খরুচে কোচের তালিকায় সবার ওপরে গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২২, ০৭: ১৯
আপডেট : ১৭ মে ২০২২, ১১: ২৭

এটা তো আর অজানা নয়, ফুটবল দলগুলোর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে কোচদের। দলগুলোর সাফল্য অনেকটাই নির্ভর করে তাঁদের কৌশল ও পরিকল্পনার ওপর। এমনকি খেলোয়াড় কিনতেও স্বতন্ত্র কৌশল অবলম্বন করেন কোচরা। ইয়ুর্গেন ক্লপের মতো কোনো কোনো কোচ কম খরচে দল গোছাতে অভ্যস্ত হলেও পেপ গার্দিওলার মতো কোচ আবার খরচ করেন হাত খুলে। তাঁদের পুরো ক্যারিয়ার হিসাবে নিলে খরুচে কোচের তালিকায় আছেন জোসে মরিনহোর মতো সময়ের অন্যতম সেরা কোচরাও।

পেপ গার্দিওলা
১২৪৩৬ কোটি টাকা

কারও কারও চোখে এই সময়ের সেরা কোচ পেপ গার্দিওলা। দলীয় সাফল্যের দিকে চোখ রাখলেও এর সত্যতা মিলবে। তবে শুধু মাঠের সাফল্যেই নয়, খরচের দিক থেকেও কেউ গার্দিওলার আশপাশে নেই।

ম্যানসিটিকে ইউরোপের দাপুটে দল হিসেবে প্রতিষ্ঠার পথে বিপুল অর্থ খরচ করেছেন গার্দিওলা। এই স্প্যানিশ কোচ ক্যারিয়ারে সব মিলিয়ে খরচ করেছেন ১২৪৩৬ কোটি টাকা। গত মৌসুমে জ্যাক গ্রিলিশকে ১১৭.৫ মিলিয়ন ইউরোতে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসেন গার্দিওলা।

তাঁর দ্বিতীয় সর্বোচ্চ দলবদলটি অবশ্য বার্সেলোনায়। ২০০৯ সালে জ্লাতান ইব্রাহিমোভিচকে ৬৯.৫ মিলিয়ন ইউরোতে বার্সায় নিয়ে এসেছিলেন তিনি।হোসে

 মরিনহোমরিনহো
৯৭৭৪ কোটি 

ফুটবলের সবচেয়ে আলোচিত কোচদের অন্যতম হোসে মরিনহো। ঝাঁজাল প্রতিক্রিয়া আর মাঠের সাফল্য দিয়েই পরিচিত এই পর্তুগিজ কোচ। তবে খেলোয়াড় কেনার পেছনেও দেদার খরচ করে অভ্যস্ত মরিনহো। কোচ হিসেবে দারুণ সব দলবদলের সাক্ষী হয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ কোচ। ১০৫ মিলিয়ন ইউরোতে পল পগবাকে ম্যানইউতে নিয়ে আসা ছিল তাঁর অধীন হওয়া সবচেয়ে বড় দলবদল। রোমেলু লুকাকুর পেছনে তাঁর দল খরচ করেছে ৮৪.৭ মিলিয়ন ইউরো। অন্যদের মধ্যে ফ্রেডের পেছনে মরিনহোর অধীন ম্যানইউ খরচ করে ৫৯ মিলিয়ন ইউরো। আর মাতিচকে কিনতে খরচ ৪৪.৭ মিলিয়ন ইউরো।

 মাসিমিলিয়ানো অ্যালেগ্রি

মাসিমিলিয়ানো অ্যালেগ্রি
৮৯৭২ কোটি

গত দশকে জুভেন্টাসকে ইউরোপের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠায় বড় ভূমিকা আছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির। সেই লক্ষ্যে খরচও অবশ্য কম করেননি এই ইতালিয়ান কোচ। ফ্রি এজেন্ট হয়ে যাওয়া খেলোয়াড়দের নিয়ে আসার ক্ষেত্রে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। তবে অর্থের হিসাবেও অন্য অনেক কোচকে পেছনে ফেলেছেন আলেগ্রি। দলবদলে তাঁর খরচ ৮৯৭২ কোটি টাকা। আলিগ্রির অধীন হওয়া সবচেয়ে বড় অঙ্কের দলবদলটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। ‘সিআর সেভেন’-এর পেছনে ১১৭ কোটি ইউরো খরচ করেছেন এই ইতালিয়ান কোচ। গঞ্জালো হিগুয়েনকে নাপোলি থেকে আনতে তিনি ব্যয় করেছেন ৯০ মিলিয়ন ইউরো।

 দিয়েগো সিমিওনেদিয়েগো সিমিওনে
৮৮৩৫ কোটি

‘আন্ডারডগ’ আতলেতিকো মাদ্রিদকে নিজেদের ইতিহাসের সেরা সময় উপহার দিয়েছেন দিয়েগো সিমিওনে। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দাপটেও ফাটল ধরিয়েছেন তিনি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বড় অঙ্কের অর্থ খরচেও পিছপা হন না এই আর্জেন্টাইন কোচ। সব মিলিয়ে সিমিওনে খরচ করেছেন ৮৮৩৫ কোটি টাকা। সিমিওনের হাত ধরেই গত কয়েক বছরে দেখা গেছে বড় অঙ্কের বেশ কিছু দলবদল। যেখানে ১২৭.২ মিলিয়ন ইউরোতে জোয়াও ফেলিক্সকে আনার ঘটনাও আছে। ৭২ মিলিয়ন ইউরোতে থমাস লেমার, ৬০ মিলিয়ন ইউরোতে ডিয়েগো কস্তা এবং ৫৪ মিলিয়ন ইউরোতে আতোয়াঁন গ্রিজমানকে দলে ভিড়িয়েছেন তিনি।

 আন্তোনিও কন্তেআন্তোনিও কন্তে
৮৬২৫ কোটি টাকা

আধুনিক ফুটবলের অন্যতম সেরা কোচদের একজন আন্তোনিও কন্তে। সাফল্যের নিরিখেও ওপরের দিকে থাকবে কন্তের নাম। বর্তমানে টটেনহামের কোচের দায়িত্বে থাকা কন্তে নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়েই সাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বড় অঙ্কের খরচেও কুণ্ঠিত হন না এই ইতালিয়ান কোচ। কন্তের বড় অঙ্কের সাইনিংয়ের তালিকায় আছে আলভারো মোরাতা, রোমেলু লুকাকু এবং আশরাফ হাকিমির নামও। চেলসিতে থাকতে মোরাতাকে কিনেছিলেন ৬৬ মিলিয়ন ইউরোতে। ইন্টার মিলানে লুকাকুর জন্য তাঁর দলের খরচ ছিল ৭৪ মিলিয়ন ইউরো। আর ইন্টারে আশরাফ হাকিমির পেছনে তাঁর খরচ ছিল ৪৩ মিলিয়ন ইউরো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত