ঠিকাদারদের অবস্থান ধর্মঘট

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩: ০১
Thumbnail image

সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) দরপত্র আহ্বান ও নির্মাণসামগ্রীর দর বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট করেন ঠিকাদারেরা।

এ সময় বক্তব্যে তাঁরা বলেন, এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান জানিয়ে ১৪ মার্চ সিসিকের প্রধান প্রকৌশলীর কাছে দরখাস্ত দেওয়া হয়। এ নিয়ে কয়েকবার আলোচনা করার পর তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা নেবেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে প্রায় ৪০০ ঠিকাদার বেকার হয়ে যাচ্ছেন। তাঁদের বেকারত্বের হাত থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে এলটিএম। এর ফলে অন্তত সবাই মিলে কাজ পাওয়ার একটি পথ খোলা থাকবে। তা ছাড়া বর্তমানে নির্মাণ সামগ্রীর দরের সঙ্গে বাজার দরের অনেক পার্থক্য থাকায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের সময় সিসিক মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেন ঠিকাদাররা। এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঠিকাদারদের দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস দিলে তাঁরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের পরিচালনায় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন ফেরদৌস আহমদ চৌধুরী, আকিকুল হাসান চৌধুরী, সুয়েব আহমদ, জহিন হোসেন তুহিন, খুররম আহমদ চৌধুরী, অরুন দে, এনায়েত আহমদ মনি, ঝুমক দাশ, রাসেল আহমদ, আব্দুল মুমিন মামুন, ওয়াহিদ বকস, জিয়াউর রহমান, শাহাদৎ হোসেন, মঈনুল ইসলাম মইন, মো. আব্দুর রব, কামাল আহমদ, শফিকুর রহমান, মারুফ আহমদ, রাখাল দে, অমিত দে, এহতেশামুল হক চৌধুরী, মামুন বকত, আব্দুল কাইয়ুম নাছিম, রেনু মিয়া, তোফাজ্জল হক তাজুল, হেলাল আহমদ, রূপক নাগ, মুরাদ আহমদ, রাজিব আহমদ টিপুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত