নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন ইউপিতে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিছু ইউপিতে বিদ্রোহীদের দাপটে নৌকার প্রার্থীরা কোনঠাসা হয়ে পড়েছেন। অনেক জায়গায় নৌকার প্রার্থী ও বিদ্রোহীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়ও ঘটেছে।
এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতিমধ্যে সদর উপজেলার বিদ্রোহী নয়জনকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অন্য উপজেলার ইউপিতে যারা বিদ্রোহী হয়েছেন তাদেরকে বহিষ্কার করা হবে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আজকের পত্রিকাকে জানিয়েছেন। বিদ্রোহী ৯ জনকে বহিষ্কারের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী ও জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এমন পরিস্থিতে বিদ্রোহীদের ব্যাপারে নতুন হিসাব শুরু করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। পরবর্তীতে গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা হয়। সেই সভায় দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ জনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন-নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম, কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা যায়, বহিষ্কৃত নেতারা দল থেকে মনোনয়ন চাইলেও মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলীয় প্রধানের কাছে সিদ্ধান্ত পাঠানো হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ আর আলী আজগর খান শারীফ বলেন, এখনো বহিষ্কারের কোনো চিঠি পাইনি। আমি গত পাঁচ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় জনগণের জন্য কাজ করেছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান বলেন, সদরের মতো বাকি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহী হয়েছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন ইউপিতে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিছু ইউপিতে বিদ্রোহীদের দাপটে নৌকার প্রার্থীরা কোনঠাসা হয়ে পড়েছেন। অনেক জায়গায় নৌকার প্রার্থী ও বিদ্রোহীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়ও ঘটেছে।
এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতিমধ্যে সদর উপজেলার বিদ্রোহী নয়জনকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অন্য উপজেলার ইউপিতে যারা বিদ্রোহী হয়েছেন তাদেরকে বহিষ্কার করা হবে বলে জেলা আওয়ামী লীগের সভাপতি আজকের পত্রিকাকে জানিয়েছেন। বিদ্রোহী ৯ জনকে বহিষ্কারের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী ও জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এমন পরিস্থিতে বিদ্রোহীদের ব্যাপারে নতুন হিসাব শুরু করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। পরবর্তীতে গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা হয়। সেই সভায় দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৯ জনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সাময়িক বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন-নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান, মেদনী ইউনিয়নের মিজানুর রহমান খান, মৌগাতী ইউনিয়নের এ কে এম মহিউল ইসলাম (ফজল), সিংহের বাংলা ইউনিয়নের মো. আলী আহসান সুমন ও মোফাক্কারুল ইসলাম মিলন, কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের এ আর আলী আজগর খান (শারীফ), চল্লিশা ইউনিয়নে আব্দুল জব্বার ফকির, বিশিউড়া ইউনিয়নে মো. আবুল কালাম, কাইলাটি ইউনিয়নে মো. আনোয়ার হোসেন। সাময়িক বহিষ্কার হওয়া এসব ব্যক্তি আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা যায়, বহিষ্কৃত নেতারা দল থেকে মনোনয়ন চাইলেও মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলীয় প্রধানের কাছে সিদ্ধান্ত পাঠানো হয়েছে।
বহিষ্কার হওয়া প্রার্থীদের একজন কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ আর আলী আজগর খান শারীফ বলেন, এখনো বহিষ্কারের কোনো চিঠি পাইনি। আমি গত পাঁচ বছর চেয়ারম্যান থাকা অবস্থায় জনগণের জন্য কাজ করেছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান বলেন, সদরের মতো বাকি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহী হয়েছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে