সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে পরাজিত নৌকার প্রার্থীর সমর্থকদের মারধর, ঘরবাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিরাজদিখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নৌকার প্রার্থী মো. আবুল খায়ের ব্যাপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপীসহ নেতা-কর্মীরা।
এ সংবাদ সম্মেলনে আবুল খায়ের ব্যাপারী বলেন, ‘আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ বাড়িঘর ছাড়া করেছেন রফিকুল ইসলাম দুদুর সমর্থকেরা। এসব ঘটনায় সিরাজদিখান থানায় আমার সমর্থকেরা ১৫টি অভিযোগ করেছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে আমার সমর্থকদের বাড়িতে আতঙ্ক বিরাজ করছে এবং বাড়িতে থাকতে পারছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’
জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বারবার গেলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’
সংবাদ সম্মেলনে কয়েকজন নৌকার সমর্থকেরা বলেন, আমরা আওয়ামী লীগ করে কি কোনো দোষ করেছি? প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট দিয়ে কি কোনো দোষ করেছি? যে কারণে বাড়িতে থাকতে পারছি না।
এ বিষয়ে রফিকুল ইসলাম দুদু বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর আমার সমর্থকদের বলে দিয়েছি কোনো ধরনের সহিংসতা যেন না করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা মেম্বার প্রার্থীরা করেছে, আমার সমর্থকেরা করে নাই।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, আজকে (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে সিরাজদিখান থানার ওসি ওই এলাকার বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। যাতে করে আইন-শৃঙ্খলা অবনতি না হয়।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে পরাজিত নৌকার প্রার্থীর সমর্থকদের মারধর, ঘরবাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিরাজদিখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নৌকার প্রার্থী মো. আবুল খায়ের ব্যাপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপীসহ নেতা-কর্মীরা।
এ সংবাদ সম্মেলনে আবুল খায়ের ব্যাপারী বলেন, ‘আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ বাড়িঘর ছাড়া করেছেন রফিকুল ইসলাম দুদুর সমর্থকেরা। এসব ঘটনায় সিরাজদিখান থানায় আমার সমর্থকেরা ১৫টি অভিযোগ করেছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে আমার সমর্থকদের বাড়িতে আতঙ্ক বিরাজ করছে এবং বাড়িতে থাকতে পারছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’
জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বারবার গেলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’
সংবাদ সম্মেলনে কয়েকজন নৌকার সমর্থকেরা বলেন, আমরা আওয়ামী লীগ করে কি কোনো দোষ করেছি? প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট দিয়ে কি কোনো দোষ করেছি? যে কারণে বাড়িতে থাকতে পারছি না।
এ বিষয়ে রফিকুল ইসলাম দুদু বলেন, ‘আমি বিজয়ী হওয়ার পর আমার সমর্থকদের বলে দিয়েছি কোনো ধরনের সহিংসতা যেন না করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা মেম্বার প্রার্থীরা করেছে, আমার সমর্থকেরা করে নাই।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, আজকে (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে সিরাজদিখান থানার ওসি ওই এলাকার বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। যাতে করে আইন-শৃঙ্খলা অবনতি না হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে