ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা যখন সকলকেই ছুঁয়ে যাচ্ছে। ঠিক এ সময়েই ভারত-পাকিস্তানে চলছে আগামী এশিয়া কাপে খেলা না খেলা নিয়ে বিতর্ক। সেই বিতর্ক এতটাই চরমে উঠেছে যে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এবারের বিশ্বকাপের ম্যাচও বয়কটের দাবি উঠেছে। দাবিটি করেছেন পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমল। তাঁর মতে, পাকিস্তানে আগামী এশিয়া কাপ না হলে ভারতের সঙ্গে কোনো পর্যায়ের ক্রিকেট খেলা উচিত হবে না পাকিস্তানের। এমনকি এবারের বিশ্বকাপের ম্যাচটিও।
২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে জয় শাহর এমন মন্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন। সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি ও ইউনুস খানরা জানিয়েছেন, তাহলে পাকিস্তানেরও উচিত হবে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া। তাঁদের দাবি ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হলেও কামরানের দাবি ভারতের বিপক্ষে এবারের বিশ্বকাপের ম্যাচও বর্জন করা উচিত।
এ ব্যাপারে কামরান বলেছেন, ‘এশিয়া কাপ শুধু পাকিস্তানেরই আয়োজন করা উচিত হবে। যদি এমনটা না হয় তবে ভারতের সঙ্গে কোনো পর্যায়েই খেলা উচিত হবে না পাকিস্তানের। সেটা আইসিসির কোনো ইভেন্টের ম্যাচ, এশিয়া কাপ যাই হোক না কেন। এমনকি ২৩ অক্টোবরের ম্যাচটিও।’
২০২৩ সালের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণ ভারত এশিয়া কাপ খেলতে দেশটিতে যাবে কি না তা নিয়ে রয়েছিল অনেক কানাঘুষা। সেই কানাঘুষা আর বাড়তে না দিয়ে বিতর্কিত এক মন্তব্য দিয়েছেন জয়। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘এসিসির সভাপতি হিসেবে বলছি, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। আমরা পাকিস্তানে যাব না। তারাও ভারতে আসবে না। এশিয়া কাপ আগেও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা যখন সকলকেই ছুঁয়ে যাচ্ছে। ঠিক এ সময়েই ভারত-পাকিস্তানে চলছে আগামী এশিয়া কাপে খেলা না খেলা নিয়ে বিতর্ক। সেই বিতর্ক এতটাই চরমে উঠেছে যে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এবারের বিশ্বকাপের ম্যাচও বয়কটের দাবি উঠেছে। দাবিটি করেছেন পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমল। তাঁর মতে, পাকিস্তানে আগামী এশিয়া কাপ না হলে ভারতের সঙ্গে কোনো পর্যায়ের ক্রিকেট খেলা উচিত হবে না পাকিস্তানের। এমনকি এবারের বিশ্বকাপের ম্যাচটিও।
২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। মহাদেশীয় টুর্নামেন্ট নিয়ে জয় শাহর এমন মন্তব্যের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন। সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি ও ইউনুস খানরা জানিয়েছেন, তাহলে পাকিস্তানেরও উচিত হবে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া। তাঁদের দাবি ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হলেও কামরানের দাবি ভারতের বিপক্ষে এবারের বিশ্বকাপের ম্যাচও বর্জন করা উচিত।
এ ব্যাপারে কামরান বলেছেন, ‘এশিয়া কাপ শুধু পাকিস্তানেরই আয়োজন করা উচিত হবে। যদি এমনটা না হয় তবে ভারতের সঙ্গে কোনো পর্যায়েই খেলা উচিত হবে না পাকিস্তানের। সেটা আইসিসির কোনো ইভেন্টের ম্যাচ, এশিয়া কাপ যাই হোক না কেন। এমনকি ২৩ অক্টোবরের ম্যাচটিও।’
২০২৩ সালের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণ ভারত এশিয়া কাপ খেলতে দেশটিতে যাবে কি না তা নিয়ে রয়েছিল অনেক কানাঘুষা। সেই কানাঘুষা আর বাড়তে না দিয়ে বিতর্কিত এক মন্তব্য দিয়েছেন জয়। ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় বলেছেন, ‘এসিসির সভাপতি হিসেবে বলছি, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। আমরা পাকিস্তানে যাব না। তারাও ভারতে আসবে না। এশিয়া কাপ আগেও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে