রজনীকান্ত সেন

সম্পাদকীয়
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ০৩

রজনীকান্ত সেন ছিলেন একজন কবি, গীতিকার, সুরকার ও গায়ক। পেশায় ছিলেন উকিল। তিনি বাংলা সাহিত্যের ‘পঞ্চকবির’ মধ্যে অন্যতম। অন্য চারজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদ সেন।

রজনীকান্ত সেনের জন্ম ১৮৬৫ সালের ২৬ জুলাই তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ী গ্রামে। পূর্বপুরুষেরা বাস করতেন রাজশাহীতে। সেই সূত্রে রাজশাহী এসে শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। তিনি রাজশাহীর বোয়ালিয়া জিলা স্কুলে (বর্তমান রাজশাহী কলেজিয়েট স্কুল) ভর্তি হন। এরপর কোচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স, রাজশাহী কলেজ থেকে এফএ পাস করেন। তারপর কলকাতা সিটি কলেজ থেকে বিএ এবং বিএল পাস করে রাজশাহীতে ফিরে ওকালতি শুরু করেন। কিন্তু সাহিত্য সাধনা এবং গান রচনা ও গাওয়ার ভালোবাসায় আইন পেশায় সফল হতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করিতে পারি নাই।’ সাহিত্যচর্চা শুরুর খুব অল্প দিনের মধ্যেই রজনীকান্ত সেনের নাম ছড়িয়ে পড়ে চারদিকে।

রজনীকান্তের গানগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা: ভক্তিমূলক, দেশাত্মবোধক, হাস্যরস ও জীবনের গান। বাংলা গীতিকবিতার এই প্রবাদপুরুষ রচনা করেছেন ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘বেলা যে ফুরায়ে যায়, খেলা কি ভাঙে না হায়’ এ রকম অসংখ্য হৃদয়গ্রাহী গান। তাঁর ব্রিটিশ শাসনবিরোধী স্বদেশি অনেক গান এখনো জনপ্রিয়। যেমন একটি—‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’। ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই/কুঁড়েঘরে থেকে কর শিল্পের বড়াই?’—‘স্বাধীনতার সুখ’ নামে বিখ্যাত কবিতাটি কিন্তু তাঁরই লেখা।

রজনীকান্ত সেন ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মাত্র ৪৫ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান। মৃত্যুর আগে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর মৃত্যুর পর ১৯২৮ সালে রাজশাহীর বাড়িতে এসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত