সম্পাদকীয়
রজনীকান্ত সেন ছিলেন একজন কবি, গীতিকার, সুরকার ও গায়ক। পেশায় ছিলেন উকিল। তিনি বাংলা সাহিত্যের ‘পঞ্চকবির’ মধ্যে অন্যতম। অন্য চারজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদ সেন।
রজনীকান্ত সেনের জন্ম ১৮৬৫ সালের ২৬ জুলাই তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ী গ্রামে। পূর্বপুরুষেরা বাস করতেন রাজশাহীতে। সেই সূত্রে রাজশাহী এসে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। তিনি রাজশাহীর বোয়ালিয়া জিলা স্কুলে (বর্তমান রাজশাহী কলেজিয়েট স্কুল) ভর্তি হন। এরপর কোচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স, রাজশাহী কলেজ থেকে এফএ পাস করেন। তারপর কলকাতা সিটি কলেজ থেকে বিএ এবং বিএল পাস করে রাজশাহীতে ফিরে ওকালতি শুরু করেন। কিন্তু সাহিত্য সাধনা এবং গান রচনা ও গাওয়ার ভালোবাসায় আইন পেশায় সফল হতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করিতে পারি নাই।’ সাহিত্যচর্চা শুরুর খুব অল্প দিনের মধ্যেই রজনীকান্ত সেনের নাম ছড়িয়ে পড়ে চারদিকে।
রজনীকান্তের গানগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা: ভক্তিমূলক, দেশাত্মবোধক, হাস্যরস ও জীবনের গান। বাংলা গীতিকবিতার এই প্রবাদপুরুষ রচনা করেছেন ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না হায়’ এ রকম অসংখ্য হৃদয়গ্রাহী গান। তাঁর ব্রিটিশ শাসনবিরোধী স্বদেশি অনেক গান এখনো জনপ্রিয়। যেমন একটি—‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’। ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই/কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই?’—‘স্বাধীনতার সুখ’ নামে বিখ্যাত কবিতাটি কিন্তু তাঁরই লেখা।
রজনীকান্ত সেন ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মাত্র ৪৫ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান। মৃত্যুর আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর মৃত্যুর পর ১৯২৮ সালে রাজশাহীর বাড়িতে এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
রজনীকান্ত সেন ছিলেন একজন কবি, গীতিকার, সুরকার ও গায়ক। পেশায় ছিলেন উকিল। তিনি বাংলা সাহিত্যের ‘পঞ্চকবির’ মধ্যে অন্যতম। অন্য চারজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদ সেন।
রজনীকান্ত সেনের জন্ম ১৮৬৫ সালের ২৬ জুলাই তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ী গ্রামে। পূর্বপুরুষেরা বাস করতেন রাজশাহীতে। সেই সূত্রে রাজশাহী এসে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। তিনি রাজশাহীর বোয়ালিয়া জিলা স্কুলে (বর্তমান রাজশাহী কলেজিয়েট স্কুল) ভর্তি হন। এরপর কোচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স, রাজশাহী কলেজ থেকে এফএ পাস করেন। তারপর কলকাতা সিটি কলেজ থেকে বিএ এবং বিএল পাস করে রাজশাহীতে ফিরে ওকালতি শুরু করেন। কিন্তু সাহিত্য সাধনা এবং গান রচনা ও গাওয়ার ভালোবাসায় আইন পেশায় সফল হতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করিতে পারি নাই।’ সাহিত্যচর্চা শুরুর খুব অল্প দিনের মধ্যেই রজনীকান্ত সেনের নাম ছড়িয়ে পড়ে চারদিকে।
রজনীকান্তের গানগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা: ভক্তিমূলক, দেশাত্মবোধক, হাস্যরস ও জীবনের গান। বাংলা গীতিকবিতার এই প্রবাদপুরুষ রচনা করেছেন ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না হায়’ এ রকম অসংখ্য হৃদয়গ্রাহী গান। তাঁর ব্রিটিশ শাসনবিরোধী স্বদেশি অনেক গান এখনো জনপ্রিয়। যেমন একটি—‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’। ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই/কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই?’—‘স্বাধীনতার সুখ’ নামে বিখ্যাত কবিতাটি কিন্তু তাঁরই লেখা।
রজনীকান্ত সেন ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মাত্র ৪৫ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান। মৃত্যুর আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর মৃত্যুর পর ১৯২৮ সালে রাজশাহীর বাড়িতে এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে