ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের পাট চুকিয়ে দুই দিন আগেই সব খেলোয়াড় এসে যোগ দিয়েছেন ক্যাম্পে।
ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনার সঙ্গে আরব আমিরাতের যোজন যোজন দূরত্ব। আর্জেন্টিনা যেখানে র্যাঙ্কিংয়ের তৃতীয় দল, সেখানে আরব আমিরাত ৭০ নম্বর। দুই দলের এই পার্থক্য শক্তির জায়গায়ও দুই প্রান্তে দুই দল। সে অর্থে ম্যাচের ফল অবধারিতভাবে আর্জেন্টিনার পক্ষেই যাবে, এমনটাই ভাবছে সমর্থকেরা।
অন্যদিকে আরব আমিরাতের ফুটবল ইতিহাস বিশ্বফুটবলের দর্শকদের কাছে অনেকটাই অচেনা। বিশ্বফুটবলের সবচেয়ে বড় আসরে একবারই নিজেদের নিয়ে যেতে পেরেছে তারা, সেটাও ১৯৯০ সালে। এরপর আর গ্রেটেস্ট শো অন আর্থে নিজেদের নিয়ে যেতে পারেনি। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে আর্জেন্টিনাকে।
পারফরম্যান্স বিবেচনায় শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা আর একটিতে ড্র। আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে শেষ তিন ম্যাচের তিনটিই জয় পেয়েছে তারা। অপর দিকে আমিরাতের শেষ ছয় ম্যাচে জয়ের রেকর্ড মাত্র একটিতে। উল্টো পরাজয়ই চার ম্যাচে। আর ড্র একটিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সবশেষ তিনটির একটিতেও জয় পায়নি আমিরাত।
আমিরাতের বিপক্ষে খেলার আগে পরশু ও গতকাল দর্শকদের সামনে অনুশীলনও করেছেন মেসি-দি মারিয়ারা। অনুশীলনেও ছিল ঘটনাবহুল। এত প্রিয় ফুটবল তারকাদের একসঙ্গে দেখতে পেয়ে ছুঁয়ে দেখার ইচ্ছায় এক দর্শক মাঠেও ঢুকে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যান। আর্জেন্টিনার মতো দলকে ঘিরে দর্শকদের আগ্রহও তেমনই। দল হিসেবেও তারা আছে দারুণ ফর্মে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। আমিরাতের বিপক্ষে জয় ও বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ইতালির রেকর্ডে ভাগ বসাবে মেসিরা। তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে নামার আগে তাই আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের দলই নামাবেন লিওনেল স্কালোনি।
চোটের কারণে আর্জেন্টিনা দল থেকেও ছিটকে গেছেন মিডফিল্ডার লো সেলসো। আমিরাতের বিপক্ষে জয়ের চেয়ে কোনো খেলোয়াড়ই চোটে যেন না পড়ে, সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন আলবিসেলিস্তের কোচ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্লাব ফুটবলের পাট চুকিয়ে দুই দিন আগেই সব খেলোয়াড় এসে যোগ দিয়েছেন ক্যাম্পে।
ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনার সঙ্গে আরব আমিরাতের যোজন যোজন দূরত্ব। আর্জেন্টিনা যেখানে র্যাঙ্কিংয়ের তৃতীয় দল, সেখানে আরব আমিরাত ৭০ নম্বর। দুই দলের এই পার্থক্য শক্তির জায়গায়ও দুই প্রান্তে দুই দল। সে অর্থে ম্যাচের ফল অবধারিতভাবে আর্জেন্টিনার পক্ষেই যাবে, এমনটাই ভাবছে সমর্থকেরা।
অন্যদিকে আরব আমিরাতের ফুটবল ইতিহাস বিশ্বফুটবলের দর্শকদের কাছে অনেকটাই অচেনা। বিশ্বফুটবলের সবচেয়ে বড় আসরে একবারই নিজেদের নিয়ে যেতে পেরেছে তারা, সেটাও ১৯৯০ সালে। এরপর আর গ্রেটেস্ট শো অন আর্থে নিজেদের নিয়ে যেতে পারেনি। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে আর্জেন্টিনাকে।
পারফরম্যান্স বিবেচনায় শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা আর একটিতে ড্র। আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে শেষ তিন ম্যাচের তিনটিই জয় পেয়েছে তারা। অপর দিকে আমিরাতের শেষ ছয় ম্যাচে জয়ের রেকর্ড মাত্র একটিতে। উল্টো পরাজয়ই চার ম্যাচে। আর ড্র একটিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সবশেষ তিনটির একটিতেও জয় পায়নি আমিরাত।
আমিরাতের বিপক্ষে খেলার আগে পরশু ও গতকাল দর্শকদের সামনে অনুশীলনও করেছেন মেসি-দি মারিয়ারা। অনুশীলনেও ছিল ঘটনাবহুল। এত প্রিয় ফুটবল তারকাদের একসঙ্গে দেখতে পেয়ে ছুঁয়ে দেখার ইচ্ছায় এক দর্শক মাঠেও ঢুকে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যান। আর্জেন্টিনার মতো দলকে ঘিরে দর্শকদের আগ্রহও তেমনই। দল হিসেবেও তারা আছে দারুণ ফর্মে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। আমিরাতের বিপক্ষে জয় ও বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার ইতালির রেকর্ডে ভাগ বসাবে মেসিরা। তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে নামার আগে তাই আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের দলই নামাবেন লিওনেল স্কালোনি।
চোটের কারণে আর্জেন্টিনা দল থেকেও ছিটকে গেছেন মিডফিল্ডার লো সেলসো। আমিরাতের বিপক্ষে জয়ের চেয়ে কোনো খেলোয়াড়ই চোটে যেন না পড়ে, সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন আলবিসেলিস্তের কোচ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে