বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন আরমীন মুসা। সংগীত নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিকে। সেখানে থাকতেই ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘আয় ঘুম ভাঙাই’। দেশে ফিরে সংগীতকে আরও ভালোভাবে আঁকড়ে ধরেছেন, তৈরি করেছেন গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’। গেয়েছেন কলকাতার ‘ভূত চতুর্দশী’ সিনেমায়ও। এ ছাড়া গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া ‘সুরুওয়াত’ অ্যালবামেও ছিল তাঁর গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। সর্বশেষ এ সংগীতশিল্পীকে দেখা গেছে কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানে পারফর্ম করতে। নতুন খবর হলো, আরমীন মুসাকে এবার দেখা যাবে মঞ্চনাটকে।
নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল স্পর্ধা। নির্দেশনা দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। বর্তমানে নাটকটির মহড়া চলছে। এ নাটকে সংগীত পরিচালনা করবেন আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়্যার। জানা গেছে, সংগীত পরিচালনার পাশাপাশি এ নাটকে অভিনয়ও করার কথা তাঁর। এ বিষয়ে জানতে আরমীন মুসার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে মঞ্চে অভিনয়ের ব্যাপারটি অস্বীকার করেননি। আরমীন বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে কিছু বলতে পারব না।’
স্পর্ধা নাট্যদলের সুস্মিতা বলেন, ‘নাটকটিতে কারা অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন তা এখন বলা যাবে না। এ ব্যাপারে সৈয়দ জামিল আহমেদ স্যারের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটুকু বলতে পারি, এখানে ৯ জন অভিনয়শিল্পী রয়েছেন। যার মধ্যে ৭ জন নারী ও ২ জন পুরুষ। ১৫ জুন সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে নাটকটির ২১টি প্রদর্শনী করবে নাট্যদল স্পর্ধা। নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।
ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন আরমীন মুসা। সংগীত নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিকে। সেখানে থাকতেই ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘আয় ঘুম ভাঙাই’। দেশে ফিরে সংগীতকে আরও ভালোভাবে আঁকড়ে ধরেছেন, তৈরি করেছেন গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’। গেয়েছেন কলকাতার ‘ভূত চতুর্দশী’ সিনেমায়ও। এ ছাড়া গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া ‘সুরুওয়াত’ অ্যালবামেও ছিল তাঁর গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। সর্বশেষ এ সংগীতশিল্পীকে দেখা গেছে কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানে পারফর্ম করতে। নতুন খবর হলো, আরমীন মুসাকে এবার দেখা যাবে মঞ্চনাটকে।
নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল স্পর্ধা। নির্দেশনা দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। বর্তমানে নাটকটির মহড়া চলছে। এ নাটকে সংগীত পরিচালনা করবেন আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়্যার। জানা গেছে, সংগীত পরিচালনার পাশাপাশি এ নাটকে অভিনয়ও করার কথা তাঁর। এ বিষয়ে জানতে আরমীন মুসার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে মঞ্চে অভিনয়ের ব্যাপারটি অস্বীকার করেননি। আরমীন বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে কিছু বলতে পারব না।’
স্পর্ধা নাট্যদলের সুস্মিতা বলেন, ‘নাটকটিতে কারা অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন তা এখন বলা যাবে না। এ ব্যাপারে সৈয়দ জামিল আহমেদ স্যারের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটুকু বলতে পারি, এখানে ৯ জন অভিনয়শিল্পী রয়েছেন। যার মধ্যে ৭ জন নারী ও ২ জন পুরুষ। ১৫ জুন সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে নাটকটির ২১টি প্রদর্শনী করবে নাট্যদল স্পর্ধা। নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে