রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের ভেতরে রেখে পাঁচটি কক্ষ বাইর থেকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইদ বিন একরাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
হল সূত্রে জানা যায়, দুপুর ১২টায় হলের দ্বিতীয় তলার দ্বিতীয় ব্লকে ২১৯ থেকে ২২৩ কক্ষের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। ১৬ থেকে ২০ মিনিট পর বিষয়টি জানাজানি হলে হল প্রশাসন এসে তালা ভেঙে শিক্ষার্থীদের বের করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা হল গেটে তালা দিয়ে আন্দোলন করে।
পরবর্তী সময়ে হল প্রাধ্যক্ষ সুজন সেন, প্রক্টর লিয়াকত আলী, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর আন্দোলন স্থগিত করা হয়।
২২২ নম্বর রুমের ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘আমি তখন পড়ছিলাম। বাইর থেকে দরজা নাড়ানোর শব্দ হচ্ছিল। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে। দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম।’
অভিযুক্ত সাইদ বিন একরাম বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করি। হলের সিটের জন্য বলেছিলাম। হলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছিলেন ২২০ নম্বর রুম আমাকে দেবে। কিন্তু দেয় না। তারা সিট বিক্রি করে দিয়েছে বলে শুনেছি। আমার মতো অনেকেই এ রকম সিট বঞ্চিত হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানিয়ে তালা দিয়েছি।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘হলে কে বা কারা তালা লাগিয়েছিল। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’
ফয়সাল আহমেদ রুনু বলেন, সাইদ ছাত্রলীগের রাজনীতি করে কি না তাঁর জানা নেই।
হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ‘শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। আমরা ইতিমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা তালা দিয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের ভেতরে রেখে পাঁচটি কক্ষ বাইর থেকে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইদ বিন একরাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
হল সূত্রে জানা যায়, দুপুর ১২টায় হলের দ্বিতীয় তলার দ্বিতীয় ব্লকে ২১৯ থেকে ২২৩ কক্ষের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। ১৬ থেকে ২০ মিনিট পর বিষয়টি জানাজানি হলে হল প্রশাসন এসে তালা ভেঙে শিক্ষার্থীদের বের করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা হল গেটে তালা দিয়ে আন্দোলন করে।
পরবর্তী সময়ে হল প্রাধ্যক্ষ সুজন সেন, প্রক্টর লিয়াকত আলী, শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর আন্দোলন স্থগিত করা হয়।
২২২ নম্বর রুমের ভুক্তভোগী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘আমি তখন পড়ছিলাম। বাইর থেকে দরজা নাড়ানোর শব্দ হচ্ছিল। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে। দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম।’
অভিযুক্ত সাইদ বিন একরাম বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করি। হলের সিটের জন্য বলেছিলাম। হলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেছিলেন ২২০ নম্বর রুম আমাকে দেবে। কিন্তু দেয় না। তারা সিট বিক্রি করে দিয়েছে বলে শুনেছি। আমার মতো অনেকেই এ রকম সিট বঞ্চিত হয়েছে। তাই আমরা প্রতিবাদ জানিয়ে তালা দিয়েছি।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘হলে কে বা কারা তালা লাগিয়েছিল। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’
ফয়সাল আহমেদ রুনু বলেন, সাইদ ছাত্রলীগের রাজনীতি করে কি না তাঁর জানা নেই।
হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ‘শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। আমরা ইতিমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা তালা দিয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে