আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে সহিংসতার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। গত ২১ ডিসেম্বর হাতবোমা বিস্ফোরণের পর একাধিক মামলা ও হামলায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। ফলে হাটবাজারে ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেক কম। এদিকে সাধারণ মানুষের নিরাপত্তায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, মাদারীপুর-৩ আসনের (কালকিনি-ডাসার-সদর একাংশ) বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা. তাহমিনা বেগমের পক্ষে গত ২১ ডিসেম্বর বিকেলে কালকিনির লক্ষ্মীপুরে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় নৌকার পক্ষের লোকজন। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীসহ ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কালকিনি থানায় মামলা করা হয়।
এর জেরে ২৩ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুরের ভাটোবালী গ্রামের কৃষক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এসকেন্দার খাঁকে (৭০) বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ওই দিন দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর নিহতের ছেলে কিরণ খাঁ বাদী হয়ে ৩১ জনের নামে কালকিনি থানায় হত্যা মামলা করেন। মামলার পরদিন ২৫ ডিসেম্বর হত্যার মূল পরিকল্পনাকারী বিল্লাল খানকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করে মাদারীপুরের গোয়েন্দা পুলিশের সদস্যরা।
একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে বোমা হামলা, হত্যা, মামলা, হামলা, মারামারিসহ একাধিক কারণে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এতে ওই এলাকা অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেকে ভয়ে দোকানও খুলছে না। নাম না প্রকাশে স্থানীয় এক চা দোকানদার বলেন, ‘২০ দিন ধরে এখানকার দোকানে মানুষজনের উপস্থিতি কম। অনেকে দোকানও খোলে না।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের চেষ্টার কোনো কমতি নেই।
হাটবাজারে স্বাভাবিকভাবে মানুষ আসা-যাওয়া করবে, এতে বাধা নেই। একাধিক টিম কাজ করছে, আসামি ধরার ব্যাপারে।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বদাই পুলিশ কাজ করছে। এ ছাড়া বিভিন্ন মামলার আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রতীকে পরাজিত হন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে বিজয়ী হন মোছা. তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে সহিংসতার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। গত ২১ ডিসেম্বর হাতবোমা বিস্ফোরণের পর একাধিক মামলা ও হামলায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। ফলে হাটবাজারে ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেক কম। এদিকে সাধারণ মানুষের নিরাপত্তায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, মাদারীপুর-৩ আসনের (কালকিনি-ডাসার-সদর একাংশ) বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা. তাহমিনা বেগমের পক্ষে গত ২১ ডিসেম্বর বিকেলে কালকিনির লক্ষ্মীপুরে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় নৌকার পক্ষের লোকজন। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীসহ ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কালকিনি থানায় মামলা করা হয়।
এর জেরে ২৩ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুরের ভাটোবালী গ্রামের কৃষক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এসকেন্দার খাঁকে (৭০) বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ওই দিন দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর নিহতের ছেলে কিরণ খাঁ বাদী হয়ে ৩১ জনের নামে কালকিনি থানায় হত্যা মামলা করেন। মামলার পরদিন ২৫ ডিসেম্বর হত্যার মূল পরিকল্পনাকারী বিল্লাল খানকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করে মাদারীপুরের গোয়েন্দা পুলিশের সদস্যরা।
একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে বোমা হামলা, হত্যা, মামলা, হামলা, মারামারিসহ একাধিক কারণে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এতে ওই এলাকা অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেকে ভয়ে দোকানও খুলছে না। নাম না প্রকাশে স্থানীয় এক চা দোকানদার বলেন, ‘২০ দিন ধরে এখানকার দোকানে মানুষজনের উপস্থিতি কম। অনেকে দোকানও খোলে না।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের চেষ্টার কোনো কমতি নেই।
হাটবাজারে স্বাভাবিকভাবে মানুষ আসা-যাওয়া করবে, এতে বাধা নেই। একাধিক টিম কাজ করছে, আসামি ধরার ব্যাপারে।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বদাই পুলিশ কাজ করছে। এ ছাড়া বিভিন্ন মামলার আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রতীকে পরাজিত হন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে বিজয়ী হন মোছা. তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে