তিতাস প্রতিনিধি
মাসুদ মোল্লা সৌদিপ্রবাসী। গত বছর ছুটিতে দেশে ফিরে ৪৫ শতক জমিতে গড়ে তুলেছেন ফলবাগান। বর্তমানে তাঁর স্ত্রী হাসিনা বেগমের পরিচর্যায় বাগানটি বেড়ে ওঠছে। আগামী কয়েক বছরের মধ্যে বাগানটি পরিবারের অন্যতম আয়ের উৎস হবে বলে আশা করছেন তাঁরা।
তিতাস উপজেলার হাইধনকান্দি গ্রামের পরিবারটির বাস। সরেজমিনে দেখা গেছে, বাগানে বিভিন্ন প্রজাতির ফল গাছ। এর মধ্যে বিভিন্ন জাতের বার মাসি আম, পেয়ারা, লেবু, আপেল কুল, পেঁপে। তবে এগুলোর মধ্যে ড্রাগনই অন্যতম। এ ছাড়া ড্রাগনের সঙ্গে সাথি ফসল হিসেবে পেঁয়াজ, লাল শাক ও পালং শাক চাষ করা হচ্ছে।
কথা হয় হাসিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে প্রথমে ড্রাগন ফলের চাষ শুরু করেন। বর্তমানে তিনিই বাগানটি দেখাশোনা করেন।
স্ত্রী আরও জানান, ইতিমধ্যে ৩০ কেজির মতো ড্রাগন ফল বিক্রি করেছেন। আসছে মৌসুমে ফলন আরও ভালো হওয়ার আশা করছেন। ফলের আকারও বড় হবে। এতে দামও বেশি পাওয়া যাবে।
ড্রাগন ফলের চাষ দেশে জনপ্রিয় হয়ে ওঠছে। বর্তমান বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়া যাচ্ছে। বিদেশি এই ফল পুষ্টিগুণসমৃদ্ধ।
হাসিনা বেগম আরও বলেন, ‘আমার স্বামী আমাকে বাগান করতে উৎসাহিত করেন। এতে আমি আগ্রহী হই। পুরো জমিজুড়ে ফলের চাষ শুরু করি। আমার বাগানের তিনটি ড্রাগন ফলের ওজন এক কেজি হয়েছে। পাইকারি সাড়ে ৩০০ টাকা করে বিক্রি করেছি।’
উপজেলা কৃষি অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা পান কি না জানতে চাইলে হাসিনা বেগম হাসিমাখা মুখে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সমস্যা হলে আমি আমার স্বামীকে জানাই। তিনি সৌদি আরব থেকে ফোনে কৃষি অফিসে কথা বলেন। পরে আমাকে পরামর্শ দেন। আমি সেভাবে কাজ করি।’
এই দম্পতির ফলের বাগান প্রসঙ্গে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রাগন চাষে আমাদের কোনো কর্মসূচি নেই। এরপরেও আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে চাষিদের সহায়তা করছি।’
মাসুদ মোল্লা সৌদিপ্রবাসী। গত বছর ছুটিতে দেশে ফিরে ৪৫ শতক জমিতে গড়ে তুলেছেন ফলবাগান। বর্তমানে তাঁর স্ত্রী হাসিনা বেগমের পরিচর্যায় বাগানটি বেড়ে ওঠছে। আগামী কয়েক বছরের মধ্যে বাগানটি পরিবারের অন্যতম আয়ের উৎস হবে বলে আশা করছেন তাঁরা।
তিতাস উপজেলার হাইধনকান্দি গ্রামের পরিবারটির বাস। সরেজমিনে দেখা গেছে, বাগানে বিভিন্ন প্রজাতির ফল গাছ। এর মধ্যে বিভিন্ন জাতের বার মাসি আম, পেয়ারা, লেবু, আপেল কুল, পেঁপে। তবে এগুলোর মধ্যে ড্রাগনই অন্যতম। এ ছাড়া ড্রাগনের সঙ্গে সাথি ফসল হিসেবে পেঁয়াজ, লাল শাক ও পালং শাক চাষ করা হচ্ছে।
কথা হয় হাসিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরে প্রথমে ড্রাগন ফলের চাষ শুরু করেন। বর্তমানে তিনিই বাগানটি দেখাশোনা করেন।
স্ত্রী আরও জানান, ইতিমধ্যে ৩০ কেজির মতো ড্রাগন ফল বিক্রি করেছেন। আসছে মৌসুমে ফলন আরও ভালো হওয়ার আশা করছেন। ফলের আকারও বড় হবে। এতে দামও বেশি পাওয়া যাবে।
ড্রাগন ফলের চাষ দেশে জনপ্রিয় হয়ে ওঠছে। বর্তমান বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়া যাচ্ছে। বিদেশি এই ফল পুষ্টিগুণসমৃদ্ধ।
হাসিনা বেগম আরও বলেন, ‘আমার স্বামী আমাকে বাগান করতে উৎসাহিত করেন। এতে আমি আগ্রহী হই। পুরো জমিজুড়ে ফলের চাষ শুরু করি। আমার বাগানের তিনটি ড্রাগন ফলের ওজন এক কেজি হয়েছে। পাইকারি সাড়ে ৩০০ টাকা করে বিক্রি করেছি।’
উপজেলা কৃষি অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা পান কি না জানতে চাইলে হাসিনা বেগম হাসিমাখা মুখে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সমস্যা হলে আমি আমার স্বামীকে জানাই। তিনি সৌদি আরব থেকে ফোনে কৃষি অফিসে কথা বলেন। পরে আমাকে পরামর্শ দেন। আমি সেভাবে কাজ করি।’
এই দম্পতির ফলের বাগান প্রসঙ্গে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রাগন চাষে আমাদের কোনো কর্মসূচি নেই। এরপরেও আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে চাষিদের সহায়তা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে