নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত অপশক্তি ও পঁচাত্তরের খুনিরা ২০০১-২০০৬ সাল পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। পরে ২০১৩-১৪ সালে আন্দোলনে নেমে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনো তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়, এ জন্য সবাইকে প্রতিদিন সতর্ক থাকতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ উদ্যাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সমাবেশে হিন্দি গান শুনি, সেটি আমাকে প্রচণ্ড পীড়া ও কষ্ট দেয়। বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে আমাদের ছেলেমেয়েরা নাচে। অথচ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেখানে বিজাতীয় সংস্কৃতি লালনপালন করছি।’ এই অবস্থা থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কৃতিচর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সারা দেশে সংস্কৃতিচর্চার ঢেউ বইয়ে দিতে পারলে সে ঢেউয়ে অপসংস্কৃতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ভেসে যাবে। সে কাজটি করার সময় এসেছে।’
একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের।’
সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান প্রমুখ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত অপশক্তি ও পঁচাত্তরের খুনিরা ২০০১-২০০৬ সাল পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। পরে ২০১৩-১৪ সালে আন্দোলনে নেমে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনো তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়, এ জন্য সবাইকে প্রতিদিন সতর্ক থাকতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ উদ্যাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যখন কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সমাবেশে হিন্দি গান শুনি, সেটি আমাকে প্রচণ্ড পীড়া ও কষ্ট দেয়। বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে আমাদের ছেলেমেয়েরা নাচে। অথচ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেখানে বিজাতীয় সংস্কৃতি লালনপালন করছি।’ এই অবস্থা থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কৃতিচর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সারা দেশে সংস্কৃতিচর্চার ঢেউ বইয়ে দিতে পারলে সে ঢেউয়ে অপসংস্কৃতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ভেসে যাবে। সে কাজটি করার সময় এসেছে।’
একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের।’
সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে