নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ সংগঠকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন’ বিষয়ক এক কর্মশালায় এমন মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, ঘরে কিংবা বাইরে নারী ও কন্যাশিশুরা কোথাও নিরাপদ নয়। জনসমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তাঁরা বলেন, একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে।
ডিইসি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের ৪৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর সহযোগিতায় ছিল ইউএনডিপি, সিআরআই, ইয়ং বাংলা ও জাতীয় মানবাধিকার কমিশন। এতে সভাপতিত্ব করেন ডিইসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমেন কানুনগো।
সভায় অংশগ্রহণকারী সংগঠনের নারী সদস্যরা জনবহুল স্থানে মুখোমুখি হওয়া অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর থেকে সমাধানের উপায় নিয়েও কথা বলেন। পাশাপাশি অংশ নেওয়া ৮৪ জন যুব সংগঠক নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন।
কর্মশালায় আলোচনা করেন বিদ্যুৎ বড়ুয়া, তানভীর শাহরিয়ার, মো. শাহজাহান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় ১০টি স্থানে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে।
ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ সংগঠকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন’ বিষয়ক এক কর্মশালায় এমন মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, ঘরে কিংবা বাইরে নারী ও কন্যাশিশুরা কোথাও নিরাপদ নয়। জনসমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তাঁরা বলেন, একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে।
ডিইসি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের ৪৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর সহযোগিতায় ছিল ইউএনডিপি, সিআরআই, ইয়ং বাংলা ও জাতীয় মানবাধিকার কমিশন। এতে সভাপতিত্ব করেন ডিইসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমেন কানুনগো।
সভায় অংশগ্রহণকারী সংগঠনের নারী সদস্যরা জনবহুল স্থানে মুখোমুখি হওয়া অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর থেকে সমাধানের উপায় নিয়েও কথা বলেন। পাশাপাশি অংশ নেওয়া ৮৪ জন যুব সংগঠক নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন।
কর্মশালায় আলোচনা করেন বিদ্যুৎ বড়ুয়া, তানভীর শাহরিয়ার, মো. শাহজাহান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় ১০টি স্থানে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে