তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) চেয়ারম্যানের পদ থেকে তিন মাস আগে বদলি হলেও রাজধানীর মোহাম্মদপুরে সংস্থার চেয়ারম্যানের জন্য নির্ধারিত বাংলোতেই বসবাস করছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে গ্রেড–১–এর এই কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)।
জাগৃক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান থাকাকালে বোর্ড সভার সিদ্ধান্তের বদৌলতে তিনি বাংলোতে থাকতে পারছেন। ওই বোর্ড সভায় বদলিজনিত কারণে দুই মাস বসবাসের সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গ্রহণযোগ্য ভাড়া (স্ট্যান্ডার্ড রেট) ধার্যের সুপারিশ করা হয়।
বদলি হলেও বাংলো না ছাড়া প্রসঙ্গে খন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, তিনি ভাড়া দিয়েই বাংলোতে বসবাস করছেন।
জাগৃক সূত্র জানায়, মোহাম্মদপুরের লালমাটিয়ায় সংস্থার বিশাল একটি বাংলো বাড়ি আছে। এটি মূলত সংস্থার চেয়ারম্যানের জন্য নির্ধারিত বাসভবন। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খন্দকার মোস্তাফিজুর রহমান সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগদানের পর ওই মাসেই বাংলোটিতে ওঠেন। চলতি বছরের ১৫ মে তিনি অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি (গ্রেড-১) পেয়ে সচিব পদমর্যাদার পদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি হিসেবে বদলি হন। আগের চেয়ারম্যান বদলির পরপর বাংলো ছাড়লেও খন্দকার মোস্তাফিজুর রহমান এখনো ওই বাংলোতেই বসবাস করছেন।
জাগৃকের কর্মকর্তারা জানান, গাছপালা পরিবেষ্টিত বাংলোটিতে জাগৃক বছর দেড়েক আগে মোট ১ কোটি ৬৬ লাখ টাকা খরচ করে আধুনিকায়ন করে। এর মধ্যে ৪৯ লাখ ৪৪ হাজার ৭৯ টাকা গেট, গ্যালারি ও গ্যারেজ মেরামত, বিশেষ মেরামতে ৪৬ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা, বাড়ির দেয়াল, গার্ডেনিং, পয়োনিষ্কাশন লাইন ও রাস্তা মেরামতে ৫৪ লাখ ১৫ হাজার ৩০ টাকা খরচ করা হয়। এ ছাড়া বাড়ির ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, রং, দরজার পাল্লা, কেবিনেট, ইন্টেরিয়রসহ বেশ কিছু কাজের জন্য আরও ৪৫ লাখ ৭৬ হাজার ৯২১ টাকা খরচ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী বলেন, বাংলোটিতে বিলাসী জীবনযাপনের জন্য সরকারি টাকায় ১৬ লাখ ৪৫ হাজার ৫০ টাকার আসবাব কেনা হয়েছে। এর মধ্যে ডাইনিং টেবিল ও চেয়ারের দাম ৪ লাখ ৭৮ হাজার টাকা, সোফা ১ লাখ ৭৪ হাজার ১৫০, ড্রেসিং টেবিল ১ লাখ ২৭ হাজার ৪০০, ওয়ার্ডরোব ২ লাখ ৪৯ হাজার ৩০০, খাট (বড়) ১ লাখ ২৩ হাজার, রিডিং টেবিল ৪৮ হাজার, বেড সাইট টেবিল ৪৪ হাজার ২০০, টেলিভিশন কেবিনেট ২৫ হাজার ৩৫০, সেন্টার টেবিল ২৩ হাজার টাকায় কেনা হয়।
জাগৃক সূত্র জানায়, খন্দকার মোস্তাফিজুর রহমান এখন সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ইস্কাটনে সচিব নিবাসে অত্যাধুনিক ফ্ল্যাট রয়েছে। খন্দকার মোস্তাফিজুর জাগৃকের চেয়ারম্যান হওয়ার পর ২০২৩ সালের ৩০ অক্টোবর ২৪৮তম বোর্ড সভায় বদলিজনিত কারণে দুই মাস বাসায় বসবাসের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী অতিরিক্ত সময়ের জন্য স্ট্যান্ডার্ড রেট ধার্য করার সুপারিশ করা হয়। তবে ওই সভায় পিআরএলজনিত কারণে বাসা ছাড়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। অবশ্য সরকারি বাসা বরাদ্দ বিধিমালায় পিআরএল–এর এক বছর এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ছয় মাস বসবাসের সুযোগ আছে।
সূত্র বলেছে, খন্দকার মোস্তাফিজুর রহমান জাগৃকের চেয়ারম্যান থাকাকালে সংরক্ষিত কোটা থেকে নিজের নামে রাজধানীতে সংস্থার দোলনচাঁপা প্রকল্পে ১৬৬০ বর্গফুটের ফ্ল্যাট, ঝালকাঠির নলছিটিতে ৫ কাঠার একটি প্লট বরাদ্দ নিয়েছেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে উত্তরায় ৫ কাঠার একটি প্লটও বরাদ্দ পেয়েছেন।
বদলি হলেও জাগৃকের চেয়ারম্যানের বাসভবনে বসবাসের বিষয়ে জানতে চাইলে খন্দকার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাগৃক থেকে চলে এসেছি তা সত্য। কিন্তু বাংলোতে ভাড়া দিয়েই বসবাস করছি। এটা তো কোনো সমস্যা নয়।’
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) চেয়ারম্যানের পদ থেকে তিন মাস আগে বদলি হলেও রাজধানীর মোহাম্মদপুরে সংস্থার চেয়ারম্যানের জন্য নির্ধারিত বাংলোতেই বসবাস করছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে গ্রেড–১–এর এই কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)।
জাগৃক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান থাকাকালে বোর্ড সভার সিদ্ধান্তের বদৌলতে তিনি বাংলোতে থাকতে পারছেন। ওই বোর্ড সভায় বদলিজনিত কারণে দুই মাস বসবাসের সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গ্রহণযোগ্য ভাড়া (স্ট্যান্ডার্ড রেট) ধার্যের সুপারিশ করা হয়।
বদলি হলেও বাংলো না ছাড়া প্রসঙ্গে খন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, তিনি ভাড়া দিয়েই বাংলোতে বসবাস করছেন।
জাগৃক সূত্র জানায়, মোহাম্মদপুরের লালমাটিয়ায় সংস্থার বিশাল একটি বাংলো বাড়ি আছে। এটি মূলত সংস্থার চেয়ারম্যানের জন্য নির্ধারিত বাসভবন। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খন্দকার মোস্তাফিজুর রহমান সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগদানের পর ওই মাসেই বাংলোটিতে ওঠেন। চলতি বছরের ১৫ মে তিনি অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি (গ্রেড-১) পেয়ে সচিব পদমর্যাদার পদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি হিসেবে বদলি হন। আগের চেয়ারম্যান বদলির পরপর বাংলো ছাড়লেও খন্দকার মোস্তাফিজুর রহমান এখনো ওই বাংলোতেই বসবাস করছেন।
জাগৃকের কর্মকর্তারা জানান, গাছপালা পরিবেষ্টিত বাংলোটিতে জাগৃক বছর দেড়েক আগে মোট ১ কোটি ৬৬ লাখ টাকা খরচ করে আধুনিকায়ন করে। এর মধ্যে ৪৯ লাখ ৪৪ হাজার ৭৯ টাকা গেট, গ্যালারি ও গ্যারেজ মেরামত, বিশেষ মেরামতে ৪৬ লাখ ৬ হাজার ৭৫৭ টাকা, বাড়ির দেয়াল, গার্ডেনিং, পয়োনিষ্কাশন লাইন ও রাস্তা মেরামতে ৫৪ লাখ ১৫ হাজার ৩০ টাকা খরচ করা হয়। এ ছাড়া বাড়ির ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, রং, দরজার পাল্লা, কেবিনেট, ইন্টেরিয়রসহ বেশ কিছু কাজের জন্য আরও ৪৫ লাখ ৭৬ হাজার ৯২১ টাকা খরচ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রকৌশলী বলেন, বাংলোটিতে বিলাসী জীবনযাপনের জন্য সরকারি টাকায় ১৬ লাখ ৪৫ হাজার ৫০ টাকার আসবাব কেনা হয়েছে। এর মধ্যে ডাইনিং টেবিল ও চেয়ারের দাম ৪ লাখ ৭৮ হাজার টাকা, সোফা ১ লাখ ৭৪ হাজার ১৫০, ড্রেসিং টেবিল ১ লাখ ২৭ হাজার ৪০০, ওয়ার্ডরোব ২ লাখ ৪৯ হাজার ৩০০, খাট (বড়) ১ লাখ ২৩ হাজার, রিডিং টেবিল ৪৮ হাজার, বেড সাইট টেবিল ৪৪ হাজার ২০০, টেলিভিশন কেবিনেট ২৫ হাজার ৩৫০, সেন্টার টেবিল ২৩ হাজার টাকায় কেনা হয়।
জাগৃক সূত্র জানায়, খন্দকার মোস্তাফিজুর রহমান এখন সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ইস্কাটনে সচিব নিবাসে অত্যাধুনিক ফ্ল্যাট রয়েছে। খন্দকার মোস্তাফিজুর জাগৃকের চেয়ারম্যান হওয়ার পর ২০২৩ সালের ৩০ অক্টোবর ২৪৮তম বোর্ড সভায় বদলিজনিত কারণে দুই মাস বাসায় বসবাসের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী অতিরিক্ত সময়ের জন্য স্ট্যান্ডার্ড রেট ধার্য করার সুপারিশ করা হয়। তবে ওই সভায় পিআরএলজনিত কারণে বাসা ছাড়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। অবশ্য সরকারি বাসা বরাদ্দ বিধিমালায় পিআরএল–এর এক বছর এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ছয় মাস বসবাসের সুযোগ আছে।
সূত্র বলেছে, খন্দকার মোস্তাফিজুর রহমান জাগৃকের চেয়ারম্যান থাকাকালে সংরক্ষিত কোটা থেকে নিজের নামে রাজধানীতে সংস্থার দোলনচাঁপা প্রকল্পে ১৬৬০ বর্গফুটের ফ্ল্যাট, ঝালকাঠির নলছিটিতে ৫ কাঠার একটি প্লট বরাদ্দ নিয়েছেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে উত্তরায় ৫ কাঠার একটি প্লটও বরাদ্দ পেয়েছেন।
বদলি হলেও জাগৃকের চেয়ারম্যানের বাসভবনে বসবাসের বিষয়ে জানতে চাইলে খন্দকার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জাগৃক থেকে চলে এসেছি তা সত্য। কিন্তু বাংলোতে ভাড়া দিয়েই বসবাস করছি। এটা তো কোনো সমস্যা নয়।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে