বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবানে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশির রোগীর সংখ্যা। সম্প্রতি শিশু ও বয়স্করা এসব রোগে বেশির ভাগ আক্রান্ত। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিউমোনিয়ায় ২৫ জন ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৩ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বেশির ভাগই হাসপাতালের বহির্বিভাগ ও ফার্মেসি থেকে পরামর্শ নিয়ে ওষুধ কিনে নিচ্ছেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জিয়াউল হায়দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের কারণে এসব রোগে আক্রান্ত হচ্ছে। এই সময় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি অকারণে শিশুদের নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। এ ছাড়া পাহাড়ের বিভিন্ন ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ায় পানির ঘাটতি হচ্ছে। তাই অনেকে দূষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করেন।
বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধু চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৩ জন। এদের ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনো ১০ শিশু চিকিৎসা নিচ্ছে।
এদিকে অনেকেই হাসপাতালে বহির্বিভাগে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ কিনে বাড়ি ফিরছেন। এ ছাড়া ফার্মাসিস্ট ও পল্লিচিকিৎসকের পরামর্শনিয়ে এসব রোগে আক্রান্ত অনেককে সদরে ফার্মাসি থেকে ওষুধ কিনে নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর অনেকেই অসুস্থতায় কাতরাচ্ছে। ভর্তি রোগীর বেশির ভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। তাদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তাদের চিকিৎসা দিতে শয্যা থেকে শয্যায় ছুটছেন চিকিৎসক ও নার্সরা।
শিশু ওয়ার্ডে ভর্তি ৯ মাস বয়সের সানজিদের অভিভাবক হোসেনে আরা বেগম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় সানজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই বছরের শিশু শিরিনের মা জোবাইদা আকতার জানান, কয়েক দিন আগে মেয়ের হালকা জ্বর হয়েছিল। ওই সময় তার নিশ্বাস নিতে কষ্ট হয়। তখন ক্লিনিকে চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়। তবে সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে অনেকটা সুস্থ।
আরএমও জিয়াউল হায়দার বলেন, এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে, নিউমোনিয়াতেও অনেকে ভর্তি হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে জেলার আলীকদমে ছয়জন ও থানচিতে একজন ডায়রিয়ায় মারা যায়। তবে বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা আরও বেশি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম দুই মাসে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ জন। তাদের মধ্যে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এদিকে গত বছরের ১০ নভেম্বর থেকে চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৯৫৬ জন।
শহরের একাধিক ফার্মেসি সূত্রে জানা গেছে, এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশির জন্য ওষুধ কিনতে লোকজন ভিড় জমাচ্ছে। হাসপাতালে যাতায়াত ও ঝামেলা এড়াতে আশপাশের ওষুধের দোকানে অনেকে ভিড় জমায়। তবে অসুস্থতা বেড়ে গেলে ফার্মাসিস্ট, পল্লিচিকিৎসক ও বড় ডাক্তার (এমবিবিএস) দেখানোর পরামর্শ দেন ওষুধ বিক্রেতারা।
শহরের মধ্যমপাড়ায় সেবা ফার্মেসির মালিক সেন্টু চৌধুরী প্রশিক্ষণপ্রাপ্ত পল্লিচিকিৎসক। তিনি বলেন, তাঁর বাড়ির আশপাশের বেশির ভাগ মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। জ্বর-সর্দি-কাশি হলে তাঁরা ফার্মেসিতে আসেন, ফার্মাসিস্ট বা পল্লিচিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ কিনে নেন।
সদর হাসপাতালের আরএমও বলেন, ‘বছরের এ সময় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। প্রত্যন্ত এলাকায় ঝিরি-ঝরনার ওপর নির্ভরশীলদের ফুটিয়ে ও বিশুদ্ধকরণ বড়ি দিয়ে পানি বিশুদ্ধ করে খাওয়া প্রয়োজন। ডায়রিয়া হলে দেরি না করে কাছের স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে।’
বান্দরবানে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশির রোগীর সংখ্যা। সম্প্রতি শিশু ও বয়স্করা এসব রোগে বেশির ভাগ আক্রান্ত। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিউমোনিয়ায় ২৫ জন ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৩ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বেশির ভাগই হাসপাতালের বহির্বিভাগ ও ফার্মেসি থেকে পরামর্শ নিয়ে ওষুধ কিনে নিচ্ছেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জিয়াউল হায়দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের কারণে এসব রোগে আক্রান্ত হচ্ছে। এই সময় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি অকারণে শিশুদের নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। এ ছাড়া পাহাড়ের বিভিন্ন ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ায় পানির ঘাটতি হচ্ছে। তাই অনেকে দূষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করেন।
বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধু চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৩ জন। এদের ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনো ১০ শিশু চিকিৎসা নিচ্ছে।
এদিকে অনেকেই হাসপাতালে বহির্বিভাগে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ কিনে বাড়ি ফিরছেন। এ ছাড়া ফার্মাসিস্ট ও পল্লিচিকিৎসকের পরামর্শনিয়ে এসব রোগে আক্রান্ত অনেককে সদরে ফার্মাসি থেকে ওষুধ কিনে নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে দেখা গেছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর অনেকেই অসুস্থতায় কাতরাচ্ছে। ভর্তি রোগীর বেশির ভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। তাদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তাদের চিকিৎসা দিতে শয্যা থেকে শয্যায় ছুটছেন চিকিৎসক ও নার্সরা।
শিশু ওয়ার্ডে ভর্তি ৯ মাস বয়সের সানজিদের অভিভাবক হোসেনে আরা বেগম জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় সানজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই বছরের শিশু শিরিনের মা জোবাইদা আকতার জানান, কয়েক দিন আগে মেয়ের হালকা জ্বর হয়েছিল। ওই সময় তার নিশ্বাস নিতে কষ্ট হয়। তখন ক্লিনিকে চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়। তবে সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে অনেকটা সুস্থ।
আরএমও জিয়াউল হায়দার বলেন, এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে, নিউমোনিয়াতেও অনেকে ভর্তি হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে জেলার আলীকদমে ছয়জন ও থানচিতে একজন ডায়রিয়ায় মারা যায়। তবে বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা আরও বেশি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম দুই মাসে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩১ জন। তাদের মধ্যে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এদিকে গত বছরের ১০ নভেম্বর থেকে চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৯৫৬ জন।
শহরের একাধিক ফার্মেসি সূত্রে জানা গেছে, এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশির জন্য ওষুধ কিনতে লোকজন ভিড় জমাচ্ছে। হাসপাতালে যাতায়াত ও ঝামেলা এড়াতে আশপাশের ওষুধের দোকানে অনেকে ভিড় জমায়। তবে অসুস্থতা বেড়ে গেলে ফার্মাসিস্ট, পল্লিচিকিৎসক ও বড় ডাক্তার (এমবিবিএস) দেখানোর পরামর্শ দেন ওষুধ বিক্রেতারা।
শহরের মধ্যমপাড়ায় সেবা ফার্মেসির মালিক সেন্টু চৌধুরী প্রশিক্ষণপ্রাপ্ত পল্লিচিকিৎসক। তিনি বলেন, তাঁর বাড়ির আশপাশের বেশির ভাগ মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। জ্বর-সর্দি-কাশি হলে তাঁরা ফার্মেসিতে আসেন, ফার্মাসিস্ট বা পল্লিচিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ কিনে নেন।
সদর হাসপাতালের আরএমও বলেন, ‘বছরের এ সময় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। প্রত্যন্ত এলাকায় ঝিরি-ঝরনার ওপর নির্ভরশীলদের ফুটিয়ে ও বিশুদ্ধকরণ বড়ি দিয়ে পানি বিশুদ্ধ করে খাওয়া প্রয়োজন। ডায়রিয়া হলে দেরি না করে কাছের স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে