আজ মুক্তি পাচ্ছে ৩ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০৯: ০৭

দেশের প্রেক্ষাগৃহে এ সপ্তাহেও রয়েছে দেশ-বিদেশের নতুন সিনেমা। দেশের এক সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে বিদেশি দুটি সিনেমা। 

সুলতানপুর
চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘সুলতানপুর’। সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসার কাহিনি। গল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী মিশনও দেখানো হয়েছে। আসাদ জামানের গল্পে নির্মিত সিনেমাটির প্রযোজক ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। এতে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন, নায়িকা চরিত্রে অধরা খান। অন্যান্য চরিত্রে আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ। প্রথমে সিনেমাটির নাম ছিল বর্ডার। সেন্সর বোর্ডের আপত্তির মুখে সিনেমার নাম ও কিছু দৃশ্য পরিবর্তন-পরিমার্জন করতে হয়েছে নির্মাতাকে। গত বছরের ডিসেম্বরে সেন্সর বোর্ড থেকে প্রদর্শনীর ছাড়পত্র পায় ‘সুলতানপুর’। আজ দেশের ২২টি হলে মুক্তি পাচ্ছে সুলতানপুর। 

৬/৪৫
হলিউড-বলিউডের পর এবার দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হচ্ছে কোরিয়ান সিনেমা ‘৬/৪৫’। কমেডি ঘরানার সিনেমাটি বানিয়েছেন পার্ক গাইয়ু-তাই। একটি লটারির টিকিট নিয়ে সিনেমার গল্প। সীমান্তবর্তী এলাকায় দক্ষিণ কোরিয়ার এক সেনা একটি লটারির টিকিট পায়, একদিন টিকিটটি উড়ে যায় সীমান্তের ওপারে উত্তর কোরিয়ায়। সেখানকার এক সেনা খুঁজে পায় টিকিটটি। এই টিকিট নিয়েই চলতে থাকে মজার সব ঘটনা। গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘৬/৪৫’। এতে অভিনয় করেছেন গো কিউং-পিও, লি ই-কিয়ং, ইউম মুন-সুক, পার্ক সে-ওয়ান প্রমুখ। 

স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স
আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন যৌথভাবে জোকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন। কণ্ঠ দিয়েছেন অস্কার আইজ্যাক, হেইলি স্টেইনফেল্ড, লুনা লরেন ভেলেজ ও শ্যামিক মুর। মার্ভেলের কমিকস সিরিজের চরিত্র হলেও এই স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। স্পাইডারম্যানের কণ্ঠ দিয়েছেন শ্যামিক মুর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত