টিকা পাবে মোরেলগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৭: ৪৫
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ২৭

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২ হাজার ৩০৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনা প্রতিরোধক টিকা দেওয়া হবে।

উপজেলার ৯টি কলেজসহ উচ্চমাধ্যমিক স্তরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগামী ২ ডিসেম্বরের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। এ বিষয়ে সব ধরনের প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, করোনা প্রতিরোধে উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি জানানো হয়েছে। তাঁরা শিক্ষার্থীদের নিবন্ধনসহ আনুষঙ্গিক বিষয় সম্পন্ন করবেন। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত