কংস নদে ফেরি বন্ধ দুই বছর, ঝক্কি মানুষের

জুয়েল বিশ্বাস, নেত্রকোনা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০০
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৯

যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় কংস নদে ফেরি চলাচল দুই বছর ধরে বন্ধ রয়েছে। নেত্রকোনা থেকে দুর্গাপুর সরাসরি যাতায়াতের জন্য ডেউটুকুন এলাকায় এই ফেরিটি ব্যবহার করতে হয়। বর্তমানে ফেরিটি ঘাটে নোঙর করে রাখা। সড়ক ও জনপথ বিভাগ সূত্র বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা গেছে, নেত্রকোনা শহরের চানখাঁর মোড় হয়ে জামধলা বাজার দিয়ে লোকজন দুর্গাপুর যাতায়াত করছেন। কিন্তু ডেউটুকুন এলাকায় কংস নদের ওপর সেতু না থাকায় এবং ফেরি বন্ধ থাকায় তাদের নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে। ফলে যেখানে এক ঘণ্টা লাগার কথা, সেখানে দুই ঘণ্টা সময় লাগছে নেত্রকোনা থেকে দুর্গাপুর যেতে। এতে করে জেলা শহর থেকে দুর্গাপুরের চিনা মাটির পাহাড় বিজয়পুর, রানীখং যেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সঙ্গে দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে নেত্রকোনা সদর হাসপাতালে কোনো মুমূর্ষু রোগীকে নিয়ে আসতে হলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ উপজেলায় হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিষ্টান ছাড়াও গাড়ো ও হাজং উপজাতির লোকজন বাস করেন। সাতটি ইউনিয়নের বাসিন্দাদের প্রতিদিন অনেক কষ্ট করে নেত্রকোনা শহরে আসতে হয় এই একটি মাত্র ফেরির কারণে। নেত্রকোনা শহরের মালনী এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমান। তিনি নেত্রকোনা সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন। তিনি বলেন, নেত্রকোনা থেকে গত ২ জানুয়ারি আমরা বন্ধুরা মিলে দুর্গাপুর চিনামাটির পাহাড়ে গিয়েছিলাম। কিন্তু পূর্বধলা চৌরাস্তা হয়ে অনেকটা ঘুরপথে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হয়েছে। সদর উপজেলার ডেউটুকুন এলাকায় কংস নদে ফেরি থাকলে আমাদের দুর্ভোগ কম হতো। একটি পর্যটন এলাকা হিসেবে দুর্গাপুরকে গড়ে তুলতে হলে এই ফেরিটি দ্রুত চালু করা প্রয়োজন।

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের স্কুলশিক্ষক তারাপদ। তিনি বলেন, ছেলে-মেয়েদের পড়াশোনা করানোর জন্য জেলা সদরে থাকতে হচ্ছে। কিন্তু স্কুলে যেতে প্রতিদিনই কংস নদ পার হতে হয় ছোট একটি নৌকা দিয়ে। নৌকাটি দিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য ছোট যানবাহন পাড় হওয়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয়। মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এই সড়কটি সীমান্ত সড়ক হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত কংস নদের ওপরে সেতু নির্মাণ প্রয়োজন।

পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এবং দুর্গাপুরের এমপি মানু মজুমদার বলেন, ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, বর্তমান দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে। ডেউটুকুনে কংস নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাবার সঙ্গে সঙ্গে সীমান্ত সড়কের এই নদের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত