খান রফিক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে এ ঘটনায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এর আগে বিসিসির এক কর্মচারীকে মারধর করার অভিযোগে বিএম কলেজ-সংলগ্ন সড়ক অবরোধ করেন করপোরেশনের একদল কর্মচারী।
সিটি করপোরেশনের কর্মচারীরা অভিযোগ করেছেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক রাজিব খানকে মারধর করেছেন। পাল্টাপাল্টি এই অবরোধের কারণে গোটা নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগ হয়। বিপ্লব সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিপরীতে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন।
ঘটনাস্থলে দেখা গেছে, বিএম কলেজে রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অপরদিকে কাউন্সিলরের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সিঅ্যান্ডবি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব সাংবাদিকদের জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণের কাজ করছেন। কাজ শুরুর পর থেকে সিটি করপোরেশন কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক নির্মাণকাজের নানা ত্রুটি দেখিয়ে কলেজশিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এরই মধ্যে কলেজশিক্ষকের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা উৎকোচও নিয়েছেন ওই যুবকেরা। তাঁর ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে এভাবে হয়রানি করায় তিনি এর প্রতিবাদ করেন। একে অজুহাত বানিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিক্ষোভ শুরু করেন।
তবে বিসিসির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার রোহান সাংবাদিকদের জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কক্ষের মধ্যে আটকে মারধর করেছেন কাউন্সিলর বিপ্লব। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল রোববার দুপুরে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
মো. কামরুজ্জামান জানান, তিনি নিয়ম মেনে নকশা অনুযায়ী বাড়ির নির্মাণকাজ করছেন। প্রায়ই একদল যুবক এসে সেখানে হানা দেন এবং নোটিশ দেওয়াসহ নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২১ মার্চ ওই যুবকেরা তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
এদিকে কাউন্সিলর বিপ্লবের কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে তাঁর সমর্থকেরা সিঅ্যান্ডবি সড়ক অবরোধ করেন। বিসিসির মেয়রবিরোধী আরও ৯ কাউন্সিলর সমর্থকদের নিয়ে ওই বিক্ষোভে যোগ দেন।
২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরদার ফরিদ আহমেদ বলেন, কাউন্সিলর বিপ্লবকে হয়রানি করার প্রতিবাদে মহাসড়ক বন্ধ করে দিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, দুই পক্ষ দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছি।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মচারীরা কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে এ ঘটনায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এর আগে বিসিসির এক কর্মচারীকে মারধর করার অভিযোগে বিএম কলেজ-সংলগ্ন সড়ক অবরোধ করেন করপোরেশনের একদল কর্মচারী।
সিটি করপোরেশনের কর্মচারীরা অভিযোগ করেছেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক রাজিব খানকে মারধর করেছেন। পাল্টাপাল্টি এই অবরোধের কারণে গোটা নগরীতে তীব্র যানজট ও জনদুর্ভোগ হয়। বিপ্লব সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিপরীতে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন।
ঘটনাস্থলে দেখা গেছে, বিএম কলেজে রোডে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সড়ক অবরোধ করে কাউন্সিলর বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অপরদিকে কাউন্সিলরের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সিঅ্যান্ডবি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব সাংবাদিকদের জানান, কলেজশিক্ষক কামরুজ্জামান ভবন নির্মাণের কাজ করছেন। কাজ শুরুর পর থেকে সিটি করপোরেশন কর্মচারী পরিচয় দিয়ে প্রায়ই একদল যুবক নির্মাণকাজের নানা ত্রুটি দেখিয়ে কলেজশিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। এরই মধ্যে কলেজশিক্ষকের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা উৎকোচও নিয়েছেন ওই যুবকেরা। তাঁর ওয়ার্ডের একজন নিরীহ শিক্ষককে এভাবে হয়রানি করায় তিনি এর প্রতিবাদ করেন। একে অজুহাত বানিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিক্ষোভ শুরু করেন।
তবে বিসিসির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার রোহান সাংবাদিকদের জানান, বিসিসির সড়ক পরিদর্শক রাজিব খানকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কক্ষের মধ্যে আটকে মারধর করেছেন কাউন্সিলর বিপ্লব। এর প্রতিবাদে বিসিসির কর্মচারীরা গতকাল রোববার দুপুরে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
মো. কামরুজ্জামান জানান, তিনি নিয়ম মেনে নকশা অনুযায়ী বাড়ির নির্মাণকাজ করছেন। প্রায়ই একদল যুবক এসে সেখানে হানা দেন এবং নোটিশ দেওয়াসহ নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২১ মার্চ ওই যুবকেরা তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
এদিকে কাউন্সিলর বিপ্লবের কার্যালয়ের সামনে বিক্ষোভের জেরে তাঁর সমর্থকেরা সিঅ্যান্ডবি সড়ক অবরোধ করেন। বিসিসির মেয়রবিরোধী আরও ৯ কাউন্সিলর সমর্থকদের নিয়ে ওই বিক্ষোভে যোগ দেন।
২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরদার ফরিদ আহমেদ বলেন, কাউন্সিলর বিপ্লবকে হয়রানি করার প্রতিবাদে মহাসড়ক বন্ধ করে দিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, দুই পক্ষ দুটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে