মধুপুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মধুপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮: ০১
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮

পূর্ব শত্রুতার জেরে মধুপুরে নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী অ্যান্ড ফিশ ফিডের দুটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার হাসিল গ্রামে এই ঘটনা ঘটে। গত সোমবার খামার মালিক মো. আতিকুর রহমান মধুপুর থানায় লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী অ্যান্ড ফিশ ফিড নামে দুটি খামারে আতিকুর রহমান মাছ চাষ করছেন। একটি খামারে গত রোববার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে মাছ মরে ভেসে উঠে। সকালে এ ঘটনা দেখতে পান তাঁর বাড়ির লোকজন।

খামার মালিক আতিকুর রহমান বলেন, ‘আমি কালচার পুকুর ও নার্সিং পুকুরে মাছ ও মাছের পোনা উৎপাদন করি। বালিয়া চরা গ্রামের জুলহাস উদ্দিন, মিজানুর রহমান, মফিজ উদ্দিন, মিনহাজ উদ্দিনসহ কয়েক জনের সঙ্গে আমার ঝামেলা চলছে। গত ১০-১২ দিন আগে সালিশি বৈঠকেও বাগ্বিতণ্ডাও হয়। সে সময় তাঁরা আমার এবং পুকুরের ক্ষতি করবেন বলেও হুমকি দেন। রাতের আঁধারে তারাই আমার পুকুরের বিষ দিয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত