শাহীন আলম, দেবিদ্বার
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে এ সড়কে। তার ওপর মহাসড়কের নানা জায়গা দখল করে পাথর, রড ও বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে যানজট বাড়ছে আরও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কের ওপর এভাবে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। এ ছাড়া এসব নির্মাণ সামগ্রীর কারণে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের সড়ক দিয়েই হাঁটা-চলা করতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট পান বাজার ভেতরের রাস্তার এক অংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অপর অংশের নির্মাণকাজের সামগ্রীগুলো রাখা হয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপরের একটি অংশে। কোম্পানীগঞ্জ থেকে আসা মোটরসাইকেল চালক শাহ জালাল দুপাশে যানজট থাকায় পাথরের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। অল্পের জন্য একটি ট্রাক্টরের নিচে পড়া থেকে রক্ষা পান তিনি।
মো. হোসেন, আবদুস সালাম ও ইমন খান নামে কয়েকজন পথচারী বলেন, বালু-পাথরে স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় যানবাহন উল্টে যেতে পারে। এ মহাসড়কে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের হাজার হাজার যানবাহন যাতায়াত করে। এখানে কোনো দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটলে এর দায় কে নেবে?
নিউমার্কেট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু কালাম, জসিম উদ্দিন ও সফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, পান বাজারের রাস্তার নির্মাণকাজ ঢিলেঢালাভাবে হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনায় কোনো পথ পাচ্ছেন না। কিছু ব্যবসায়ী কাঁচা বাজারের ভেতরে বসেছেন আবার কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে বসেছেন। ভেতরের বাজারে মানুষ আসা-যাওয়া করতে পারছেন না। এতে তাঁদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। রাস্তার কাজ ধীর গতিতে হওয়ায় বাজারে ভিটা নিয়েও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ সময় দ্রুত রাস্তাটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তাঁরা।
সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখার বিষয়টি স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মিলেনিয়াম ডেভেলপমেন্টে স্বত্বাধিকারী বাহার উদ্দিন বাহার। তিনি বলেন, জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে।
ট্রাফিক পরিদর্শক মো. নুরে আলম বলেন, যানজট নিরসনে ট্রাফিকের একাধিক টিম কাজ করলেও কোনো কাজেই আসছে না। নির্মাণ সামগ্রীর কাছে এসে যান চলাচলের গতি ধীর হয়ে যায়। এতে পেছনের দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে।
দেবিদ্বার পৌরসভার প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। কাজের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লায় ল্যাবে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিপোর্ট এলেই কাজ শুরু হবে।
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে এ সড়কে। তার ওপর মহাসড়কের নানা জায়গা দখল করে পাথর, রড ও বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে যানজট বাড়ছে আরও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সড়কের ওপর এভাবে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। এ ছাড়া এসব নির্মাণ সামগ্রীর কারণে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের সড়ক দিয়েই হাঁটা-চলা করতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট পান বাজার ভেতরের রাস্তার এক অংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অপর অংশের নির্মাণকাজের সামগ্রীগুলো রাখা হয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপরের একটি অংশে। কোম্পানীগঞ্জ থেকে আসা মোটরসাইকেল চালক শাহ জালাল দুপাশে যানজট থাকায় পাথরের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। অল্পের জন্য একটি ট্রাক্টরের নিচে পড়া থেকে রক্ষা পান তিনি।
মো. হোসেন, আবদুস সালাম ও ইমন খান নামে কয়েকজন পথচারী বলেন, বালু-পাথরে স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় যানবাহন উল্টে যেতে পারে। এ মহাসড়কে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের হাজার হাজার যানবাহন যাতায়াত করে। এখানে কোনো দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটলে এর দায় কে নেবে?
নিউমার্কেট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু কালাম, জসিম উদ্দিন ও সফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, পান বাজারের রাস্তার নির্মাণকাজ ঢিলেঢালাভাবে হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনায় কোনো পথ পাচ্ছেন না। কিছু ব্যবসায়ী কাঁচা বাজারের ভেতরে বসেছেন আবার কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে বসেছেন। ভেতরের বাজারে মানুষ আসা-যাওয়া করতে পারছেন না। এতে তাঁদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। রাস্তার কাজ ধীর গতিতে হওয়ায় বাজারে ভিটা নিয়েও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ সময় দ্রুত রাস্তাটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তাঁরা।
সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখার বিষয়টি স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মিলেনিয়াম ডেভেলপমেন্টে স্বত্বাধিকারী বাহার উদ্দিন বাহার। তিনি বলেন, জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে।
ট্রাফিক পরিদর্শক মো. নুরে আলম বলেন, যানজট নিরসনে ট্রাফিকের একাধিক টিম কাজ করলেও কোনো কাজেই আসছে না। নির্মাণ সামগ্রীর কাছে এসে যান চলাচলের গতি ধীর হয়ে যায়। এতে পেছনের দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে।
দেবিদ্বার পৌরসভার প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। কাজের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লায় ল্যাবে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিপোর্ট এলেই কাজ শুরু হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪