বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও রয়েছে দেশ-বিদেশের নতুন সিনেমা। দেশের এক সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে বিদেশি দুটি সিনেমা।
সুলতানপুর
চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘সুলতানপুর’। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসার কাহিনি। গল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী মিশনও দেখানো হয়েছে। আসাদ জামানের গল্পে নির্মিত সিনেমাটির প্রযোজক ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। এতে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন, নায়িকা চরিত্রে অধরা খান। অন্যান্য চরিত্রে আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ। প্রথমে সিনেমাটির নাম ছিল বর্ডার। সেন্সর বোর্ডের আপত্তির মুখে সিনেমার নাম ও কিছু দৃশ্য পরিবর্তন-পরিমার্জন করতে হয়েছে নির্মাতাকে। গত বছরের ডিসেম্বরে সেন্সর বোর্ড থেকে প্রদর্শনীর ছাড়পত্র পায় ‘সুলতানপুর’। আজ দেশের ২২টি হলে মুক্তি পাচ্ছে সুলতানপুর।
৬/৪৫
হলিউড-বলিউডের পর এবার দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হচ্ছে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি বানিয়েছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারির টিকিট নিয়ে সিনেমার গল্প। সীমান্তবর্তী এলাকায় দক্ষিণ কোরিয়ার এক সেনা একটি লটারির টিকিট পায়, একদিন টিকিটটি উড়ে যায় সীমান্তের ওপারে উত্তর কোরিয়ায়। সেখানকার এক সেনা খুঁজে পায় টিকিটটি। এই টিকিট নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘৬/৪৫’। এতে অভিনয় করেছেন গো কিউং-পিও, লি ই-কিয়ং, ইউম মুন-সুক, পার্ক সে-ওয়ান প্রমুখ।
স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স
আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন যৌথভাবে জোকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন। কণ্ঠ দিয়েছেন অস্কার আইজ্যাক, হেইলি স্টেইনফেল্ড, লুনা লরেন ভেলেজ ও শ্যামিক মুর। মার্ভেলের কমিকস সিরিজের চরিত্র হলেও এই স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। স্পাইডারম্যানের কণ্ঠ দিয়েছেন শ্যামিক মুর।
দেশের প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও রয়েছে দেশ-বিদেশের নতুন সিনেমা। দেশের এক সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে বিদেশি দুটি সিনেমা।
সুলতানপুর
চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘সুলতানপুর’। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসার কাহিনি। গল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী মিশনও দেখানো হয়েছে। আসাদ জামানের গল্পে নির্মিত সিনেমাটির প্রযোজক ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। এতে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন, নায়িকা চরিত্রে অধরা খান। অন্যান্য চরিত্রে আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ। প্রথমে সিনেমাটির নাম ছিল বর্ডার। সেন্সর বোর্ডের আপত্তির মুখে সিনেমার নাম ও কিছু দৃশ্য পরিবর্তন-পরিমার্জন করতে হয়েছে নির্মাতাকে। গত বছরের ডিসেম্বরে সেন্সর বোর্ড থেকে প্রদর্শনীর ছাড়পত্র পায় ‘সুলতানপুর’। আজ দেশের ২২টি হলে মুক্তি পাচ্ছে সুলতানপুর।
৬/৪৫
হলিউড-বলিউডের পর এবার দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হচ্ছে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি বানিয়েছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারির টিকিট নিয়ে সিনেমার গল্প। সীমান্তবর্তী এলাকায় দক্ষিণ কোরিয়ার এক সেনা একটি লটারির টিকিট পায়, একদিন টিকিটটি উড়ে যায় সীমান্তের ওপারে উত্তর কোরিয়ায়। সেখানকার এক সেনা খুঁজে পায় টিকিটটি। এই টিকিট নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘৬/৪৫’। এতে অভিনয় করেছেন গো কিউং-পিও, লি ই-কিয়ং, ইউম মুন-সুক, পার্ক সে-ওয়ান প্রমুখ।
স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স
আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন যৌথভাবে জোকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন। কণ্ঠ দিয়েছেন অস্কার আইজ্যাক, হেইলি স্টেইনফেল্ড, লুনা লরেন ভেলেজ ও শ্যামিক মুর। মার্ভেলের কমিকস সিরিজের চরিত্র হলেও এই স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। স্পাইডারম্যানের কণ্ঠ দিয়েছেন শ্যামিক মুর।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে