যশোর প্রতিনিধি
ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে ছয় দফা দাবি দুই-এক দিনের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ক্ষতিগ্রস্তরা টানা তৃতীয় দিনের মতো যশোর কালেক্টরেট (জেলা প্রশাসকের কার্যালয়) চত্বরে অবস্থান নেন।
জলাবদ্ধতা ক্ষতিগ্রস্তরা এ দিনও আবস্থান নিয়ে দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট।
টানা অবস্থান কর্মসূচিতে আসা মনিরামপুরের কুশখালী এলাকার ৭০ বছর বয়সী সুলপান গোলদার বলেন, ‘আমার ৯ জনের সংসার। দুই ছেলে পরের জমিতে কাজ করত।
এখন তাঁরা বাইরের জেলায় গিয়ে দিনমজুরের কাজ করছে। ঘরে-বাইরে পানি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।’
সমস্যা সমাধানের দাবিতে রাজপথে নেমেছেন কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব রাশিদা বেগম। তিনি বলেন, ‘ঘর-বাড়ি-রান্নাঘরে পানি থই থই করছে।
আমাদের এলাকায় পানিতে ডুবে চার শিশু মারাও গেছে। এইরকম অবস্থায় মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে। তাই পানি সরানোর এই দাবিতে আমরা ডিসি অফিসে আসছি।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মনোহরপুর আঞ্চলিক শাখার আহ্বায়ক শেখর চন্দ্র বিশ্বাস বলেন, ‘হাইকোর্টের রায় রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন-নদী বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আমরা দেখছি, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি জল নিষ্কাশনের সবচেয়ে কার্যকর পদ্ধতি টিআরএম (জোয়ারাধার) প্রকল্প বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ড নদী হত্যার জন্য সেচ প্রকল্প চালু করেছে। আমরা অবিলম্বে এই সেচ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছি।’
আহ্বায়ক শেখর চন্দ্র বিশ্বাস আরও বলেন, ‘২০১৭ সালে জাতীয় কর্মশালায় গৃহীত ৯৬ শতাংশ মানুষের দাবি ছিল, বলি কপালিয়া টিআরএম চালুর। কিন্তু সেই দাবি অগ্রাহ্য করে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) নদীকে হত্যা করতে সেচ প্রকল্প চালু করেছে।’
শেখর চন্দ্র বিশ্বাস আরও বলেন, ‘২-১ দিনের মধ্যে আমাদের প্রাণের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনের প্রতি সংহতি জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সংগঠনের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খানসহ সংগঠনটির নেতারা গণসংগীত পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি সুকুমার দাস বলেন, ‘এই সেচ প্রকল্প ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনে তেমন কোনো কাজে আসবে না। একমাত্র কার্যকর পদ্ধতি হচ্ছে টিআরএম চালু এবংমাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম চালু করা হোক।’
ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে ছয় দফা দাবি দুই-এক দিনের মধ্যে মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ক্ষতিগ্রস্তরা টানা তৃতীয় দিনের মতো যশোর কালেক্টরেট (জেলা প্রশাসকের কার্যালয়) চত্বরে অবস্থান নেন।
জলাবদ্ধতা ক্ষতিগ্রস্তরা এ দিনও আবস্থান নিয়ে দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট।
টানা অবস্থান কর্মসূচিতে আসা মনিরামপুরের কুশখালী এলাকার ৭০ বছর বয়সী সুলপান গোলদার বলেন, ‘আমার ৯ জনের সংসার। দুই ছেলে পরের জমিতে কাজ করত।
এখন তাঁরা বাইরের জেলায় গিয়ে দিনমজুরের কাজ করছে। ঘরে-বাইরে পানি। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।’
সমস্যা সমাধানের দাবিতে রাজপথে নেমেছেন কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদিয়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব রাশিদা বেগম। তিনি বলেন, ‘ঘর-বাড়ি-রান্নাঘরে পানি থই থই করছে।
আমাদের এলাকায় পানিতে ডুবে চার শিশু মারাও গেছে। এইরকম অবস্থায় মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে। তাই পানি সরানোর এই দাবিতে আমরা ডিসি অফিসে আসছি।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মনোহরপুর আঞ্চলিক শাখার আহ্বায়ক শেখর চন্দ্র বিশ্বাস বলেন, ‘হাইকোর্টের রায় রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন-নদী বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু আমরা দেখছি, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি জল নিষ্কাশনের সবচেয়ে কার্যকর পদ্ধতি টিআরএম (জোয়ারাধার) প্রকল্প বাদ দিয়ে পানি উন্নয়ন বোর্ড নদী হত্যার জন্য সেচ প্রকল্প চালু করেছে। আমরা অবিলম্বে এই সেচ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছি।’
আহ্বায়ক শেখর চন্দ্র বিশ্বাস আরও বলেন, ‘২০১৭ সালে জাতীয় কর্মশালায় গৃহীত ৯৬ শতাংশ মানুষের দাবি ছিল, বলি কপালিয়া টিআরএম চালুর। কিন্তু সেই দাবি অগ্রাহ্য করে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) নদীকে হত্যা করতে সেচ প্রকল্প চালু করেছে।’
শেখর চন্দ্র বিশ্বাস আরও বলেন, ‘২-১ দিনের মধ্যে আমাদের প্রাণের দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
অবস্থান কর্মসূচি চলাকালে আন্দোলনের প্রতি সংহতি জানান জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সংগঠনের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খানসহ সংগঠনটির নেতারা গণসংগীত পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি সুকুমার দাস বলেন, ‘এই সেচ প্রকল্প ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনে তেমন কোনো কাজে আসবে না। একমাত্র কার্যকর পদ্ধতি হচ্ছে টিআরএম চালু এবংমাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম চালু করা হোক।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে