। এর প্রতিবাদে শ্রমিকেরা বাসস্ট্যান্ডে সমাবেশ করেছেন। তিনি বলেন, ‘সুলতান দীর্ঘদিন ধরে বাস টার্মিনালে চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে আসছে। সাধারণ শ্রমিকেরা শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্বকে নিয়ে এসব প্রতিহত করবে।’
টার্মিনালের একাধিক শ্রমিকের তথ্য মতে, টার্মিনালের বাস এবং কাউন্টারসহ ভ্রাম্যমাণ দোকান থেকে নিয়মিত চাঁদা তোলেন শ্রমিক নেতারা। চাঁদার ওই লাখ লাখ টাকা হাতিয়ে নিতেই দুই পক্ষের মধ্যে বিরোধ। এ নিয়ে বাস যাত্রীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বরিশালের কোতোয়ালি থানার ওসি (অপারেশন) বিপ্লব বলেন, ‘শ্রমিকদের উভয় পক্ষ টার্মিনালে অবস্থান নেওয়ায় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছিল। শুনেছি একজন শ্রমিক আহত হয়েছেন। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তা জানার চেষ্টা করা হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে