পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ১১৫ বছরেও জাতীয়করণ হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বিদ্যালয়টিকে সরকারিকরণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ-রানীশংকৈল সড়ক সংলগ্ন জগথা মৌজায় অবস্থিত পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়। ১৯০৭ সালে তৎকালীন মালদুয়ার এস্টেটের জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু হয় বিদ্যালয়ের। পরে জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের মতবিরোধ দেখা দিলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। তবে কয়েক বছরের মধ্যেই স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ জমিদারের সঙ্গে সমঝোতায় উপনীত হলে ১৯১৮ সালে জমিদার পুনরায় বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেন এবং স্কুলের জন্য একটি আধপাকা ভবন নির্মাণ করে ১৯১৮ সালের ১০ মার্চ জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরী নিজেই স্কুল ভবন উদ্বোধন করেন। তখন থেকে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসেবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ও জ্ঞানের আলোকবর্তিকা হাতে দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে চালু আছে মেয়েদের জন্য প্রভাতি ও ছেলেদের জন্য দিবা শাখা। এ ছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষাদানের জন্য রয়েছেন নিয়মিত ৩৮ জন ও চুক্তিবদ্ধ ৯ জন মিলে মোট ৪৭ জন শিক্ষক। এ ছাড়া ২ জন লাইব্রেরিয়ান, ২ জন ল্যাব সহকারী, কম্পিউটারে ১ জন এবং ১৩ জন বিভিন্ন স্কেলের কর্মচারী কর্মরত আছেন। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের নেতৃত্বে দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ষাটের দশকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করেই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে যা পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। এ দুটি প্রতিষ্ঠান ৮০-এর দশকে জাতীয়করণ করা হলেও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, ‘এ বিদ্যালয়কে আরও গতিশীল করতে হলে লেখাপড়ার মান উন্নয়ন এবং সরকারিকরণে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ১১৫ বছরেও জাতীয়করণ হয়নি। এতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বিদ্যালয়টিকে সরকারিকরণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ-রানীশংকৈল সড়ক সংলগ্ন জগথা মৌজায় অবস্থিত পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়। ১৯০৭ সালে তৎকালীন মালদুয়ার এস্টেটের জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু হয় বিদ্যালয়ের। পরে জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরীর সঙ্গে স্থানীয় নেতৃত্বের মতবিরোধ দেখা দিলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। তবে কয়েক বছরের মধ্যেই স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ জমিদারের সঙ্গে সমঝোতায় উপনীত হলে ১৯১৮ সালে জমিদার পুনরায় বিদ্যালয়টি চালুর উদ্যোগ নেন এবং স্কুলের জন্য একটি আধপাকা ভবন নির্মাণ করে ১৯১৮ সালের ১০ মার্চ জমিদার রাজা টংক নাথ রায় চৌধুরী নিজেই স্কুল ভবন উদ্বোধন করেন। তখন থেকে বিদ্যালয়টি মাইনর স্কুল হিসেবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ও জ্ঞানের আলোকবর্তিকা হাতে দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে চালু আছে মেয়েদের জন্য প্রভাতি ও ছেলেদের জন্য দিবা শাখা। এ ছাড়া কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষাদানের জন্য রয়েছেন নিয়মিত ৩৮ জন ও চুক্তিবদ্ধ ৯ জন মিলে মোট ৪৭ জন শিক্ষক। এ ছাড়া ২ জন লাইব্রেরিয়ান, ২ জন ল্যাব সহকারী, কম্পিউটারে ১ জন এবং ১৩ জন বিভিন্ন স্কেলের কর্মচারী কর্মরত আছেন। সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের নেতৃত্বে দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ষাটের দশকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করেই এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলী আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে যা পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। এ দুটি প্রতিষ্ঠান ৮০-এর দশকে জাতীয়করণ করা হলেও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় আজও জাতীয়করণ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, ‘এ বিদ্যালয়কে আরও গতিশীল করতে হলে লেখাপড়ার মান উন্নয়ন এবং সরকারিকরণে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে