ফেসবুকের কল্যাণে মিলল বাড়ি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১৫: ১২
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৩২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব কাঁটাবাড়ি গ্রামের প্রতিবন্ধী কানাই রায়ের পরিবারকে নিয়ে ২০২০ সালে ৫ নভেম্বর ‘হামার খবর কেউ রাখে না’ শিরোনামে স্থানীয় এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বিষয়টি নজরে আসে পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক শাইলা সাবরিনের। দরিদ্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি। অবশেষে ওই পরিবারকে বাড়ি উপহার দিলেন। গতকাল শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে আনুষ্ঠানিকভাবে বাড়ির উদ্বোধন করেন শাইলা শারমিন। পাকা টিনশেডের বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা। এর আগে নিজস্ব তহবিল থেকে ওই পরিবারকে এক লাখ টাকা দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী আব্দুল কাদের।

এ সময় বিত্তবানদের সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমাজসেবক শাইলা সাবরিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত