সাদা বলেও রঙিন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০৬: ৪৭
আপডেট : ০১ মার্চ ২০২২, ১২: ৩৩

ওয়ানডেতে রান যে পাচ্ছিলেন না, তা নয়। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে লিটনের সমস্যাটা হচ্ছিল, ফুল হয়ে ফোটার আগে ইনিংসগুলো ঝরে পড়ছিল। এর মাঝে লাল বলের ক্রিকেটে নিজের ‘ক্যালিবার শো’ করেছেন লিটন।

লম্বা সময়ের বিরতি দিয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরে বাংলাদেশ। লাল বলে নিউজিল্যান্ডে নিজের ব্যাটিং ক্ষমতার সর্বোচ্চটা দেখানো লিটন সাদা বলের ক্রিকেটে ফিরতেই যেন নিজের ছায়াকে তাড়া করলেন। প্রথম ম্যাচে করেন ১। তবে লিটন যে ধীরে ধীরে নিজের উইকেটের মূল্য বুঝতে পারছেন এবং সাদা বলের ক্রিকেটেও সেরাটা দেখাতে পারছেন, সেটার প্রমাণ দিলেন পরের ম্যাচে। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ৪৯ ইনিংসে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটাও এল সেই ছাপ রেখে।

বদলে যাওয়া লিটনের দেখা মেলে গতকাল শেষ ওয়ানডেতেও। দ্বিতীয় ওয়ানডে যেখানে শেষ করেছিলেন শুরুটা সেখান থেকেই। ওয়ানডেতে লিটনের দায়িত্বটা লাল বল থেকে কিছুটা ভিন্ন। ইনিংসের সুর বেঁধে দেওয়ার সঙ্গে সেটা এগিয়ে নেওয়ার দায়িত্বভারও পড়ে তাঁর কাঁধে। যে কাজে আগে লিটনের ইনিংসের শুরুর অস্থিরতা আর নড়বড়ে ভাব দুটিই কাটিয়ে ওঠার ছাপ রেখেছেন। আত্মবিশ্বাসকে সাথি করে ব্যাটিংটা যে উপভোগ করছেন, তা লিটনের কথায় পরিষ্কার, ‘যদি ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারতাম, খেলার ফল হয়তো ভিন্ন হতো। আমি ব্যাটিং করতে ভালোবাসি।’ লিটনের মতো একই উপলব্ধি অধিনায়ক তামিম ইকবালেরও, ‘লিটনের আউটটা আমাদের জন্য ভুল সময়ে ছিল।’

তবে ব্যাটিংয়ে যে পরিকল্পনা নিয়ে লিটন এগোচ্ছিলেন, সেখানে তাঁকে সফল বলতেই হয়। টানা তিন ম্যাচে ফজলহক ফারুকির বলে তামিম আউট হয়ে গেলেও এক প্রান্ত ধরে ছিলেন লিটন। ৩৬তম ওভারের পঞ্চম বলে লিটন যখন আউট হন, সেঞ্চুরি থেকে ১৪ রান দূরত্বে তখন। ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই ৮০ রান করতে পারার কথা দ্বিতীয় ম্যাচের পরই বলেছিলেন। টানা দ্বিতীয় সেঞ্চুরি না হলেও পরিকল্পনামাফিক ব্যাটিংয়ের এই লিটনকে ভবিষ্যতে আরও পেতে চাইবে বাংলাদেশ।

২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজটাও ছিল লিটনময়। এই সিরিজেও তা-ই। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার নিয়ে লিটন কৃতিত্ব দিলেন তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে, ‘আমার স্ত্রী অনেক সমর্থন দিয়েছে। এই পুরস্কার তাকে উৎসর্গ করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত