আজকের পত্রিকা ডেস্ক
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সহিংসতা। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভোটের মারামারিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যুও ঘটেছে গতকাল।
ঝিনাইদহের ফুরসুন্দি ইউনিয়নের টিকারী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার বিকেলে সংঘর্ষে জড়িয়েছিল নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। এতে মাহমুদুল হক পলাশ নামে এক সদস্য প্রার্থী গুরুতর আহত হন। গতকাল সকাল ৮টার দিকে তিনি মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা জানান, বুধবার বিকেলে ধনঞ্জয়পুর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদারের সমর্থনে মিছিল হচ্ছিল। এ সময় নৌকা প্রার্থী শহিদুল ইসলাম শিকদারের সমর্থকেরা সেখানে হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর রাতে বিদ্রোহী প্রার্থী আবু সাইদ শিকদারের সমর্থকেরা টিকারী বাজারে নৌকা প্রতীকের অফিসে হামলা করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নৌকা প্রতীকের অফিসে বসে থাকা অবস্থায় মারপিটের শিকার হন সদস্য প্রার্থী মাহমুদুল হক পলাশসহ কয়েকজন। আহত পলাশকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি রাখা হলে সকালে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত পলাশের স্ত্রী শিউলি খাতুন বলেন, ‘ওরা আমার স্বামীকে মারল, ওদের ভালো হোক। কিন্তু আমার স্বামীকে যারা মারল, তাকের বিচার চাই।’
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠাকুরগাঁওয়ে বাড়ছে উৎকণ্ঠা
ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের ফিরোজীপাড়ায় অতর্কিত হামলায় মনসুর আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ১১০ সিসির মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয় হামলাকারীরা।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলীমুর রাজী বলেন, ‘ঘটনার রাতে দুটি মোটরসাইকেলযোগে মুখোশধারী চার-পাঁচজন দুর্বৃত্ত মনসুর আলীর ওপর হামলার একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা জ্বলতে থাকা মোটরসাইকেলটি রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসী রামদা উঁচিয়ে তেড়ে আসে। এ ভয়ে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’ আজহার আলী নামে এক কৃষক বলেন, এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সফিকুল (৫৫)
নামে আরেক ব্যক্তি বলেন, ‘কখন কাকে মারবে-ধরবে এই ভয়ে হামরা দিন পার করছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। রাজাগাঁও ইউনিয়নের সাধারণ ভোটার জসীম শেখ জানান, তাঁদের ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী খাদেমুল ইসলাম সরকারের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার ভোটাররা। জগন্নাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী গণেশ ঘোষ প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আহত হন। এ ঘটনায় জালালসহ তিনজনের নামে একটি মামলা হয়েছে।
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে নাউতারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা মিছিল নিয়ে নাউতারা বাজার আসে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম লেলিনের নির্বাচনী অফিস অতিক্রমকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ১৫ জন সমর্থক-কর্মী আহত হয়। আহতের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নাউতারা ইউপিতে রাতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাতের আঁধারে নৌকার তোরণ পুড়িয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউপির সহিলদেও গ্রামের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযোগের তির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর দিকে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দুই পক্ষই এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সহিংসতা। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ভোটের মারামারিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যুও ঘটেছে গতকাল।
ঝিনাইদহের ফুরসুন্দি ইউনিয়নের টিকারী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার বিকেলে সংঘর্ষে জড়িয়েছিল নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা। এতে মাহমুদুল হক পলাশ নামে এক সদস্য প্রার্থী গুরুতর আহত হন। গতকাল সকাল ৮টার দিকে তিনি মারা গেছেন।
স্থানীয় বাসিন্দা জানান, বুধবার বিকেলে ধনঞ্জয়পুর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদারের সমর্থনে মিছিল হচ্ছিল। এ সময় নৌকা প্রার্থী শহিদুল ইসলাম শিকদারের সমর্থকেরা সেখানে হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর রাতে বিদ্রোহী প্রার্থী আবু সাইদ শিকদারের সমর্থকেরা টিকারী বাজারে নৌকা প্রতীকের অফিসে হামলা করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নৌকা প্রতীকের অফিসে বসে থাকা অবস্থায় মারপিটের শিকার হন সদস্য প্রার্থী মাহমুদুল হক পলাশসহ কয়েকজন। আহত পলাশকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি রাখা হলে সকালে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত পলাশের স্ত্রী শিউলি খাতুন বলেন, ‘ওরা আমার স্বামীকে মারল, ওদের ভালো হোক। কিন্তু আমার স্বামীকে যারা মারল, তাকের বিচার চাই।’
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠাকুরগাঁওয়ে বাড়ছে উৎকণ্ঠা
ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের ফিরোজীপাড়ায় অতর্কিত হামলায় মনসুর আলী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ১১০ সিসির মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয় হামলাকারীরা।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলীমুর রাজী বলেন, ‘ঘটনার রাতে দুটি মোটরসাইকেলযোগে মুখোশধারী চার-পাঁচজন দুর্বৃত্ত মনসুর আলীর ওপর হামলার একপর্যায়ে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা জ্বলতে থাকা মোটরসাইকেলটি রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসী রামদা উঁচিয়ে তেড়ে আসে। এ ভয়ে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।’ আজহার আলী নামে এক কৃষক বলেন, এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সফিকুল (৫৫)
নামে আরেক ব্যক্তি বলেন, ‘কখন কাকে মারবে-ধরবে এই ভয়ে হামরা দিন পার করছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। রাজাগাঁও ইউনিয়নের সাধারণ ভোটার জসীম শেখ জানান, তাঁদের ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী খাদেমুল ইসলাম সরকারের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার ভোটাররা। জগন্নাথপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী গণেশ ঘোষ প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আহত হন। এ ঘটনায় জালালসহ তিনজনের নামে একটি মামলা হয়েছে।
নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে নাউতারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা মিছিল নিয়ে নাউতারা বাজার আসে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম লেলিনের নির্বাচনী অফিস অতিক্রমকালে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ উভয় পক্ষের ১৫ জন সমর্থক-কর্মী আহত হয়। আহতের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নাউতারা ইউপিতে রাতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার মোহনগঞ্জে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাতের আঁধারে নৌকার তোরণ পুড়িয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউপির সহিলদেও গ্রামের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযোগের তির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর দিকে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দুই পক্ষই এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে